প্লেসমেন্ট কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি ২৪ আগস্ট

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

প্লেসমেন্টের নামে ২০১০ সালে বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ আগস্ট।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক জহুরুল হকের সাক্ষ্যদানের মাধ্যমে শেয়ারবাজার-সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে গতকাল বুধবার এ মামলার কার্যক্রম শুরু হয়।

বিএসইসির উপপরিচালক এ এস এম মাহমুদুল হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর উপস্থিতি না থাকায় ১৬ আগস্ট আদালত সমন জারি করেছিলেন।

মামলার আসামিরা হলেন গ্রীন বাংলা কমিউনিকেশন কোম্পানিসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শামীম।

২০১০ সালে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বরাদ্দ দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ পায় কমিশন। কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব ৩-এর কয়েকজন সদস্য বিনিয়োগকারী সেজে প্লেসমেন্টে প্রতারণায় নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শাহীন নামে দুজনকে শনাক্ত করে।

প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল হক ভুঁইয়া। এরপর মামলাটির পরবর্তী বিচার কার্যক্রমের জন্য ২৪ আগস্ট তারিখ নির্ধারণ করেন আদালতের বিচারক হুমায়ুন কবীর।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিএসইতে লেনদেন ৪১ কোটি টাকা

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল সেখানে ৮৬ কোটি টাকার উপরে লেনদেন হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৮০২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬ টির দাম বেড়েছে। কমেছে ৯৬ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ৮৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. স্কয়ার ফার্মা
  3. শাহজিবাজার পাওয়ার
  4. বাংলাদেশ বিল্ডার্স
  5. ইসলামী ব্যাংক
  6. সিএনএ টেক্সটাইল
  7. আরএসআরএম স্টীল
  8. সাইফ পাওয়ার
  9. ইউনাইটেড পাওয়ার
  10. এপেক্স টেনারী।

ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসেও মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২৩.১৮ পয়েন্ট বেড়ে ৪৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল বুধবার ডিএসইতে এই সূচক ৭.৭০ পয়েন্ট বেড়ে ৪৮১৬ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল বুধবার এই স্টক এক্সচেঞ্জে ৫৫০ কোটি ১৯ লাখ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১১৬ টির, আর অপরিবর্তিত ছিল ৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ বিল্ডার্স, ইসলামী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, আরএসআরএম স্টীল, সাইফ পাওয়ার, ইউনাইটেড পাওয়ার ও এপেক্স টেনারী।

স্টকমার্কেটবিডি.কম/বি

পরিচালকের ৬০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এএফএম কাজী কামরুল হাসান নামে এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ৬০ হাজার ১৪৬টি শেযার বিক্রয় করবেন।

এই পাবলিক পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে। তার হাতে এখন ১০ লাখ ৬০ হাজার ৫৮৩টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

শাশা ডেনিমসসহ ৩ কোম্পানির লেনদেন রবিবার

lendenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডসহ তিন কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের পর আগামী ২৩ আগস্ট রবিবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাকি কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এফ

জুট স্পিনার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

JUTESPINNস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৪৫ টাকা। গতকাল ১৯ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় প্রায় ৫৬ টাকা। এসময় শেয়ারটির দর উঠা-নামা করেছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় জুট স্পিনার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এফ

শেয়ারবাজারে আবারো লেনদেন পতন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার আবারো সূচক ও লেনদেন পতন দেখা দিয়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির। আর দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৬পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ‌৩৩টির।

এসময় সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

ফ্লোর স্পেস ক্রয়ে ডিবিএইচের চুক্তি

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) আরও ৪৫০ বর্গফুট ফ্লোর স্পেস ক্রয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত ডিটি টাওয়ারে এ স্পেস ক্রয়ে চুক্তি করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর আগে গত মার্চে একই টাওয়ারে ৩২০০ বর্গফুট স্পেস ক্রয় করেছিল কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৪৫০ বর্গফুট স্পেস ক্রয়ে ব্যয় হবে ৫৯ লাখ ৭৭ হাজার ৩৯৫ টাকা। নিবন্ধন খরচ ব্যতীত এ অর্থ ব্যয় হবে। এর আগে ৩২০০ বর্গফুট স্পেস নিবন্ধন খরচ ব্যতীত ৪ কোটি ৮২ লাখ ২৮ হাজার ৮০০ টাকায় ক্রয়ে চুক্তি করেছিল কোম্পানিটি। তবে স্পেস ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

ভারতে চালু হচ্ছে পেমেন্টস ব্যাংকিং

payস্টকমার্কেট ডেস্ক :

পেমেন্টস ব্যাংক খোলার জন্য এগারো প্রতিষ্ঠানকে নীতিগত ভাবে অনুমোদন দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর মধ্যে ডাক বিভাগ, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি (এনএসডিএল)-র মতো সরকারি সংস্থা রয়েছে । এছাড়াও রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আদিত্য বিড়লা নুভো, ভোডাফোন, এয়ারটেল-এর মতো টেলিকম অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে শীর্ষ ব্যাংক জানিয়েছে, ১১টি পেমেন্টস ব্যাংক খোলার জন্য এই নীতিগত অনুমোদন দেওয়া হল ১৮ মাসের জন্য। এর মধ্যে যাবতীয় শর্ত পূরণ করতে পারলে, তবেই পরিষেবা চালুর চূড়ান্ত লাইসেন্স মিলবে। এই ব্যাংকগুলি সাফল্যের মুখ দেখলে, আরও পেমেন্টস ব্যাঙ্ক খোলার ছাড়পত্র দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, পেমেন্টস ব্যাঙ্ক খুলতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন জমা পড়েছিল মোট ৪১টি।

অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ‘এর ফলে অনেক বেশি টাকা আসবে ব্যাংকিং শিল্পে। গ্রামে আরও অনেক বেশি সংখ্যক মানুষের দরজায় পৌঁছে যাবে ব্যাংক।’

রিলায়্যান্সের প্রস্তাবিত পেমেন্টস ব্যাঙ্কে স্টেট ব্যাংকের ৩০% অংশীদারি থাকবে বলে জানিয়েছেন কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য। এয়ারটেলের ব্যাংকের পরিকল্পনা রয়েছে ১৯.৯% শেয়ার কোটাক-মহীন্দ্রা ব্যাংককে দেওয়ার।

গত বছর জুলাইয়ে বাজেট বক্তৃতাতেই পেমেন্টস ব্যাংক তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন জেটলি। তার ঠিক এক সপ্তাহের মাথায় এ নিয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাংক। চূড়ান্ত নির্দেশিকা জারি হয় ২০১৪ সালের ২৭ নভেম্বর।

ভোডাফোন ইন্ডিয়ার এমডি-সিইও সুনীল সুদ-এর মতে, এই লাইসেন্স তাদের সাহায্য করবে ভারতকে ক্রমশ নগদবিহীন লেনদেনের দিকে নিয়ে যেতে।

এয়ারটেল মুখপাত্রের দাবি, এর দৌলতে এমন বহু মানুষের দরজায় ব্যাংকিং পরিষেবা পৌঁছবে, যারা এত দিন তা থেকে বঞ্চিত ছিলেন। যত দ্রুত সম্ভব এই পরিষেবা শুরু করতে আগ্রহের কথা জানিয়েছে টেক মহীন্দ্রা-সহ বাকিরাও।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে