ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে ১২ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো ১২ লাখ ৬ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে আইডিএলসি ফিন্যান্স। যার আর্থিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৪ লাখ ৪২ হাজার ৩৯৩টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।

রেনেটা ৩১ হাজার ৫০০ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল ও কাশেম ড্রাইসেলস।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

সিমটেক্সের বোর্ড সভা ৫ সেপ্টেম্বর

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি সিমটেক্স লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০১৬ সালের বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

স্পট মার্কেটে যাচ্ছে ৩ মিউচ্যুয়াল ফান্ড

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে।

ফান্ডগুলোর লেনদেন চলবে আগামী ৩১ আগস্ট, বুধবার পর্যন্ত। ফান্ডগুলো হচ্ছে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সূত্র জানায়, ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ওইদিন ফান্ডগুলোর ইউনিট লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে ফান্ডগুলোর ইউনিট লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিডি ফাইন্যান্স ছাড়লেন দুই উদ্দোক্তা

bd finance-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের দুই উদ্দোক্তা প্রতিষ্ঠানটি ছেড়ে দিলেন। তারা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তারেক আকবর আলী ও সেলিনা তারেক নামে এই দুই উদ্যোক্তা হাতে থাকা সব শেয়ার বিক্রি করলেন। তাদের নিকট যথাক্রমে ৩ লাখ ৭৬ হাজার ২৯৫ টি ও ৪৬,২৮০ টি শেয়ার ছিল।

ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা সম্পন্ন হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. এমজেএলবিডি
  2. ন্যাশনাল টিউবস
  3. বিএসআরএম লি.
  4. ফার কেমিক্যাল
  5. শাহজিবাজার পাওয়ার
  6. আলহাজ্ব টেক্সটাইল
  7. একমি ল্যাব
  8. বিবিএস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  10. এপেক্স ফুড
  11. মিথুন নিটিং।

শেয়ারবাজারে মূল্য সূচকের সামান্য উত্থান-পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সিএসইতেও সূচক সামান্য উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫৫ কোটি টাকা কমেছে। গতকাল রবিবার সেখানে ৪৬৫ কোটি ৫১ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, ন্যাশনাল টিউবস, বিএসআরএম লি., ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, একমি ল্যাব, বিবিএস, অলিম্পিক ইন্ডাস্ট্রি, এপেক্স ফুড ও মিথুন নিটিং।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

অ্যাম্বী ফার্মার মূল্য সংবেদনশীল তথ্য নেই

ambee..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি অ্যাম্বী ফার্মা লিমিটেডের গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৩১ জুলাই শেয়ারটির দর ছিল ৩২৮ টাকা। গতকাল ২৮ আগষ্ট এর দর বেড়ে ৫৪৫ টাকা ছাড়িয়েছে।

এরমধ্যে শেয়ারটির দর উঠা নামা করে। তবে এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্পট মার্কেটে লেনদেন হচ্ছে ৯ মিউচুয়াল ফান্ড

spotস্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের কারণে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত নয়টি মিউচুয়াল ফান্ড স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবি, সোম ও মঙ্গলবার স্পট মার্কেটে এসব ফান্ডের লেনদেন হবে।

ফান্ডগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কীম ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক-১ মিউচুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এই ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অগাস্ট (বুধবার)। ওইদিন ফান্ডগুলোর ইউনিট লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ন্যাশনাল হাউজিংয়ের হেড অফিস গুলশান

NHFL-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড এনভেস্টমেন্ট লিমিটেডের হেড অফিস রাজধানীর গুলশানে আনা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, গুলশান ২ নম্বর সার্কেলের ৪৮ নম্বর রোডে অবস্তিত কনকর্ড বিকাশ টাওয়ারের এই অফিস স্থান্তরিত করা হয়েছে।

সেখানে কোম্পানিটির রেজিস্টার্ড অফিসও রাখা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/জেড

জাতীয় রফতানি ট্রফি পেল ১১৩ প্রতিষ্ঠান : তালিকাভুক্ত ৮টি

untitled-2_233808নিজস্ব প্রতিবেদক :

রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২-১৩ অর্থবছরের জন্য ৬১ এবং ২০১১-১২ অর্থবছরের জন্য ৫২ প্রতিষ্ঠান জাতীয় রফতানি ট্রফি পেয়েছে। দুই অর্থবছরেই সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স। এর মধ্যে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৮টি কোম্পানি রয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ট্রফি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। বিভিন্ন ব্যবসায়ী চেম্বার নেতা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

২০১২-১৩ অর্থবছরে স্বর্ণ পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান :

হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস, জিএমএস কম্পোজিট, কামাল ইয়ার্ন, সাদ সান টেক্সটাইল, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, নোমান টেরিটাওয়েল, এপেক্স ফুডস, পপুলার জুট একচেঞ্জ, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, আল আজমী ট্রেড, প্রাণ ডেইরি, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, বিআরবি কেবল, মেরিন সেফটি সিস্টেম, স্কয়ার ফার্মা, গ্রাফিক পিপল, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস, মন ট্রিমস ও মীর টেলিকম। এই ২৬ প্রতিষ্ঠানের মধ্যে

১৩টি প্রতিষ্ঠান আগের অর্থবছরের জন্য পদক তালিকাতেও রয়েছে।

রৌপ্য পদক : অনন্ত অ্যাপারেলস, স্কয়ার ফ্যাশনস, বাদশা টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইউনিলারেন্স টেক্সটাইল, সীমার্ক (বিডি), রেজা জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার, লালমাই ফুটওয়্যার, মনসুর জেনারেল, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দি জুট ওয়ার্কস, বেঙ্গল প্লাস্টিক, সার্ভিস ইঞ্জিন, প্যাসিফিক জিন্স ও জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ।

ব্রোঞ্জ পদক : অ্যাপারেল গ্যালারি, ইন্টারস্টফ অ্যাপারেলস, মোশারফ কম্পোজিট, তালহা ফেব্রিক্স, জালালাবাদ ফ্রোজেন ফুডস, উত্তরা জুট, সাদাত জুট, বেঙ্গল লেদার, এবিসি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার, এলিন ফুডস, প্রাণ ফুডস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, আরএফএল প্লাস্টিকস ও ইউনিগ্গ্নোরি পেপারস অ্যান্ড প্যাকেজিং।

২০১১-১২ অর্থবছরে স্বর্ণ পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান :হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টেক্সটাইলস, নোমান উইভিং, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, এপেক্স ফুডস, পপুলার জুট একচেঞ্জ, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, এগ্রি কনসার্ন, প্রাণ এক্সপোর্টার্স, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, ইউনিগ্গ্নোরি সাইকেল, তানভীর পলিমার, বেক্সিমকো ফার্মা, সার্ভিস ইঞ্জিন, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস ও মন ট্রিমস।

রৌপ্য পদক :অনন্ত অ্যাপারেলস, জিএমএস কম্পোজিট, মোশারফ কম্পোজিট, এনভয় টেক্সটাইল, সীমার্ক (বিডি), এফআর জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার, ফার্ম ফ্রেশ, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দি জুট, এভার ব্রাইট প্লাস্টিক, ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, আল-হাবিব এন্টারপ্রাইজ, গ্রাফিক পিপল ও জিন্স ২০০০।

ব্রোঞ্জ পদক :সিনহা ইন্ডাস্ট্রিজ, ফোর এইচ ফ্যাশনস, ভিয়েলাটেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কুলিয়ারচর সি ফুডস, রেজা জুট, করিম জুট, আল-আজমী ট্রেড ও প্রাণ ফুডস।

রফতানি বাণিজ্যে উৎসাহ দেওয়া এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে পণ্য ও সেবার ৩২টি খাতে রফতানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে যোগ্য প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ইপিবি। রফতানি ট্রফি প্রদানে পণ্য ও সেবা খাতের মধ্যে তৈরি পোশাক, টেক্সটাইল ফেব্রিক্স, হোম ও স্পেশালাইজড টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য, পাদুকা, কৃষি পণ্য, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, ফুল-ফল, হস্তশিল্প, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, হালকা প্রকৌশল, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও এক্সেসরিজসহ বিভিন্ন পণ্য রফতানি প্রতিষ্ঠানগুলোর অবদান বিবেচনায় নেওয়া হয়।

এ ক্ষেত্রে রফতানি আয়, আয়ের প্রবৃদ্ধি, নতুন পণ্য সংযোজন, নতুন বাজার ও পরিবেশসম্মত উৎপাদন পরিবেশকে বিবেচনায় নেওয়া হয়। বাণিজ্য সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি এসব সূচক বিশ্লেষণের মাধ্যমে জাতীয় রফতানি ট্রফির জন্য যোগ্য প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। ইপিবি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআইসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধিরা এ কমিটিতে রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম