বিডার ওয়ান স্টপ সার্ভিসে আরো তিন সেবা যুক্ত

bidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ৭টি সংস্থার ২১টি সেবা ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) বা এক দরজা থেকে দিচ্ছে। মানে হলো এসব সেবা পেতে বিনিয়োগকারীকে সরকারি সংস্থায় সংস্থায় দৌড়াতে হয় না। বিডার কাছ থেকেই অনলাইনে পাওয়া যায়।
বর্তমানে বিডার ওএসএস থেকে এখন যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) কোম্পানির নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন; জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন; বিডার প্রকল্প নিবন্ধন, অফিস স্থাপনের অনুমতি, মেয়াদ বর্ধিতকরণ, বাতিল ও সংশোধন, ভিসা সুপারিশ ও সংশোধন, ভিসা অন অ্যারাইভাল ও সংশোধন, কাজের অনুমতি, মেয়াদ বর্ধিতকরণ, সংশোধন ও বাতিল, রেমিট্যান্স সার্ভিসেস (নতুন), সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, সুরক্ষাসেবা বিভাগের নিরাপত্তা ছাড়পত্র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র অনলাইনে পাওয়া যাচ্ছে।
আজ রোববারও বিডা তিনটি সরকারি সংস্থা ও একটি বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে ওই সব সংস্থা ও সংগঠনের দেওয়া ১৩টি বিনিয়োগ–সংক্রান্ত সেবা ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) বা এক দরজা থেকে পাওয়ার পথ খুলল।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়েবসাইটের ভোগান্তিতে দু:খ প্রকাশ করল ডিএসই

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়েবসাইটের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

রবিবার (২৩ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ডিএসইর আইসিটি বিভাগ ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। এ কাজ করতে গিয়ে ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাংখিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তবে রবিবার (২৩ আগস্ট) লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে৷

ডিএসই’র ওয়েবসাইট ব্রাউস করতে যদি কোন অসুবিধা হয় বা পেজ লোডিং এ যদি কোন সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউসারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই৷

এক্সপ্রেস ইন্স্যূরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

EXPRESSস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন, ২০) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.২০ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৪ টাকা।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৪৬ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৫.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দেড় মাসেই সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

গত অর্থবছরের ধারাবাহিকতায় ব্যাংক থেকে ঋণ নিয়েই চলেছে সরকার। নতুন অর্থবছরের দেড় মাসেই সাড়ে আট হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়ে গেছে সরকারের।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক ঋণের সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের দেড় মাসে (১ জুলাই থেকে ১২ অগাস্ট) সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১০ হাজার ৯৫৮ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

তবে এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার। উল্টো আগের নেওয়া ঋণের দুই হাজার ৫৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। সে হিসাবে ১২ অগাস্ট পর্যন্ত সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার ৪২২ কোটি টাকা।

রাজস্ব আদায়ে করুণ দশার কারণে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, মহামারী করোনাভাইরাস মোকাবেলাসহ অন্যান্য খরচ মেটাতে বাধ্য হয়েই সরকারকে ব্যাংকের দারস্থ হতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতির গবেষক আহসান এইচ মনসুর।

এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে গিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি।

নতুন অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য স্থির করেছে।

গত ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটে ব্যাংক থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকার ঋণ নেওয়ার রক্ষ্য ধরেছিল সরকার। কোভিড-১৯ মহামারীর কারণে রাজস্ব আদায়ে ধস নামায় সংশোধিত বাজেটে সেই লক্ষ্য বাড়িয়ে ৮২ হাজার ৪২১ কোটি টাকা ধরা হয়।

মহামারী মোকাবেলায় গত অর্থবছরের শেষ চার মাসে (মার্চ থেকে জুন) দাতাদের কাছ থেকে প্রায় চার বিলিয়ন ডলার ঋণ পাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়ায় ৬১ হাজার ৯০৫ কোটি ৪০ লাখ টাকা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, রাজস্ব আদায় কম হলে দেশ চালাতে সরকারকে তো ব্যাংক থেকে ঋণ নিতেই হবে। সেই কাজটিই করছে সরকার। এতে অবাক হওয়ার কিছু নেই।

“আমাদের কপাল ভালো যে, এই মহামারীর সময়ে মোটা অংকের বিদেশি ঋণ পাওয়া গেছে। তা না হলে বড় ধরনের সংকট দেখা দিত।”

তিনি বলেন, “বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে গত অর্থবছরের শেষ তিন মাস দেশের অর্থনীতি একপ্রকার অচল হয়েই ছিল। তাতে যতটা সঙ্কটে পড়ার কথা ভাবা হচ্ছিল, বিদেশ থেকে ‘ভালো’ ঋণ সহায়তা পাওয়ায় ততটা সঙ্কটে সরকারকে পড়তে হয়নি।

“যে অবস্থা হয়েছিল, তাতে অর্থের জন্য সরকারের ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছিল। এক সময় মনে হচ্ছিল, সরকারের ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কিন্তু বিদেশি ঋণের কারণেই অর্থবছরের শেষ দিকে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমে এসেছে। শেষ পর্যন্ত ৬১ হাজার কোটি টাকার মত নিতে হয়েছে।”

ব্র্যাক ক্যাংকের চেয়ারম্যান আহসান মনসুর বলেন, “সরকার তো এবার ব্যাংক থেকে ৮৫ হাজার কোটি টাকা ধার করার লক্ষ্যই ধরেছে। এখন দেখতে হবে, অর্থবছর শেষে সেটা কোথায় গিয়ে দাঁড়ায়।”

গত ২০১৯-২০ অর্থবছরের শুরুর দিকেও সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। ওই অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছিল ১৬ হাজার ৮৫৬ কোটি টাকা। সে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ দেয়া হয়েছিল দুই হাজার ৪৯৭ কোটি টাকা। ফলে ব্যাংক খাত থেকে নিট ঋণ নেওয়ার পরিমাণ ছিল ১৪ হাজার ৩৫৮ কোটি টাকা।

মহামারীর মধ্যে রাজস্ব আদায়ে বড় ঘাটতি নিয়ে নতুন অর্থবছর শুরু হয়েছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১২ হাজার ৩৩৪ কোটি ৯৭ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। অথচ লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৮ কোটি ৭৪ লাখ টাকা।

এ হিসাবে অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যের চেয়ে সাত হাজার ৪৩ কোটি ৭৭ লাখ টাকা কম আদায় হয়েছে। শতাংশ হিসাবে রাজস্ব আদায় লক্ষ্যের চেয়ে ৩৬ দশমিক ৩৫ ভাগ কম হয়েছে। গত বছরের জুলাই মাসের চেয়ে কম আদায় হয়েছে ২২ দশমিক শূন্য ৭ শতাংশ।

অথচ গত ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাসে ১৫ দশমিক ৪৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু হয়েছিল। সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে সূচক ও লেনদেনে সামান্য উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও সামান্য উত্থান হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭২০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ  সূচক ৭.১৮ পয়েন্ট  কমে অবস্থান করছে ১১.০৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৫০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩7 কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটে,  ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, এলএইচবিএল, খুলনা পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন লিমিটেড ও সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬০.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্স বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

মাইডাস ফাইন্যান্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ আগষ্ট  আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আফগানিস্তানে ১৩ টি ওষুধ রপ্তানি করবে সিলকো ফার্মা

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড আফগানিস্তানে ১৩ ধরণের ওষুধ রপ্তানি করবে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতিমধ্যে দেশটির জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডের সাথে রপ্তানি চুক্তি সম্পন্ন কোম্পানিটি।

সূত্র জানায়, সিলকো ফার্মা আগামী ৫ বছর এসব ওষুধ আফগানিস্তানে রপ্তানি করবে। চলতি আগস্ট মাস থেকে চুক্তিটি কার্যকর করবে কোম্পানিটি।

কোম্পানিটি প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলারের ওষুধ রপ্তানি করবে। প্রথম রপ্তানি মূল্য ২৬ হাজার ৭৮০ হাজার ইউএস ডলার নির্ধারণ করা হয়েছে।

আফগানিস্তানে এসব ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির আয় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে দাবি করছে কোম্পানিটি।

অর্থসূচক/এসএ/

ইষ্টল্যান্ড ইন্স্যূরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যূরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন, ২০)  বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৬ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৯০ টাকা।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৭৮ টাকা। যা ২০১৯ সালের ৩০   জুন ছিল ২০.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

পপুলার লাইফের উদ্দ্যোক্তারা ১০০ টি করে শেয়ার কিনবে

populer lifস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার  লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা ১০০ টি করে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ফজলে তাহের ও মোতাহার হোসেন  নামে বিমাটির ২ জন উদ্দ্যোক্তা একেকজন  ১০০ টি করে শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

মেঘনা লাইফের ১.৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

megna-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উম্মে খাদিজা মেঘনা নামে বিমাটির পরিচালক ১.৫ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.