নিত্যপণ্যের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর ঢাকার নিত্যপণ্যের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের শাক-সবজি। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি, আটা ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে ডিমের দাম। ইলিশের সরবরাহ বাড়লে ও দাম কমেনি দেশী মাছের। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট কাঁচা বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট এবং মালিবাগ রেলগেট বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তায় সবচেয়ে বেশি বেড়েছে শাক-সবজির দাম। শীতের সবজি যা আসছে তা নগরবাসীকে উচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে। গড়ে ৭০ টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। নগরীর বিভিন্ন বাজারে জাত ও মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৬০-৩০০ টাকায়। এতে করে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে। খুচরা বাজার থেকে ৫০-১০০ গ্রাম করে মরিচ কিনে নিচ্ছেন নি¤œ আয়ের মানুষ। অন্যদিকে, সবজির দামও চড়া। সিম, টমেটো, শসা, গাজরের মতো প্রতিকেজি সবজি ১০০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকৃতির ফুলকপি, বাধাকপি পিস বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। তরকারিতে বেশি ব্যবহার হয় প্রতিকেজি আলু ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। লাউ, ধুন্দল, বেগুন, পটল ও ঢেঁড়সের মতো সবজি ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে ফার্মগেট কাঁচা বাজারের সবজি বিক্রেতা হানিফ মিয়া বলেন, পাইকারি বাজারে সবজির দাম চড়া। আর এ কারণে খুচরায় দাম বেড়েছে। শীতের সবজি পুরোদমে না আসলে দাম সহসায় কমবে না। ওই বাজার থেকে সবজি কিনছিলেন ইন্দিরা রোডের বাসিন্দা ফয়সাল আহমেদ। তিনি জানান, বাজারে সব ধরনের সবজির দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পাতে সবজি উঠবে না।

এদিকে, সবজির পাশাপাশি আগের বাড়তি দামে বিক্রি হচ্ছ সব ধরনের চাল। স্বর্ণা ও চায়না ইরিখ্যাত প্রতিকেজি মোটা চাল ৪৮-৫২ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এছাড়া পাইজাম ও লতা চাল ৫০-৫৫ এবং নাজিরশাইল মিনিকেট নামের চিকন চাল ৫৬-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক মাস ধরেই চালের বাজার অস্থির। চাল ব্যবসায়ীরা বলছেন, মিলাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃখঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থানে মিলমালিকদের অনিয়মের প্রমাণ পেয়েছে সরকার। খিলগাঁও সিটি কর্পোরেশনের চাল বিক্রেতা নওয়াজেশ আলী জানান, নতুন করে দাম বাড়লে আগের বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে চাল। আর এ কারণে বাজারে চালের দাম এখনো বেশি।

এছাড়া বাজারে আমদানিকৃত পেঁয়াজ নেই বললেই চলে। তবে দেশী হাইব্রিড ও লোকাল জাতের সরবরাহ বেড়েছে। প্রতিকেজি দেশী পেঁয়াজ ১০০ এবং হাইব্রিড জাতেরটি প্রতিকেজি ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। তুরস্ক, মিসর ও নেদারল্যান্ডের পেঁয়াজ দ্রুত দেশে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। শীঘ্রই বাজারে আসবে আমদানিকৃত পেঁয়াজ। বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১১৫-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশীজাতের ও পাকিস্তানিখ্যাত মুরগির দাম বেড়েছে। পাকিস্তানি লাল মুরগি প্রতিকেজি ২৫০ এবং এবং দেশী মুরগি প্রতিপিস ৩৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বিশ্ব ডিম দিবসে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ফার্মেও ডিম ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে ইলিশ মাছের সরবরাহ বেড়েছে। আকার ও সাইজভেদে প্রতিকেজি ইলিশ ৬০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এছাড়া দেশী মাছের সরবরাহ ভাল থাকলেও দাম বেড়েছে। প্রতিকেজি চিংড়ি ৬০০-৮০০ এবং রুই মাছ ৩৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

স্টকমার্কেটবিডি.কম/

সৌদি আরবের টিকিটের জন্য প্রবাসীদের ভিড় অব্যাহত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন প্রবাসীরা। গত কয়েকদিনের তুলনায় শনিবার (১০ অক্টোবর) টিকিট প্রত্যাশী পুরুষ ও নারী যাত্রীদের ভিড় বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার হোটেল সোনারগাঁওয়ে দুই ভাগে বিভক্ত হয়ে লাইন ধরেছেন যাত্রীরা। একদল প্রবাসী এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের ইতোমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা। অপরদিকে, আরেক দল প্রবাসীকে হোটেল সোনারগাঁওয়ের মূল সীমানার ভেতর লাইন ধরিয়েছে পুলিশ। তারা মেঝেতে লাইন ধরে বসে রয়েছেন। সৌদিগামী টিকিট নিতে শনিবার পাঁচ থেকে সাত শতাধিক লোক এসেছেন।

এদিন সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স। একসঙ্গে কয়েকজন কর্মকর্তা টিকিট রি-ইস্যু শুরু করেছেন। ফলে একসঙ্গে অন্তত পাঁচজন প্রবাসী টিকিট পাচ্ছেন। এতে প্রবাসীদের সময় কম লাগছে এবং দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শনিবার টিকিট নিতে এসেছেন।

সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

গত ৪ অক্টোবর টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সমাপনী অনুষ্ঠান করবে ডিবিএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ১১ অক্টোবর রবিবার আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হচ্ছে। শেয়ারবাজারের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এ∙চেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০ এর সমাপনী অনুষ্ঠানটি আগামীকাল সকাল ১১:৩০ ঘটিকায় ভার্চুয়াল মাধ্যমে পালন করবে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এ∙চেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান।

”ব্রোকার হাউসের সেবাসমূহ ও বিনিয়োগকারীর অধিকার” বিষয়ে কি-নোট বক্তব্য প্রদান করবেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।

প্যানেল আলোচক হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ সামছুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান যথাক্রমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

৯ টি ক্ষেত্রে ভিসা আবার চালু করলো ভারতীয় দূতাবাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘদিন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভিসা সেবা বন্ধ রেখেছিল ভারতীয় দূতাবাস। শুক্রবার নয়টি ক্ষেত্রে অনলাইন ভিসা সেবা চালুর ঘোষণা দিয়েছে দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ‘ঢাকার ভারতীয় হাই কমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে।’

বর্তমানে অনুমোদিত ভিসাগুলো হচ্ছে– মেডিক্যাল, ব্যবসা, কর্মসংস্থান, এন্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক।

অন্যান্য ভিসা শিগগিরই চালু করা হবে বলে ওই পোস্টে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসতে পারে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুর স্প্যান বসানো হতে পারে। আজ শনিবার সকালে সেতুর ৪ ও ৫ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসতে পারে। এ নিয়ে ৩২টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হবে। এটি বসানোর পর সেতুর ৪ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, গত ১০ জুন ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর ৩১তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার অংশ দৃশ্যমান হয়। এরপর বর্ষাকাল চলে আসায় পদ্মা নদীতে তীব্র স্রোত, ভাঙন ও ঢেউয়ের কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ থাকে। তবে কয়েক দিন ধরে পরিস্থিতি অনুকূলে থাকায় ৩২তম স্প্যান বসানোর সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। এরই মধ্যে ট্রায়ালও হয়েছে।

চলতি মাসে মাওয়া প্রান্তে ৩ ও ৪ এবং ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান বসানো হতে পারে।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুতে ৩১টি স্প্যান বসানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়।

সেতুতে গাড়ি চলাচলের জন্য সড়ক নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯১৭টি রোডস্লাব। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বসানো হয়েছে ১০১০টি। চলতি মাসে রোডস্লাব বসানোর সংখ্যা হাজার ছাড়াবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে। পদ্মা সেতুর স্প্যানের নিচের অংশে রেলপথে জন্য লাগবে ২ হাজার ৯৫৯টি স্লাব। এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫৮৪টি।

সেতুর জাজিরা অংশে সেতুতে উঠে সড়কপথ ও রেলপথ নির্মাণের কাজ চলছে।

পদ্মা সেতু ঢাকা বিভাগের দুই জেলা মুন্সিগঞ্জ ও মাদারীপুরকে সংযুক্ত করেছে। এই সেতু চালু হলে দেশের দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকরী উন্নতি হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্বব্যাংকের পূর্বাভাস অর্থনীতির বর্তমান উত্তরণের সাথে সামঞ্জস্যহীন : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। তারা যখন কোনো দেশ সম্পর্কে বা কোন বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করে, সঙ্গত কারণেই এটি সবাইকে প্রভাবিত করতে পারে। গতকাল বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) নিয়ে বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে তা বাংলাদেশের অথনীতির বর্তমান উত্তরণের সাথে সামঞ্জস্যহীন।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া ইকনোমিক ফোকাস ফল ২০২০ রিপোর্টের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের জিডিপি সম্পর্কে এবার যে নাম্বারগুলো বলেছেন তারা সেগুলো করোনার প্রভাবে অর্থনীতির স্বাভাবিক গতি শ্লথ হওয়ার শুরু থেকেই বলে আসছে এবং সেই একই জায়গাতেই তারা এখনো আছে।’

তিনি বলেন, ‘আমাদের অর্থবছরের তিন মাস পার হয়ে গিয়েছে, এখনও নয় মাস সময় রয়েছে। করোনার প্রভাবে যে শ্লথ গতি অর্থনীতিতে তৈরি হয়েছিল সেটি অনেকটা স্বাভাবিক । স্বাস্থ্য ও মহামারি পরিচালন ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সত্ত্বেও সরকারের উপযুক্ত অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা অর্থনীতিকে সুসংহত করেছে, দরিদ্র ও দুর্বলদের জন্য মৌলিক সেবা ও পণ্যাদি নিশ্চিত করেছে। অভ্যন্তরীণ বেসরকারি ও সরকারি ব্যয়, বিনিয়োগ, রপ্তানি এবং রেমিট্যান্সসহ অর্থনীতির প্রায় সকল খাত বেশ সক্ষম অবস্থানে রয়েছে।’

গতকাল প্রকাশিত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া ইকনোমিক ফোকাস রিপোর্টে বাংলাদেশের জিডিপিতে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে । ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ। করোনা মহামারির প্রভাবে দক্ষিণ এশিয়া নজিরবিহীন অর্থনৈতিক মন্দা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

অর্থমন্ত্রী আরো বলেন, আমরা সকলেই জানি যে তাদের প্রক্ষেপণের বৈশিষ্ট্যই হলো অত্যন্ত রক্ষণশীল পদ্ধতি। বিশ্ব ব্যাংকের এ যাবৎকালের সকল প্রক্ষেপণ যদি কেউ একটি তালিকা করে তাহলে দেখা যাবে যে তারা যে প্রক্ষেপণগুলো করে তা বাস্তবতা হতে অনেক দূরে! আমরা বিশ্বাস করি তারা এবারো সেই গতানুগতিক ধারার একটি বিবৃতি প্রকাশ করেছেন। আমরা আমাদের সক্ষমতার নিরিখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি এবং তা অর্জন করি। অর্জন করে বার বার প্রমাণ করতে হয় আমরা সঠিক। এবারও আমরা কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করে প্রমাণ করব যে আমাদের লক্ষ্যমাত্রাই সঠিক। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স বাড়লেও এটি সাময়িক মনে করছে অনেকে। বৈধপথে রেমিট্যান্স প্রেরণ উৎসাহিত করার জন্য আমরা যখন প্রণোদনার ব্যবস্থা করেছি তখন অনেকেই বলেছিল রেমিট্যান্সে এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবতা হলো প্রণোদনার ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, প্রবাসী আয় বেড়েছে, কারণ করোনার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আমাদের ভাই-বোনেরা ফিরে আসছেন, তাদের সব কিছু বিক্রি করে চলে এসেছেন কাজেই এই প্রবৃদ্ধি। কিন্তু তারা হয়তো ভুলে গেছেন, ২ শতাংশ নগদ প্রণোদনা এবং রেমিটেন্স পাঠানোর নিয়ম-কানুন সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের কথা। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

 

ডিএসইতে পিই রেশিও ০.১৪ পয়েন্ট কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.০২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৬৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৫২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৪ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.০৫ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৬.৭৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৮৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৫১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৪.৮৫ পয়েন্টে, বীমা খাতের ২০ পয়েন্টে, বিবিধ খাতের ২৩.৬১ পয়েন্টে, খাদ্য খাতের ১৩.০৭ পয়েন্টে, চামড়া খাতের ১৬.০৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৭.০৬ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.২৪ পয়েন্টে, আর্থিক খাতের ৩০.৪২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩০.৯৩ পয়েন্টে, পেপার খাতের ৪৬.৯৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২.৭৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.৪৩ পয়েন্টে, সিরামিক খাতের ২৩.৮৭ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩৭.৭২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশের ইতিহাসে রিজার্ভের নতুন রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতা ছুঁয়েছে। টানা রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা এই রিজার্ভ বৃহস্পতিবার ৪০ বিলিয়ন ডলারবা ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। গেল বুধবার যা ছিল ৩ হাজার ৯৭৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, বিভিন্ন দেশে থেকে প্রবাসীদের পাঠানো প্রচুর পরিমাণ রেমিটেন্স, রফতানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ আসার ফলে বাংলাদেশের রিজার্ভ এখন ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের ভাষ্য- সরকারের প্রণোদনা ঘোষণায় বৈধপথে প্রচুর পরিমাণ প্রবাসীদের রেমিটেন্স আসা, আমদানি ব্যয়ের চাপ কম থাকা, দাতা সংস্থা বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবি, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণ সহায়তা এবং বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৯.৪০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে রেমিটেন্সে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। এই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৭১ কোটি ৩১ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৮.৫৭ শতাংশ বেশি। প্রবাসীরা গত সেপ্টেম্বর মাসে ২১৫ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন ৩৭২১ কোটি টাকা কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪৬০৪ কোটি ৯৬ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪৫৫৪ কোটি ৭৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১.১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯২০ কোটি ৯৯ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১.১০ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯১০ কোটি ৯৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪১.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৯ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৭.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩ হাজার ৩৯৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩,৭২১ কোটি টাকা বা ০.৯২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম