লার্জ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা

 

aHR0cHM6Ly93d3cuZGFpbHlqYW5ha2FudGhhLmNvbS9jbG91ZC11cGxvYWRzL2RlZmF1bHQvYXJ0aWNsZS1pbWFnZXMvMjAyMDA3LzE1OTQ2NTEyNDJfMTA3LnBuZw==স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ও ওষুধ প্রশাসনের অনুমোদন নেই, লাগেজ পার্টির আমদানি করা ওষুধ বিক্রি করছিল লাজ ফার্মার কাকরাইল শাখা। এছাড়া এ শাখা থেকে অসংখ্য মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন উদ্ধার করে র‍্যাব। প্রতিষ্ঠানটিকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় সন্ধ্যায়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ৫০ লাখ টাকার ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করেছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রয়েছে রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও। কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত করা হয়েছে।

যার রাজস্ব পরিশোধ কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। এর অধিকাংশই তারা আমদানি করেছে লাগেজ পার্টির মাধ্যমে। এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, অভিযানে লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণও পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটির সাতজনকে অভিযুক্ত করে ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৭৬ প্রকারের ৫০ লাখ টাকার অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রেস্ট সিকিউরিটিজের এমডির ভাইকে গ্রেফতার দাবি

aHR0cHM6Ly93d3cuZGFpbHlqYW5ha2FudGhhLmNvbS9jbG91ZC11cGxvYWRzL2RlZmF1bHQvYXJ0aWNsZS1pbWFnZXMvMjAyMDA3LzE1OTQ2NDY4NjBfODcuanBnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার ও অর্থ আত্মসাতের মূল পরিকল্পনাকারী ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহের ভাই ওয়াহিদুজ্জামানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আত্মসাতকৃত শেয়ার ও অর্থ দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন তারা।

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীরা। এ সময় ক্রেস্ট সিকিউরিটিজের অন্যান্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের পক্ষে ক্রেস্ট সিকিউরিটিজে বিও হিসাবধারী হাজী মোহাম্মদ নিশাত বলেন, ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা জন্য সরকার প্রধান, আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা পেয়েছি। এতে আমারা সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে যতক্ষণ পর্যন্ত ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীরা তাদের আত্মসাতকৃত শেয়ার ও অর্থ ফেরত না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করব।

স্টকমার্কেটবিডি.কম/

এক্সপ্রেস ইন্স্যূরেন্সের ১৬০ কোটি টাকার আইপিও আবেদন জমা

EXPRESSস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেডের আইপিও আবেদন জমা পড়েছে ১৬০ কোটি টাকার উপরে। যা আইপিও চাহিদার চেয়ে ৬গুণ বেশি।

চাহিদার চেয়ে আইপিও আবেদন বেশি জমা পড়ায় লটারীর মাধ্যমে শেয়ার বন্টন করা হবে। লটারির তারিখ পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেডের এমডি মো: সাইদুর রহমান স্টকমার্কেটবিডিকে বলেন, আইপিও লটারির জন্য আগামী ২৩ জুলাই দিন নির্ধারণ করে বিএসইসিতে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ও কোম্পানির প্রস্তুতি সাপেক্ষে এই দিন অনলাইনে এই লটারি করা হবে।

এই করোনা দুর্যোগের মধ্যে আইপিও পক্রিয়ায় সহযোগিতা করার জন্য তিনি বিএসইসি, ডিএসই, সিএসই, আইডিআরএ, সিডিবিএল, ট্রেক হোল্ডারদের ধন্যবাদ জানান। এই প্রতিক্রিয়ায় তিনি সাধারণ বিনিয়োগকারীদের ও সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা প্রদান করেন।

বিমাটির আইপিও শেয়ারের জন্য আবেদন জমা শেষ হয় গত ২ জুলাই। এর আগে ২০ জুন বা বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণের কথা থাকলে পরে এই সময় বাড়িয়ে ২ জুলাই করা হয়।

প্রথমবার গত ১৩ হতে ২০ এপ্রিল পর্যন্ত এই আইপিও আবেদন জমা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সরকারী ছুটি ঘোষণা করায় এই আবেদন কার্যক্রমকে স্থগিত করে দেয় নিয়ন্ত্রক সংস্থা।

পরবর্তীতে গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই আইপিও আবেদনের সময় নির্ধারণ করা হয়। কিন্তু বিমাটির আবেদনের প্রেক্ষিতে আইপিও আবেদনের সময়সীমা বাড়িয়ে ২ জুলাই পর্যন্ত করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

প্রতিটি আবেদনের সাথে এক লট বা ৫০০ শেয়ার মূল্য তথা ৫০০০ টাকা জমা দিতে বলা হয়েছে। আবেদন জমার পরে লটারির মাধ্যমে বিজয়ীদের এই শেয়ার প্রদান করা হবে। বাকিদের টাকা নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড করা হবে।

বিমাটি এসব উত্তোলিত অর্থ দিয়ে ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা এবং পুনমূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। যা পুনমূল্যায়ন ছাড়া ১৬.৬৫ টাকা।

বিমাটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও’র মাধ্যমে উত্তোলিত মূলধনের ২০% অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত আরোপ করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সি

পাওনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পাট ব্যবসায়ীদের স্মারকলিপি

pmস্টকমার্কেটবিডি প্রতিনিধি :

পাবনার ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের পক্ষ থেকে বিজেএমসির কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ তাদের স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশসহ প্রেরণের আশ্বাস দেন।

সাথিয়া উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র্র সাহা জানান, পাবনার ৩০ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা আছে।

সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিজেএমসি নিয়ন্ত্রিত ২৫টি জুট মিল বন্ধের ঘোষণা দিয়েছেন।

কিন্তু মিল শ্রমিকদের পাওনা পরিশোধের ঘোষণা দিলেও পাট ব্যবসায়ীদের পাওনা পরিশোধের কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। ফলে পাবনাসহ দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছে। পাটকল শ্রমিকদের পাশাপাশি তাদের পাওনা গুলো পরিশোধের দাবি জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

করোনায় চলে গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান

aHR0cHM6Ly93d3cuZGFpbHlqYW5ha2FudGhhLmNvbS9jbG91ZC11cGxvYWRzL2RlZmF1bHQvYXJ0aWNsZS1pbWFnZXMvMjAyMDA3LzE1OTQ2NTk1MTdfNS5qcGc=স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশিষ্ট শিল্পপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সদস্যগণ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত ১৪ জুন নুরুল ইসলাম বাবুলের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তার চিকিৎসায় এভার কেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন। কিন্তু অবশেষে মৃত্যুর কাছে হেরেই গেলেন। আজ মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম জানিয়েছেন, মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে সীমিত পরিসরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ। ১৯৪৬ সালে জন্ম নেয়া নুরুল ইসলাম বাবুল ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প ও সেবা খাতে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান। বর্তমানে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে এই গ্রুপে। নুরুল ইসলাম গণমাধ্যম দৈনিক যুগান্তর ও স্যাটেলাইট টেলিভিশন যমুনা টেলিভিশনেরও প্রতিষ্ঠাতা। নুরুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন পরিবারে। এই কঠিন সময়ে অভিভাবকের চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিষ্ঠানটির কর্মীরা।

এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, যমুনা নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবা খাতে শীর্ষ স্থান ধরে রেখেছে গ্রুপটি। ইলেকট্রনিক্স, বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ টয়লেট্রিজ, নির্মাণ এবং আবাসন খাতে ব্যবসায় অন্যতম এই গ্রুপ। এই সফল শিল্প উদ্যোক্তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ শিল্প খাতে।

স্টকমার্কেটবিডি.কম/

পূবরী জেনারেল ইন্স্যূরেন্সের বোর্ড সভা আহবান

purabi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূবরী জেনারেল ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

তাকাফুল ইন্স্যূরেন্সের ৩ পরিচালকের শেয়ার ক্রয়

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যূরেন্স লিমিটেডের তিনজন পরিচালক তাদের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইমদাদুল হক নামে বিমাটির পরিচালক ১০ হাজার শেয়ার ক্রয়ের ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

মশিউর রহমান চমক নামে আরেক পরিচালক ৮,২২৬টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আরেক পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ১০০ টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মার্কেন্টাইল ইন্স্যূরেন্সের বোর্ড সভা ২১ জুলাই

Mercantile-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

ইসলামী ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

Islami-Insu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৩৫ মিনিটে নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

  1. স্কয়ার ফার্মা
  2. খুলনা পাওয়ার কোম্পানি
  3. বেক্সিমকো ফার্মা
  4. ওরিয়ন ফার্মা
  5. লাফার্জ হোলসিম সিমেন্ট
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  7. বেক্সিমকো লিমিটেড
  8. গ্রামীণফোন লিমিটেড
  9. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  10. এমএল ডায়িং মিলস লিমিটেড।