ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভার সময় পরিবর্তন

trust-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আনলিমা ইয়ার্নের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoanlস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আজিজ পাইপসের দর বাড়ার কারণ নেই

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল ২৩.৫ টাকা। ১৫ অক্টোবর তা বেড়ে দাঁড়ায় ৩৯ টাকার উপরে। ১৮ অক্টোবর দিনশেষে এই কোম্পানির শেয়ারটির দর দাঁড়ায় ৪০.২০ টাকা। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ১৫ অক্টোবর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনসিসি ব্যাংকের ২৯ লাখ শেয়ার বিক্রি

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ২৯ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো. আনোয়ার পাশা নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ২৯ লাখ ৯৩ হাজার ২৩৬টি শেয়ারের মধ্যে তিনি ২৯ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির ২৩ হাজার ২৩৬টি শেয়ার থাকবে।

বর্তমান বাজার দর ৯ টাকা করে ২৯ লাখ ৭০ হাজার শেয়ারের দর ২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ারগুলো বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কেডিএসের বোর্ড সভার তারিখ ঘোষণা

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৪ অক্টোবর শনিবার অনষ্ঠিত হবে বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ২৯ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথমদিনে সূচকের পতন হয়েছে। এই দিন সিএসইতে লেনদেন গতদিনের চেয়ে কমেছে সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ২৩৬.৩৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১৪৩.৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ২০৭.৫৯ পয়েন্ট কমে ১২ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১৭.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ২১.২৫ পয়েন্ট কমে ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। বৃহস্পতিবার হয়েছিল ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে মোজাফ্ফর স্পিনিং ও কেডিএস।

সিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩টির দাম বেড়েছে, কমেছে ১৯২টির আর অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. লাফার্জ সুরমা
  2. বিএসআরএম স্টিল
  3. সাইফ পাওয়ারটেক
  4. কেডিএস
  5. বেক্স ফার্মা
  6. স্কয়ার ফার্মা
  7. বিএসআরএম লিমিটেড
  8. গ্রামীণফোন
  9. ইউনাইটেড এয়ারওয়েজ
  10. সিভিও পেট্রোকেমিক্যাল

ডিএসইতে সূচকের পতনে শুরু সপ্তাহ

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচকের পতনের মধ্যে শুরু হয়েছে সপ্তাহ। সপ্তাহের প্রথম দিনে সূচক পতনের সাথে কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ২০.২৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৩০১ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থানে, শরিয়া সূচক ডিএসইএস ১২.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২১.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থানে ছিল।

তার আগের দিন বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান, শরিয়া সূচক ডিএসইএস ১৪.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করেছিল।

আজ দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১০ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবস বৃহস্পতিবার ৪০৪ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকা। তার আগের দিন বুধবার ৩০৮ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার। টাকার অংকে বৃহস্পতিবারের চেয়ে আজ রবিবারের লেনদেন ৯৩ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকা কম।

ডিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪ টির দাম বেড়েছে, কমেছে ২৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, সাইফ পাওয়ারটেক, কেডিএস, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ ও সিভিও পেট্রোকেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আমরা টেকনোলজির বোর্ড সভা ২৫ অক্টোবর

aamra-technology-limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর রবিবার অনষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

আমরা টেকনোলজি লিমিটেড গত বছর ২০১৪ সালে বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইফাদ অটোসে্র বোর্ড সভার তারিখ ঘোষণা

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস্‌ লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৫ অক্টোবর রবিবার বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ইফাদ অটোস্‌ লিমিটেড ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ