এমআই সিমেন্ট ও ইনটেক অনলাইনকে আর্থিক জড়িমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন অনিয়মের দায়ে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ, ২ ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান, ১টি আইপিওর আবেদন করা কোম্পানি ও ১টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির ৭২৯তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে।

কমিশন শেয়ারবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের পরিচালনা পর্ষদের ৫ জনকে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ১০ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া ইনটেকের ৩ পরিচালককে ২৫ লাখ করে মোট ৭৫ লাখ টাকা, শেয়ারবাজারে আসার প্রক্রিয়ায় থাকা আল ফারুক ব্যাগসকে ১০ লাখ টাকা ও কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট ও আইআইডিএফসি ক্যাপিটালকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা ও নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে ২ লাখ টাকা জরিমানা করেছে।

এমআই সিমেন্টের বোর্ডে ৭জন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে ২জন স্বতন্ত্র পরিচালক। বাকি ৫জনকে ১০ লাখ টাকা করে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে রয়েছেন- ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, উদ্যোক্তা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, উদ্যোক্তা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা ও পরিচালক মো. আলমাস শিমুল।

এরা তালিকাভুক্ত ও সাধারন বিনিয়োগকারীদের মালিকানা জড়িত এমআই সিমেন্ট থেকে ৭০.৪০ কোটি টাকা নিজেদের ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে বিনাসুদে প্রদান করেছে। যে অর্থ থেকে এফডিআরে বছরে ৫% সুদেও সাড়ে ৩ কোটি টাকার বেশি আয় হয়। যা সাধারন বিনিয়োগকারীদের মালিকানাধীন এমআই সিমেন্টের মুনাফায় যোগ হত। একই পর্ষদের মালিকানাধীন জিপিএইচ ইস্পাত শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।

ইনটেক অনলাইনের পরিচালনা বোর্ডে ৪ জন পরিচালক রয়েছেন। এরমধ্যে ১জন স্বতন্ত্র পরিচালক। বাকি ৩জনকে ২৫ লাখ টাকা করে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরা শেয়ারহোল্ডারদের অনুমোদন না নিয়েই বিভিন্ন খাতে কোম্পানির অর্থ বিনিয়োগ করেছে। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ন্যূনতম শেয়ার ধারন করেনি।

স্টকমার্কেটবিডি.কম/আর

আইপিও সাবস্ক্রিপশনের অনুমোদন পেল ওয়ালটন

Walton Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন।

প্রসপেক্টাসে উল্লিখিত আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস ৪৫.৮৭ টাকা। নিট সম্পদ মূল্য বা এনএভি ২৪৩.১৬ টাকা। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ অর্থবছরের ইপিএসের বিবেচনায় ওয়ালটন ৮ম স্থানে রয়েছে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, এত দিন ওয়ালটন একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ছিল। এখন দেশের সাধারণ বিনিয়োগকারীও মালিকানায় যুক্ত হবেন। তাঁর প্রত্যাশা, ওয়ালটনে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবেন এবং ওয়ালটনের অন্তর্ভুক্তি দেশের শেয়ারবাজারে ইতিবাচWalton Share's IPO News Highlightsক ধারার সৃষ্টি করবে।

 

বিডিং প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে ওয়ালটন শেয়ারের কাট-অব প্রাইস ৩১৫ টাকা নির্ধারণ করা হলেও বিনিয়োগকারীদের স্বার্থ ও দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরও ১০ শতাংশ ছাড় দিয়েছে ওয়ালটন। এর ফলে কাট-অব প্রাইসের ২০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ২৫২ টাকায় ইস্যু করবে ওয়ালটন।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকার তহবিল উত্তোলন করবে ওয়ালটন হাই-টেক।

সংগৃহীত তহবিল থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা সম্প্রসারণে, ৩৩ কোটি টাকা ঋণ পরিশোধ ও ৪ কোটি ৫০ লাখ টাকা দিয়ে আইপিও পরিচালনা বাবদ ব্যয় করা হবে। ওয়ালটন হাই-টেকের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

প্রসপেক্টাসে উল্লিখিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ওয়ালটনের ৫ হাজার ৪৮৬ কোটি ২৮ লাখ টাকার স্থায়ী সম্পদ রয়েছে। তবে সব দায়দেনা শেষে অস্থায়ীসহ নিট ৭ হাজার ২৯৭ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ৩৬৮ টাকার সম্পদ রয়েছে।

উল্লেখ্য, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০০৬ সালের ১৭ এপ্রিল প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত। ২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। ২০১৮ সালের ১৪ মে পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়।

প্রণোদনার ঋণ দ্রুত বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থনীতিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দ্রুত ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া কঠোরভাবে তদারকি করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি শাখায় একটি করে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করতে হবে।

পাশাপাশি প্যাকেজগুলো বাস্তবায়নের বিষয়ে সরাসরি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পর্যায় থেকে তদারকি করতে হবে। কোনো গ্রাহককে ঋণ দেয়া সম্ভব না হলে, তা স্বল্পতম সময়ের মধ্যে জানিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা দুটি সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে চলতি মূলধন জোগান দেয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সোমবার একটি সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে সব প্যাকেজের বিষয়ে গত বৃহস্পতিবার অপর একটি সার্কুলার জারি করা হয়েছে।

করোনার প্রভাব মোকাবেলা করতে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বড় শিল্প ও সেবা খাতে চলতি মূলধন ঋণ দিতে ৩০ হাজার কোটি টাকার তহবিল, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে চলতি মূলধনের জোগান দিতে ২০ হাজার কোটি টাকার তহবিল, কৃষি খাতে চলতি মূলধনের জোগান দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল, অতি ক্ষুদ্রশিল্প ও প্রান্তিক কৃষকদের ঋণ দিতে ৩ হাজার কোটি টাকার তহবিল, রফতানি খাতে ঋণ দিতে তহবিলের আকার ১৫০ কোটি থেকে ৫০০ কোটি ডলারে উন্নীত, রফতানির আগের কার্যক্রম সম্পন্ন করতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল, সবুজ কারখানার যন্ত্রপাতি আমদানিতে ২০ কোটি ইউরোর একটি তহবিল গঠন করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে চলমান বিভিন্ন তহবিলের আকার বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

সূত্র জানায়, এসব তহবিল থেকে ব্যাংকগুলোকে দ্রুত ঋণ বিতরণের নির্দেশ দেয়া হলেও তারা সেটি করতে পারছে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক হতাশা প্রকাশ করেছে।

সোমবার জারি করা সার্কুলারে বলা হয়, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে চলতি মূলধনের জোগান দিতে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রমে আশানুরূপ গতি আসেনি। ঋণ বিতরণ ও অনুমোদন বাড়াতে এ খাতে তদারকি বাড়ানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ২৮ জুন

suridস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

এ্যারামিট সিমেন্টসের বোর্ড সভা ২৮ জুন

aramits-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্টস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

জুট স্পিনার্সের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ২৭ জুন

jute_spinnersস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

এইচআর টেক্সটাইলের বোর্ড সভা ২৯ জুন

HRTEXস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

এমএল ডায়িংয়ের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

ফার কেমিক্যালসের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

far camস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

সাউথইষ্ট ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ৩০ জুন

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ জুন আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টা ৩০ মিনিটে নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ