শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা : ক্যাব

cabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিয়াজের মূল্য বৃদ্ধির জন্য কিছু অসাধু ব্যবসায়ীকে দায়ী করে বলেছে, পিয়াজের সরবরাহ সংকটকে পুঁজি করে অতি মুনাফালোভী ব্যবসায়ী গোষ্ঠী-আমদানিকারক এবং খুচরা ব্যবসায়ী সিন্ডিকেট পিয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মূল্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত ব্যবস্থা সরবরাহ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হয়নি। দামও কমেনি। তাই আলাদা বা পৃথক মন্ত্রণালয় প্রয়োজন।

বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় স্বতন্ত্র মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ গঠনের দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে পিয়াজের মৌসুমে কৃষকের স্বার্থ রক্ষায় আমদানিতে শুল্ক আরোপের দাবি জানান।

আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় ক্যাব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহবায়ক স্থপতি মোবাশ্বের হোসেন, ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া প্রমুখ।

এ সময় ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, পিয়াজের দাম বৃদ্ধির মূল কারণ সরবরাহ সংকট। আর এ সুযোগ নিচ্ছে কিছু আসাধু ব্যবসায়ী বা অতি মুনাফালোভী ব্যবসায়ী। তারা পিয়াজের সংকটের সুযোগ নিয়ে দাম বাড়িয়েছে। সরকার মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভ্যন্তরীণ বাজার থেকে পিয়াজ কিনে টিসিবির ডিলার এর মাধ্যমে সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করে।

তাছাড়া প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বাজার অভিযানের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। কোনো কোনো ক্ষেত্রে অধিক মূল্যে বিক্রির অপরাধে জরিমানা করেছে। এসব ব্যবস্থা সরবরাহ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হয়নি। দামও কমেনি। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণের কিন্তু তা হচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম/

লাগাতার কর্মবিরতিতে জাহাজ শ্রমিকরা, পণ্য খালাস বন্ধ

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শতভাগ খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। অন্যদিকে, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনও ১১ দফা দাবিতে ২৮ নভেম্বর সব নদী ও সমুদ্রবন্দরে বিক্ষোভ মিছিল এবং ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে।

সারাদেশের মতো চট্টগ্রামেও গতকাল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। লাইটার শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বলেন, কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট (লাইটার) জাহাজে গম, ক্লিংকার, তেলসহ কাঁচামাল খালাস, নৌপথে পরিবহন কার্যত বন্ধ রয়েছে।

তবে যাত্রীবাহী লঞ্চ কর্মবিরতির বাইরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, সারাদেশে ৩ হাজারের বেশি লাইটার জাহাজ পণ্য পরিবহন করে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে অন্ত দুই হাজার লাইটার জাহাজ, বাল্কহেড, কার্গো ট্রলার, অয়েল ট্যাংকার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের মূল জেটিতে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে। তবে বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে জাহাজের গড় অবস্থান সময় বেড়ে গেলে এর মাশুল গুণতে হবে আমদানিকারকদের।

স্টকমার্কেটবিডি.কম/

শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে : টিপু মুনসি

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে, শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে।

আজ বুধবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বৈদেশীক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে টিপু মুনসি এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। টিপু মুনশি বলেন, আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে শীঘ্রই পেঁয়াজের সংকট কেটে যাবে।

মন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। দেশে যে উৎপাদন হয় তাতে চাহিদার তুলনায় আট লাখ টনের ঘাটতি থাকে। এ ঘাটতির ৯০% ভারত থেকে আমদানী করে পূরণ করা হতো। ভারত হঠাৎ করে রফতানী বন্ধ করে দেয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। মিশর, তুরস্ক এবং মিয়ানমার থেকে আমদানী করতে প্রক্রিয়াগত কারণে সময় বেশী লাগায় পেঁয়াজের সাময়িক সংকট দেখা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এডিএন টেলিকমের আবেদন ১১গুণ : লটারী বৃহস্পতিবার

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চাহিদার চেয়ে ১১গুণের বেশি জমা পড়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির আইপিও আবেদনের লটারি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি জানায়, আইপিওতে চাহিদার বিপক্ষে মোট ১১.৬২ গুণ আবেদন করে বিনিয়োগকারীরা। তাই লটারির মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করবে তারা।

আবেদনের পরিমাণ দাড়িয়েছে মোট ৬৬০ কোটি ৯৯ লাখ টাকার। এর মধ্যে সাধারণ বিনিয়োকারীদের আবেদনের পরিমাণ ২২৫ কোটি, ক্ষতিগ্রস্থদের আবেদন ১৮ কোটি, বিদেশী বিনিয়োগকারীদের ১৭ কোটি এবং মিউচুয়াল ফান্ড ও প্রাতিষ্ঠানিক আবেদনের পরিমাণ ৩৯৯ কোটি টাকার উপরে।

এর আগে গত ৪ নভেম্বর এডিএন টেলিকমের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। যা গত ১১ নভেম্বর শেষ হয়েছে। চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারিতে বিজয়ীদের আইপিও শেয়ার প্রদান করা হবে।

আইপিও আবেদনের জন্য ১০০ শেয়ারের দর হিসাবে ২৭০০ টাকা করে জমা নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. স্কয়ার ফার্মা
  3. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  4. ফরচুন সুজ
  5. বেক্স ফার্মা
  6. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  7. স্টাইল ক্রাফট ফ্যাশন
  8. ডরিন পাওয়ার
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. সিটি ব্যাংক লিমিটেড।

সূচকের উত্থানে লেনদেনও সামান্য বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান দেখা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৬০ কোটি ৩৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩০ পয়েন্টে। আর ডিএসই সূচক ৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম বিডি, স্কয়ার ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, বেক্স ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্টাইল ক্রাফট ফ্যাশন, ডরিন পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে সিলকো ফার্মা ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তুরস্ক থেকে আনা ৮০০ টন পিয়াজ খালাস হবে আজ

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ৮০০ টন পিয়াজের একটি চালান আজ খালাস হওয়ার কথা রয়েছে। এসব পিয়াজের আমদানিতে খরচ পড়েছে কেজিপ্রতি প্রায় ৩৮ টাকা। অন্যান্য খরচসহ সরকারের সরবরাহ প্রতিষ্ঠান টিসিবিকে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৪২ টাকা দরে এই পিয়াজ দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নিজস্ব দপ্তরে তিনি এসব তথ্য দেন। এসময় মহাপরিচালক বলেন, ‘আজ (গতকাল মঙ্গলবার) রাতে চট্টগ্রাম বন্দরে ৮০০ টন পিয়াজ খালাস হবে, যা টিসিবির কাছে ৪২ টাকা দরে বিক্রি করা হবে। এসব পিয়াজ সামান্য লাভে বিক্রি করা হবে।

তিনি জানান, সরকারের অনুরোধে দেশের বড়মাপের আমদানিকারকদের আমদানি করা পিয়াজ দু-এক দিনের মধ্যে দেশে এসে পৌঁছবে। এভাবে বাজার চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ পর্যায়ক্রমে দেশের বাজারে আসবে।

এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে পিয়াজের বাজারদর স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন ড. সহিদুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন মেশিন কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার জন্য নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য কয়েকটি ডায়িং মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনগুলোর দাম পড়বে ৯.৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

কারখানার কার্যক্ষমতা বাড়াতে ও ক্রেতাদের চাহিদার জন্য এসব মেশিন কিনবে কোম্পানিটি।

এসব মেশিন কিনতে ব্যাংকিং সুবিধা দিবে পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লিগ্যাসী ফুটওয়ারের শেয়ার প্রতি আয় কমেছে

legaciস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা । যা আগের বছর একই সময় ছিল ১.৮১ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৯৯ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৭.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এমবি ফার্মার ৩০% লভ্যাংশ ঘোষণা

ambee..smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিউক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.০৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম