বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগ হবে ১০ বিলিয়ন ডলার

salmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৪ বছরে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। দেশের বৃহত্তম এ শিল্প নগরে সৃষ্টি হবে ৩০ হাজার লোকের কর্মসংস্থান। ’

বুধবার সকালে শিল্পনগর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি হেলিকপ্টারে শিল্পনগরে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, বেজা’র প্রকল্প পরিচালক ফারুক হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় তিনি নির্মাণাধীন বিভিন্ন শিল্পকারখানা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে শিল্প নগরে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বঙ্গবন্ধু শিল্পনগরে একটি জারুল গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে সালমান এফ রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দ্রুত গতিতে চলছে বিভিন্ন উন্নয়নকাজ। ইতোমধ্যে অনেক শিল্প প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। সরকার বিদেশি বিনিয়োগ আনতে ব্যাপকভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো দেশভিত্তিক আলাদাভাবে বরাদ্দ করায় বিনিয়োগকারী দেশগুলো আগ্রহী হয়ে উঠছে।

তিনি বলেন, ‘দেশে বিনিয়োগের জন্য জ্বালানি সংকট নেই। রাজনৈতিক পরিস্থিতিও যথেষ্ট স্থিতিশীল। ফলে অনেক দেশই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে ক্রমশ আগ্রহী হচ্ছে। ’

প্রসঙ্গত, মীরসরাই উপজেলায় মোট ৩০ হাজার একর জমিতে নির্মিত হবে বঙ্গবন্ধু শিল্প নগর। প্রথম পর্যায়ে ৩০ হাজার একর জমিতে শুরু হয়েছে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ কাজ। বর্তমানে চলছে প্রায় ৩ হাজার কোটি টাকার নির্মাণ কাজ।

স্টকমার্কেটবিডি.কম/আর

এডিবির নতুন প্রেসিডেন্ট আসাকাওয়া

xxa5JShv3mCcHkLgoyPcgtEXCWH7zoipLxl2nO9Rস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানের সাবেক সহকারী অর্থমন্ত্রী মাসাতসুগু আসাকাওয়া এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন। ৬১ বছর বয়সী আসাকাওয়া তাকেহিকো নাকাওয়ের স্থলাভিষিক্ত হবেন। নাকেহিকো ২০১৩ সালের এপ্রিল মাসে এডিবির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

নিক্কি এশিয়ান রিভিউ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির ১০ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন মাসাতসুগু আসাকাওয়া।

জাপানের অর্থমন্ত্রী তারো আসো এক বিবৃতিতে বলেছেন, ‘এডিবি প্রেসিডেন্ট হিসেবে আমি মাসাতসুগু আসাকাওয়ার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আন্তর্জাতিক অর্থায়ন, উন্নয়ন সহায়তা, আন্তর্জাতিক কর ব্যবস্থা—এসব ক্ষেত্রে আসাকাওয়ার বিপুল অভিজ্ঞতা আছে। তিনি এই অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে আশা করি’।

এই পদের জন্য আসাকাওয়াই একমাত্র প্রার্থী ছিলেন। তবে তাকেহিকো নাকাওয়ের মেয়াদ এখনো শেষ হয়নি। ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে মাসাতসুগু আসাকাওয়া ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

আগামীর জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে হবে : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০৩০-এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আর মাত্র এক দশক বাকি আছে। আমরা আমাদের যুবসমাজ, পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে পেয়ে ছিলাম একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী। এখন আমাদের তথা সারা বিশ্বের মানুষের দায়িত্ব হচ্ছে আজ এবং আগামীর জন্য আরও সুন্দর, আরও স্বপ্নময় একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বুধবার (৪ ডিসেম্বর) তিন দিনব্যাপী বুসান ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফোরাম ২০১৯ ও কার্যকর উন্নয়ন সহায়তার লক্ষ্যে বৈশ্বিক অংশীদারত্ব বিষয়ক ১৮তম স্টিয়ারিং কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কো-চেয়ার হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘সুন্দর পৃথিবী রেখে যাওয়ার কাজটি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে সকল দেশভিত্তিক সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে প্রত্যেক দেশের নাগরিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে অবকাঠামো উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠন করতে হবে। এজন্য সকল প্রকার সেবা প্রদান নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় সকল প্রকার ভৌত ও অভৌত অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘মানুষের মধ্যে আশা ও বিশ্বাস জাগ্রত করতে হবে। অর্থনৈতিক ও সামাজিক খাতে পিছিয়ে পড়া দেশগুলোর জন্য খাতওয়ারি চাহিদাভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রত্যেক দেশের নিজস্ব যে সম্পদ আছে তা থেকে সুবিধা নেয়ার ক্ষেত্রে কোনো প্রকার অন্তরায় সৃষ্টি করা উচিত নয়। বাংলাদেশের সম্পদ হলো এর বিপুল কর্মঠ জনগোষ্ঠী। এ জনশক্তিকে দেশে-বিদেশে কাজের ব্যবস্থা করে দিতে হবে এবং সেক্ষেত্রে কোনো প্রকার বাধা দেয়া যাবে না। নজর দিতে হবে কোনো দেশের ওপর চাপিয়ে দেয়া অস্বাভাবিক সমস্যা সমাধানের দিকেও।’

বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া মিয়ানমার থেকে আগত এক মিলিয়নের মতো যে রোহিঙ্গা আছে, তাদের সমস্যার আশু সমাধান করার কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি তুরস্ক, জর্ডান ও ফিলিস্তিনের বিদ্যমান সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ করতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমাদের উৎপাদিত পণ্য চলাচলে অহেতুক বাধা সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, ‘পরিবেশের বিপর্যয়ের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য বেশি পরিমাণে কার্বন নিঃসরণকারী দেশেগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানবসৃষ্ট বাণিজ্য বাধা ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো সমস্যা মানুষই সমাধান করতে পারবে। এ সকল সমস্যা সমাধানের মাধ্যমে প্রত্যেক দেশ তথা বিশ্ব লাভবান হবে। আমরা আজ এবং আগামীর জন্য আরও সুন্দর নিরাপদ পৃথিবী নিশ্চিত করে যেতে পারব।

সুন্দর ও নিরাপদ পৃথিবী নিশ্চিতকরণের লক্ষ্য অর্জনে অর্থমন্ত্রী সকলের জোরালো অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে উন্নয়ন সহায়তার প্রায়োগিক নীতি-নির্ধারণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি উন্নয়ন সহায়তা প্রদানকারী ও সহায়তা গ্রহণকারী সকলের কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম/

সিটি গ্রুপের ২৫০০ টন পেঁয়াজ আসছে ৬ ডিসেম্বর

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার একশ কন্টেইনারে এক সাথে আড়াই হাজার টন পেঁয়াজ আসছে চট্টগ্রাম বন্দরে। তুরস্ক থেকে পেঁয়াজ নিয়ে ‘এমসিসি থাইপে’ কন্টেইনার জাহাজটি আগামী ৬ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে। এরপর বন্দর জেটিতে ভিড়বে। এসব পেঁয়াজ আমদানি করে দেশে এনে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সরবরাহ করবে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি গ্রুপ।

এর আগে সিটি গ্রুপ উড়োজাহাজে করে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পেঁয়াজ আনলেও চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পেঁয়াজ আনছে প্রথমবার।

জানতে চাইলে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা বলেন, উড়োজাহাজে করে নভেম্বর মাসে দুটি চালানে ২৫ টন পেঁয়াজ এসেছে তুরস্ক থেকে। আর সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে আসছে ২৫শ ৫৬ টন। এসব পেঁয়াজ আমরা কেজি ৩৭ টাকা ৫০ পয়সা দরে টিসিবিকে হস্তান্তর করেছি। টিসিবি ন্যায্যমূল্যে এসব পেঁয়াজ সারাদেশে বিক্রি করছে।

তিনি বলেন, পেঁয়াজ আমদানি আমাদের কাজ নয়; এরপরও সরকারকে সহযোগিতা করতেই আমদানি করা হয়েছে।

জানা গেছে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপ সমুদ্রপথে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। এরমধ্যে সবার আগে দ্রুত পেঁয়াজ নিয়ে আসে ভোগ্যপণ্যের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান চট্টগ্রামভিত্তিক বিএসএম গ্রুপ। প্রতিষ্ঠানটি এরইমধ্যে প্রায় ৬শ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে এনে বাজারে সরবরাহ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রামীণ ফোনের ১০০ কোটি টাকার ভ্যাট পরিশোধ

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ নিরীক্ষায় উদঘাটন হওয়া ৭শ’ কোটি টাকা অপরিশোধিত মূল্য সংযোজন করের (ভ্যাট) মধ্যে ১শ’ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন। এনবিআরের প্রাথমিক দাবিনামা জারির প্রেক্ষিতে গ্রামীণ ফোন গত সপ্তাহে এই অর্থ পরিশোধ করে।

এনবিআরের ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,বিভিন্ন প্রতিষ্ঠানকে কমিশন পরিশোধকালে কার্তিত ভ্যাট সরকারের ঘরে জমা দেয়নি প্রতিষ্ঠানটি। এনবিআরের বিশেষ নিরীক্ষায় এই বিষয়টি উদঘাটন হওয়ার পর আমরা গ্রামীণ ফোনের কাছে প্রাথমিক দাবিনামা জারি করি। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ১শ’ কোটি টাকা পরিশোধ করে। তবে ১শ’ কোটি টাকা পরিশোধ করলেও এনবিআরের নিরীক্ষার কিছু বিষয়ে গ্রামীণ ফোন আপত্তি জানিয়েছে বলে তিনি জানান।

এনবিআরের এই কর্মকর্তা বলেন,তাদের আপত্তির বিষয়গুলো যাচাই-বাছায়ের জন্য ভ্যাট এলটিইউ’র একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখছে। নিরীক্ষার ক্ষেত্রে যদি কোথাও অসঙ্গতি বা ভূল হয়ে থাকে সেটি সংশোধন করা হবে।
ভ্যাটের অপরিশোধিত বাকী টাকা গ্রামীণ ফোন স্বল্পতম সময়ের মধ্যে পরিশোধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড পাওয়ারের নগদ লভ্যাংশ বিতরণ

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড পাওয়ার গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি  নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম

মনিটরিং করে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব-পুলিশ বা মনিটরিং করে কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। বাজার মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। যোগান বা সরবরাহ বেশি হলে কিছু করা লাগবে না, এমনিতেই পণ্যের দাম কমে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সারের মূল্য হ্রাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে, সরকার কী বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, আমি সবসময় বলি কাঁচাবাজারের সব পণ্যই পচনশীল। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বা র‍্যাব দিয়ে অভিযান চালিয়ে আপনি কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাজারের যে শক্তি সেটাই এটাকে নিয়ন্ত্রণ করবে। বাজার মনিটর করার জন্য সব দেশেই কমিটি রয়েছে। কিন্তু তেমনভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। এটা নির্ভর করে চাহিদা ও যোগানের ওপর। যোগান বা সরবরাহ বেশি হলে কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি দাম কমে যাবে।

আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু সম্প্রতি লবণের দাম বৃদ্ধির ব্যাপারটি আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই নিয়ন্ত্রণ করা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, লবণের বিষয়টা ছিল গুজব। তাই সহজেই নিয়ন্ত্রণ করা গেছে। চাহিদার তুলনায় লবণ বেশি আছে তাই সম্ভব হয়েছে। আমি বলেছি, শুধু বাজার মনিটর করে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। তারপরও বাজারতো মনিটর করতেই হবে। কিছু ভুলতো আমাদের রয়েছেই। যখন আমাদের পেঁয়াজ পচে গেলো তখনই তো আমাদের উচিত ছিল বেশি বেশি পেঁয়াজ আমদানি করা।

পেঁয়াজ ছাড়া নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর দামই বাড়ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। সব জিনিসের দাম বেড়েছে এটা ঠিক না। ভোজ্যতেলের দাম বাড়েনি, সব কিছুই সহনশীল পর্যায়ে রয়েছে পেঁয়াজটাই অসহনশীল পর্যায়ে গেছে। কোনোভাবেই এ দাম গ্রহণযোগ্য নয়।

নিজে ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ কেনেন কিনা জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, কম কেনা হয়। আগে যে রকম কিনতাম এখন ওতোটা কিনি না। আমরা অনেকগুলো পেঁয়াজের ভ্যারাইটি নিয়ে এসেছি। আশা করি আগামীতে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। মূল পেঁয়াজ এখনো ওঠেনি। বীজ থেকে লাগানো পেঁয়াজ উঠতে সময় লাগবে। আমাদের উৎপাদন ক্ষমতা আছে, তাতে সংরক্ষণ করতে পারলে ঘাটতি হওয়ার কথা নয়।

সারে ভর্তুকি দেওয়ার পরও কেন কৃষক ফসলের মূল্য পাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের বেনিফিট পুরো কৃষকরা পাবে। বাজারে শাক-সবজির যে দাম বেশি এগুলোর অনেকগুলোর কারণ রয়েছে। পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেশি। তাই উৎপাদন খরচ ও ভোক্তাদের ক্রয়ে অনেক পার্থক্য। কিন্তু এখন দামটা অনেক বেশি। তবে আমার মনে হয় খুব দ্রুত দাম কমে আসবে। এটা এমন কমবে যে, চাষিরা বিক্রিই করতে পারবে না, এমন পরিস্থিতি হতে পারে।

চালের বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাদ্যমন্ত্রী আমাকে বলেছেন যে, ওএমএস’র গাড়ি থেকে মোটা চাল মানুষ নিতে চায় না। কোনো মানুষ ওএমএসের চাল নেয় না। মোটা চালের দাম এক টাকাও বাড়েনি। আমরা ভিজিএফ’র মাধ্যমে কিছু চাল দিয়ে থাকি। এসব চাল নিয়ে কেউ খায়, কেউ বিক্রি করে দিয়ে চিকন চাল কেনে। এই হলো পরিস্থিতি। চাল যারা কিনতে পারে, তাদের জন্য দাম বাড়লে সমস্যা কী। চালের দাম না বাড়লে তো আবার কৃষক দাম পাবে না। আমরা তো চাচ্ছি যে ধানের দাম বাড়ুক।

ব্রিফিংয়ে উপস্থিত কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, আমরা যদি ৩০ লাখ টন পেঁয়াজ উৎপাদন করতে পারি, তাহলে পেঁয়াজের সমস্যা আর হবে না। আমরা এ লক্ষ্যেই পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। ফরিদপুর, মেহেরপুর ও পাবনা এলাকায় পেঁয়াজ বেশি উৎপাদন হয়। আমরা এসব এলাকায় আগামীতে আরও বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

স্টকমার্কেটবিডি.কম/আর

দেশীয় পণ্যের স্বার্থে শুল্ক কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে : শিল্প প্রতিমন্ত্রী

State-Minister-Industryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানিকৃত পণ্যের সাথে প্রতিযোগিতায় দেশীয় শিল্প পণ্য যাতে টিকে থাকতে পারে সেজন্য শুল্ক কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জনিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কোন পণ্য উৎপাদিত হলে বিদেশ হতে সেই পণ্য আমদানি না করে দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে আরো আন্তরিক হতে হবে।

বুধবার গাজীপুরের শ্রীপুরে স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন শেষে দেশীয় স্টিল বিল্ডিং শিল্পের সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, স্টিল মার্কের চেয়ারম্যান প্রকৌশলী তানভীর আহমেদ সিদ্দিকী ও পরিচালক প্রকৌশলী আহমেদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।স্টিলমার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজয়ানুল মামুন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ক্রেতারা সন্তুষ্ট হলে বিদেশ হতে স্টিল অবকাঠামো নির্মাণ পণ্য আমদানির পরিমাণ কমে যাবে। সরকারের উদ্যোগে বৃহৎ অবকাঠামোসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণে দেশীয় পণ্য ব্যবহারকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

সভায় জানানো হয়, স্টিল বিল্ডিং শিল্প বাংলাদেশে নতুন হলেও এর সম্ভাবনার অপার। বিশ বছর পূর্বেও এই শিল্প আমদানি নির্ভর ছিল। বর্তমানের স্থানীয় চাহিদার ৮০ শতাংশ ছোট-বড় ২০০-এর অধিক দেশীয় স্টিল বিল্ডিং ফ্যাক্টরিসমূহ পূরণ করছে। বর্তমানে এক লক্ষ আশি হাজার প্রকৌশলী ও টেকনিশিয়ান এ শিল্পে কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে ইভেন্স টেক্সটাইল

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড বিনিয়োগকারীদের লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে চলে গেছে। আগামীকাল থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে এ শেয়ারের লেনদেন হবে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি ৩০জুন শেষ হওয়া ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা গত বছর ছিল ১০ শতাংশ বোনাস।

একইসঙ্গে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের এ কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন লোন না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  2. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  3. এসকে ট্রিমস
  4. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  5. লাফার্জ হোলসিম বিডি
  6. ডরিন পাওয়ার
  7. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  8. নর্দার্ণ ইন্স্যুরেন্স
  9. ইউনাইটেড ফাইন্যান্স
  10. সায়হাম কটন লিমিটেড।