1. এমজেএলবিডি
  2. তিতাস গ্যাস
  3. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  4. স্কয়ার ফার্মা
  5. যমুনা ওয়েল
  6. ব্র্যাক ব্যাংক
  7. আইপিডিসি
  8. ইসলামী ব্যাংক
  9. একমি ল্যাব.
  10. বিএসআরএম লি.।

ডিএসইতে বেড়েছে সূচক ও দিনের লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪৪০ কোটি টাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে তবে সিএসইতে তা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৩৭৭ কোটি ৭২ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৭ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৮৫ টির, কমেছে ৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা,যমুনা ওয়েল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, ইসলামী ব্যাংক, একমি ল্যাব. ও বিএসআরএম লি.।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস ও স্কয়ার ফার্মা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

৭.২১ লাখ ইউরোর মেশিন কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় নতুন মেশিন ক্রয় করবে। এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কারখানার জন্য অস্ট্রিয়া থেকে এসব মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনগুলোর দাম পড়বে ৭ লাখ ২১ হাজার ৭৪০ ইউরো।

ইতিমধ্যে কোম্পানিটি রোটারি স্ক্রিন প্রিন্টিং এন্ড স্যাম্পল প্রিণ্টিং মেশিন নামে এই মেশিন কিনতে এক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসব মেশিনের মূল্য শতভাগ এলসির মাধ্যমে পরিশোধ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়। এ ক্ষেত্রে সহযোগিতা করবে পূবালী ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২৫ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার টেক্সটাইল

square-textile-smbdস্টকমার্কেট ডেস্ক :

স্টকমার্কেট ডেস্ক : শেয়ারবাজারে পোশাক শিল্পখাতের স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রারণের জন্য ২৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ লক্ষে জমি কিনার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

এর আগে ২০১৩ ও ২০১৪ সালে তিন ধাপে কোম্পানি ৫.০৩ কোটি , ৩.২৪ কোটি ও ৩১.৭২ কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা বাড়িয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইষ্টার্ণ ক্যাবলসের দর বাড়ার কারণ নেই

easternস্টকমার্কেট ডেস্ক :

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ছে ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের। সম্প্রতি দরবাড়ার কারণ জানতে চায়লে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ১৩৫ টাকা। গতকাল ১ আগষ্ট তা বেড়ে দাঁড়ায় ১৭৪ টাকার উপরে। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৪ জুলাই ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শ্রমিক কল্যাণ তহবিলে দেড় শ কোটি টাকা জমা

dhaka-Stock-1নিজস্ব প্রতিবেদক :

শ্রমিক কল্যাণ তহবিলে জমা হলো আরো দুই কোটি টাকা। এর ফলে এই তহবিলে মোট জমা হলো প্রায় দেড় শ কোটি টাকা। গত রবিবার এই তহবিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল দুই কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকার চেক হস্তান্তর করে। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা এই চেক হস্তান্তর করেন। এর আগেও দেশীয় ও বহুজাতিক মিলে ৬৬টি কম্পানি তাদের লভ্যাংশের একটি অংশ এ তহবিলে জমা দেয়। আর এই দুটি প্রতিষ্ঠানসহ তহবিলে লভ্যাংশ জমা দেওয়া কম্পানির সংখ্যা হলো ৬৮টি।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মজীবীদের কল্যাণে সরকার এ তহবিল গঠন করেছে। এ বিষয়ে জনসচেতনতা আগের চেয়ে বেড়েছে। শ্রমিক কল্যাণে তহবিলে অর্থ জমা দেওয়া তালিকায় নতুন নতুন কম্পানির নাম যোগ হচ্ছে। এ তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল প্রায় দেড় শ কোটি টাকা।

দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের জরুরি চিকিৎসা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন এবং শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষালাভের জন্য শিক্ষা বৃত্তির অর্থ এ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এ তহবিল থেকে দেওয়া হচ্ছে।

চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিন পাটওয়ারী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের সিওও রাববুর রেজা, নির্বাহী পরিচালক জামাল আহমেদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সৈয়দ আহমসহ মন্ত্রণালয় ও কম্পানি দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বছরের ব্যবধানে ৫টি কমে মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৬টি

mutualস্টকমার্কেট ডেস্ক:

দেশের শেয়ারবাজারে ক্রমেই কমছে মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা। বর্তমানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এমন ফান্ডের সংখ্যা ৩৬টি। গত বছরেও ছিল ৪১টি। নির্দিষ্ট মেয়াদ শেষে ফান্ডগুলো অবসায়িত ও বেমেয়াদিতে রূপান্তরিত হওয়ায় এ ধরনের ফান্ড সংখ্যা কমছে। পুরনো ফান্ড অবসায়িত হলেও নতুন ফান্ড বাজারে আসছে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত তিন বছরে মেয়াদি (ক্লোজএন্ড) মিউচুয়াল ফান্ডের গঠন উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। এ সময়ে মোট ৪১৪ কোটি ৯১ লাখ টাকার পাঁচটি ফান্ড গঠন হয়েছে। তবে ফান্ডগুলোর উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক কোম্পানির লক্ষ্য ছিল ৫০০ কোটি টাকার ফান্ড গঠন। অথচ এর আগে ২০১১ ও ২০১২ সালে ১০টি ফান্ড গঠিত হয়। এ ফান্ডগুলোর

আকার ছিল ১ হাজার ৫৯৮ কোটি ৪৭ লাখ টাকা।

এর মধ্যে ২০১৫ সালে গঠিত তিনটি মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে দুটি কাঙ্ক্ষিত বিনিয়োগ পায়নি। শুরুতে ৩০০ কোটি টাকা আকারের ফান্ড গঠনের লক্ষ্য থাকলেও বিনিয়োগ পেয়েছে ২১৪ কোটি ৯১ লাখ টাকার। ২০১৪ সালে কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসেনি। অবশ্য বর্তমানে ১০ কোটি টাকা আকারের

কিছু বেমেয়াদি (ওপেনএন্ড) মিউচুয়াল ফান্ড গঠন শুরু হয়েছে।

এদিকে তালিকাভুক্ত ৩৬টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে এখন ২৮টিরই অভিহিত মূল্য ১০ টাকার নিচে কেনাবেচা হচ্ছে। এরমধ্যে ২৭টিই অভিহিত মূল্যের নিচে কেনাবেচা হয়েছে। প্রতিটি ফান্ডের গড় বাজারমূল্য ৬ টাকা ৩৭ পয়সা।

গত দুই বছরে মোট ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ড অবসায়িত হয়েছে। এরমধ্যে প্রথম বিএসআরএস, এইমস প্রথম এবং গ্রামীণ ওয়ান স্কিম-১ মিউচুয়াল ফান্ড একেবারে অবসায়িত হয়েছে। প্রথম বিএসআরএস অবসায়িত হয় ২০১৩ সালের অক্টোবরে ও বাকি দুটি অবসায়িত হয়েছে গত মাসে।

এছাড়া আইসিবি পরিচালিত আইসিবি সিরিজের প্রথম পাঁচটি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রথম ও আইসিবি এএমসিএল ইসলামিক ইতিমধ্যে বেমেয়াদিতে রূপান্তরিত হয়েছে। একই প্রক্রিয়ায় আছে ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ও চলতি বছরের মধ্যে আরও দুটি (সপ্তম ও অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড) সম্পূর্ণরূপে অবসায়িত হবে বা বেমেয়াদিতে রূপান্তরিত হবে বলে জানান বিএসইসির দায়িত্বশীল কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়

central-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জয়নাল আবেদীন চৌধুরি নামে বীমার এই পরিচালক প্রতিষ্ঠানটির ১৪,২০৫ শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

স্কয়ার টেক্সটাইলের ১৮ মাসের লভ্যাংশ ঘোষণা

square-textile-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে পোশাক শিল্পখাতের স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ১৮ মাসের হিসাব পর্যালোচনা করে এই লভ্যাংশ দিয়েছে পর্ষদ। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

২০১৫ সালে জানুয়ারি হতে ২০১৬ সালে জুন পর্যন্ত ১৮ মাসের আলোচিত এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৫৭ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা করবে ৮ সেপ্টেম্বর আর রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৩ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি