আলহাজ্ব টেক্সটাইল পরিচালককে ৫৫ লাখ টাকা জড়িমানা

alhazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার বিক্রি এবং বিক্রিতে সহযোগিতা করার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো: সামসুল হুদা এবং এএনএফ ম্যানেজমেন্টকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএসইসির ৭০৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো: সামসুল হুদাকে আইন ভঙ্গের দায়ে মো: সামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

এএনএফ ম্যানেজমেন্ট কো: লিমিটেড কর্তৃক মো: সামসুল হুদা পূর্ব ঘোষণা ছাড়া ১ লাখ ৪৫ হাজার ৭২৮টি শেয়ার বিক্রিতে সহযোগিতা করা হয়েছে এবং মো: সামসুল হুদা একই সাথে এএনএফ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও সভায় আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সাড়ে ৫৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে এবং বেশি দামের কারণে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে ৫৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। গতকাল বুধবার (২০ নভেম্বর) রাত থেকে কার্গো বিমানে এই পেঁয়াজ দেশে আসতে শুরু করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায়ও বিসমিল্লাহ এয়ারলাইনসের কার্গো বিমানে ১০৫ মেট্রিক টন পেঁয়াজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো আমদানিকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এই পেঁয়াজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে মিসর ও তুরস্ক থেকে বাল্ক ও কন্টেইনারের মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় এস আলম গ্রুপ। সে অনুযায়ী ৫৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। তবে সমুদ্রপথে পেঁয়াজ আসতে বেশি সময় লাগবে। তাই বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজ আমদানির জন্য ইতোমধ্যে ১০টি কার্গো বিমান ঠিক করা হয়েছে। এর প্রতিটিতে ১০৫ থেকে ১১০ মেট্রিক টন পেঁয়াজ আসবে। আগামী শনিবার (২৩ নভেম্বর) কায়রো এয়ারের একটি কার্গো বিমানে আরও ৫৫ মেট্রিক টন পেঁয়াজ ঢাকায় পৌঁছাবে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশের পর্যটনশিল্পে তুরস্ক বিনিয়োগ করবে : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের পর্যটনশিল্পে তুরস্ক বিনিয়োগ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার তুরস্কের আঙ্কারায় দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরী এরসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের প্রথম দিকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করেছেন যে, তিনি বাংলাদেশের পর্যটনশিল্পে বিনিয়োগ করবেন। পর্যটনশিল্পে বিনিয়োগের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। তিনি তাদের দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য পাঠাবেন। বিশেষ করে কৃষি, শিল্প, এসএমই খাতে তিনি আগ্রহ ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশের অর্থনীতি এগোচ্ছে লাফিয়ে লাফিয়ে

high indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের অর্থনীতি লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ব্লগপোস্টে মন্তব্য করা হয়েছে। তাদের পূর্বাভাস, ২০২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে। তখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির দেশ হবে বাংলাদেশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।

ব্লগপোস্টে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অর্জনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর যে দেশ অত্যন্ত দরিদ্র ছিল, সেই দেশের গড় প্রবৃদ্ধির হার এখন ৮ শতাংশ। বাংলাদেশের বিভিন্ন অর্জন বৈশ্বিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

জাতিসংঘ ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত করে। সেই পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে। ২০২৪ সালের মধ্যে এই উত্তরণপ্রক্রিয়া সম্পন্ন হবে। বলা হয়েছে, স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নীত হওয়ার মানে হলো দেশের মোট জাতীয় আয় যেমন বেড়েছে, তেমনি মানবসম্পদ, অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বেড়েছে।

প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানের চেয়ে দ্রুতগতিতে বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে ভারত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে থাকবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকবে মালদ্বীপ ও নেপাল, যদিও উভয় দেশের প্রবৃদ্ধি হবে একই হারে—৬ দশমিক ৩ শতাংশ। তালিকায় ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির হার নিয়ে সবার নিচে থাকবে পাকিস্তান।

জনসংখ্যা বৃদ্ধির হার কমার কারণে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মূলত, সে কারণেই বাংলাদেশের এই উত্তরণ। উদাহরণ হিসেবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দেখিয়েছে, ২০১০ সালে যেখানে দিনে ১ ডলার ৯০ সেন্টের চেয়ে কম আয়ের শ্রমিকের সংখ্যা ছিল ৭৩ দশমিক ৫ শতাংশ, সেখানে ২০১৮ সালে তা ১০ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।

দেশের রপ্তানির প্রায় ৮৫ শতাংশ আসছে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের আকার দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারে। পাশাপাশি অর্থনীতির বহুমুখীকরণও ঘটছে। মোট দেশজ উৎপাদনের ৫৩ শতাংশই আসছে সেবা খাত থেকে।

অন্যদিকে, শিক্ষা, স্বাস্থ্য, শিশুমৃত্যু রোধ ও গড় আয়ু বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করা হয়েছে ব্লগপোস্টে। এ ক্ষেত্রে বাংলাদেশের পরিবারে নারীর সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকার প্রশংসা করেছেন অর্থনীতিবিদেরা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ অনেক অর্থনীতিবিদই বাংলাদেশের এই অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন। ভারতের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেশি। তাই ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে বলে অনেক সংস্থাই পূর্বাভাস দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সারাদেশে ৪৫ টাকায় পিয়াজ বিক্রি জোরদার টিসিবির

143220_bangladesh_pratidin_bdp-tcb-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পিয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারাদেশে ৪৫ টাকায় বিক্রির কার্যক্রম জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাসহ দেশজুড়ে বিভাগ ও জেলা পার্যায়ে ৪৫ টাকা মূল্যে পিয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ পিয়াজ বিক্রি চলছে।

”সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পিয়াজ আমদানি শুরু করেছে। ইতোমধ্যে আকাশ ও সমুদ্র পথে পিয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইন্সে মিশর, তুরষ্ক, পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে।

সরকার পিয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে। ”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশি পিয়াজ (পাতাসহ) বাজারে এসেছে। পিয়াজের মূল্যও দ্রুত গতিতে কমছে। এখন পিয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার বিক্রি করবে আলিফ টেক্সটাইল

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আলিফ টেক্সটাইল কোম্পানি নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ২৩ লাখ ৩৮ হাজার ৭৬১ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। এদের হাতে মোট ১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৯১৩টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

ভিএফএস থ্রেডসের এজিএমের দিন ও স্থান পরিবর্তন

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি ভিএফএস থ্রেডস লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) ও বিশেষ সাধারন সভার (ইজিএম) দিন ও স্থান পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির এজিএম ও ইজিএমটি আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯ ও সাড়ে ১০ টায় বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারের তিন নম্বর হলে অনুষ্ঠিত হবে।

এর আগে এজিএম ও ইজিএমটির দিন ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছিল কোম্পানিটি।

এই এজিএমটির স্থান নির্ধারণ করা হয়েছিল বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারের ৪ নম্বর হলে ।

এই এজিএমে কোম্পানিটি ঘোষিত ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন নিবে। আর বিশেষ সভায় কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন বাড়ানোর স্বীকৃতিকে শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপন করবে

স্টকমার্কেটবিডি.কম/

  1. বীকন ফার্মা
  2. গ্রামীণফোন লিমিটেড
  3. পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
  4. ন্যাশনাল টিউবস
  5. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  6. ফরচুন সুজ
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. স্কয়ার ফার্মা
  9. ফেডারেল ইন্স্যুরেন্স
  10. এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে সামান্য কম

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ সামান্য কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২১ কোটি ১ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪০৬ কোটি ৩৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –বীকন ফার্মা, গ্রামীণফোন লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, স্কয়ার ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৭২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ টাকা। গতকাল সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মেলায় ৫ লাখ ৪০ হাজার করদাতার রিটার্ন দাখিল

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহব্যাপী আয়কর মেলা বুধবার শেষ হয়েছে। তবে মেলা শেষ হলেও আগামী ৩০ নবেম্বর পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই করদাতারা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া কর শনাক্তকরণ নম্বরসহ (ই-টিআইএন) অন্যান্য সেবা নেয়া যাবে। তবে ঐদিন সরকারি ছুটির দিন হওয়ায় (শনিবার) পরবর্তী খোলার দিন, অর্থাৎ ১ ডিসেম্বর জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশের কর আদায়ের হিসাব কষছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

এদিকে, প্রতিবছরের ন্যায় এবারও রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করে এনবিআর। তবে জেলা শহরে চার দিন ও কিছু উপজেলায় দুই দিন করে এ মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলার শেষ দিনে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ছয় দিনে আয়কর মেলায় ৫ লাখ ৪০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। ওই সময়ে আয়কর আদায় হয়েছে ২ হাজার ১৬ কোটি টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৬ হাজার ৮৩১ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত আয়কর মেলা থেকে সেবা নিয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন। বুধবার মেলা প্রাঙ্গণে এসে এনবিআর চেয়ারম্যান বলেন, শেষ দিনে যতক্ষণ পর্যন্ত করদাতারা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন, ততক্ষণ তাদের আয়কর রিটার্ন জমা নেয়া হবে। শেষ হিসেব পর্যন্ত কর আদায় ও সেবা গ্রহীতার সংখ্যা বাড়বে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/