করোনার জন্য ঋণ পরিশোধে বড় ছাড় দিলো কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আগামী জুন পর্যন্ত কোনও ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও ঋণের শ্রেণিমানে কোনও পরিবর্তন আনা যাবে না।

বৃহস্পতিবার এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে কোনও ঋণগ্রহীতা যদি ৩০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাকে খেলাপি করা যাবে না। তবে কোনও খেলাপি ঋণগ্রহীতা যদি এই সময়ের মধ্যে ঋণ শোধ করেন, তাকে নিয়মিত ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। আমদানি-রফতানিসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে করোনা ভাইরাসের কারণে বিরূপ প্রভাব পড়েছে। ফলে অনেক ঋণগ্রহীতাই সময়মতো ঋণের অর্থ পরিশোধে সক্ষম হবেন না বলে ধারণা করা যাচ্ছে। এতে চলমান ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং দেশে সামগ্রিক কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে—গত ১ জানুয়ারি ঋণের শ্রেণিমান যা ছিল, আগামী ৩০ জুন পর্যন্ত ওই মানেই রাখতে হবে। এর চেয়ে বিরূপ মানের শ্রেণিকরণ করা যাবে না। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকায় এডিপি সংশোধন

 

 

adpস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রত্যাশা অনুযায়ী বিদেশী সাহায্য না পাওয়ায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী কাটছাট করা হলো।

বৈদেশিক সহায়তার ৯ হাজার ৮০০ কোটি টাকা খরচ কমিয়ে চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকায় সংশোধন করা হলো। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা ৬২ হাজার কোটি টাকা। অন্যদিকে স্বায়ত্তশাসিত সংস্থার বরাদ্দ ৮ হাজার ২৭৭ কোটি টাকা।জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নগরীরর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের (২০১৯-২০) জন্য উন্নয়ন বাজেটের প্রধান অংশ তথা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন এতে সভাপডতিত্ব করেন।

চলতি অর্থবছরের মুল এডিপির আকার ছিল ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চাহিদার ওপর ভিত্তি করেই আরএডিপি’র অনুমোদন দেওয়া হয়েছে। এডিপি বাস্তবায়নের অভিজ্ঞতাও বাড়ছে। সরকারি অর্থ শতভাগ খরচ হয়েছে, তবে প্রকল্প ঋণের টাকা শতভাগ খরচ হয়নি। ঋণের টাকা খরচের নানা শর্ত থাকে। তবে দিন শেষে আমরা ঠিকই অভিজ্ঞতা অর্জন করতে পেড়েছি।

মূল এডিপিতে ১ হাজার ৪৭৫টি প্রকল্প ছিল। ২৬৯টি বেড়ে আরএডিপিতে প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৪টিতে। তবে এরমধ্যে নতুনভাবে অনুমোদিত প্রকল্প রয়েছে ২৪৬টি। অন্যদিকে, বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্তে ১৯০টি উন্নয়ন প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়েছে।

পরিবহনখাতে ৪৭ হাজার ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট সংশোধিত এডিপির ২৪ দশমিক ৬৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ভৌতপরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে। এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ২৬ হাজার ৫১৫ কোটি ৭৬ লাখ টাকা। যা ১৩ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া বিদ্যুৎখাতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে। এ খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৭৬৫ কোটি ৪৯ লাখ টাকা। যা মোট আরএডিপির ১২ দশমিক ৩২ শতাংশ। অন্যান্য খাতে প্রাথমিক বরাদ্দ হচ্ছে-কৃষিখাতে ছয় হাজার ৭১৫ কোটি ৭১ লাখ টাকা। পল্লী উন্নয়নে ১৫ হাজার ৭৫৪ কোটি ৭৩ লাখ টাকা, পানিসম্পদ খাতে ছয় হাজার ৩৬৭ কোটি ৭৯ লাখ টাকা। শিল্প খাতে তিন হাজার ৫৫০ কোটি ৪০ লাখ টাকা। তৈল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে দুই হাজার ৪১৭ কোটি টাকা। যোগাযোগে দুই হাজার ২২৮ কোটি টাকা। শিক্ষা ও ধর্মে ২০ হাজার ৪৩২ কোটি ৭৩ লাখ টাকা। ক্রীড়া ও সংস্কৃতিতে ৬১০ কোটি টাকা। স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবারকল্যানে ১০ হাজার ৫২৬ কোটি টাকা। গণসংযোগে ১৯৮ কোটি টাকা। সমাজকল্যাণ-মহিলাবিষয়ক ও যুবউন্নয়নে ৭৯৮ কোটি টাকা। জনপ্রশাসনে পাঁচহাজার ১৫৪ কোটি ৭২ লাখটাকা। বিজ্ঞান-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১৬ হাজার ৭৯৫ কোটি টাকা এবং শ্রম ও কর্মসংস্থান খাতে বরাদ্দ ধরা হচ্ছে ৫৪৪ কোটি ২৬ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২৯ মার্চ

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩ টা রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. উত্তরা ব্যাংক
  3. স্কয়ার ফার্মাসিটিউক্যালস
  4. ন্যাশনাল ব্যাংক
  5. মার্কেন্টাইল ব্যাংক
  6. আজিজ পাইপস
  7. প্যারামাউন্ট ইন্স্যূরেন্স
  8. কন্টিনেন্টাল ইন্স্যূরেন্স
  9. লিন্ডে বিডি
  10. ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড।

নতুন সার্কিটব্রেকারের প্রভাবে সূচকের ব্যাপক উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন সার্কিটব্রেকারের প্রভাবে শেয়ারবাজারে মূল্যসূচকের ব্যাপক উত্থান হযেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ৩৬৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭০ দশমিক ৫৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ১৭ শতাংশ বেশি।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আর দর অপরিবর্তি রয়েছে ৪৪ শতাংশ কোম্পানির।

দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশে সার্কিটব্রেকারে যে পরিবর্তন আনা হয়েছে, তার কেরামতিতে সূচক এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নতুন সার্কিটব্রেকার অনুসারে গত ৫দিনের শেয়ারের গড় মূল্যকে আজ (১৯ মার্চ) বাজারের গ্রহণযোগ্য সর্বনিম্ন দাম ধরা হয়। তাই ওই দামের নিচে শেয়ার লেনদেনের কোনো সুযোগ ছিল না। শেয়ার কিনতে চাইলে গড় মূল্যেরসমান অথবা তারচেয়ে বেশি দামেই কেবল কিনতে হবে।

প্রসঙ্গত, বুধবার মাত্র আধা ঘণ্টা লেনদেন হওয়ায় টাকার অংকে ৪৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩৭১.০১ পয়েন্ট বা ১০.২৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৮৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ১০.১৪ শতাংশ বেড়ে ৯১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ১০ শতাংশ বা ১২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির।

এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিউক্যালস, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যূরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যূরেন্স, লিন্ডে বিডি ও ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এবি ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ৩১ মার্চ

ab-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টা রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিজেন্ট টেক্সটাইলের রেজিষ্টার্ড অফিস পরিবর্তন

logo-regentস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস চট্টগ্রামে উত্তর কালুরঘাট এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এখন হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা স্থগিত

icbi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং শিল্প খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চলতি বছরের বার্ষিক বোর্ড সভা আহবান করা হলেও তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

আগামী ২৪ মার্চের এই বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভার দিন পরিবর্তন

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৪ মার্চ বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

এর আগে আজ ১৯ মার্চ এই বোর্ড সভাটি আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি