পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রবিবার (২০ সেপ্টেম্বর) ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। আজ রবিবার এনবিআর এসংক্রান্ত সার্কুলার জারি করবে বলে জানা গেছে।

গত সপ্তাহে ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে নানা উদ্যোগ নেয় সরকার।

গত ৭ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

সেই চিঠিতে বলা হয়, পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। নিকট-অতীতে এই পণ্যের বাজার বেশ কয়েকবার অস্থিতিশীল হয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরে এই সংকট মারাত্মক আকার ধারণ করেছিল। বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, পণ্যটির মূল্য সম্প্রতি অনেকটা বৃদ্ধি পেয়েছে। মূলত আমদানিমূল্য বৃদ্ধি পাওয়া এর একটি অন্যতম কারণ।

৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ফলে আমদানিকারকদের সুবিধা হবে এবং তারা পেঁয়াজ আমদানিতে উৎসাহী হবে বলে জানিয়েছে বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/

টিসিবির পেঁয়াজ অনলাইনে ৩৬ টাকা কেজি

143220_bangladesh_pratidin_bdp-tcb-onionস্টকমার্কেটবিডি ডেস্ক :

পেঁয়াজের দরের ঊর্ধ্বগতির মধ্যে মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বিপনন প্রতিষ্ঠান টিসিবির আমদানি করা পেঁয়াজ ৩৬ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে।

রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ নামে অনলাইনে পেঁয়াজ বিক্রির এ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রাথমিকভাবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা আটটি অনলাইন প্রতিষ্ঠনের মাধ্যমে টিসিবির সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ কিনতে পারবেন।

তবে একজন ক্রেতা সপ্তাহে একবারই সর্বোচ্চ তিন কেজি পেঁয়াজের অর্ডার দিতে পারবেন, প্রতিটি অর্ডারের ডেলিভারি মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৩০ টাকা।

সে হিসেবে তিন কেজি পেঁয়াজ বাসা পর্যন্ত আসতে ক্রেতার খরচ দাঁড়াবে ১৩৮ টাকা।

এর মধ্যে রোববার বিকাল থেকে চালডাল, স্বপ্ন, সিন্দাবাদ, সবজিবাজার ও যাচাই- নামে পাঁচটি ই-কমার্স সাইটের অনলাইনে অর্ডার নেওয়ার কথা।

পরদিন বিডিসোল ও একশপ ও আরও একটি যুক্ত হতে পারে।

ভারত রপ্তানি বন্ধ করায় গত বছরের মতো এবারও লাগামহীন হয়ে উঠেছে দেশে পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে গেছে। গত শুক্রবার নাগাদ খুচরায় ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা থেকে ৭০ টাকা আর দেশি ক্রস জাতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামবৃদ্ধি ঠেকাতে টিসিবি গত ১৩ সেপ্টেম্বর থেকে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে। সেখানে একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। টিসিবি পেঁয়াজ কিনতে ভীড় থাকায় রাস্তায় দাড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হচ্ছে ক্রেতাদের।

এমন প্রেক্ষাপটে মধ্যবিত্ত ক্রেতাদের অনলাইনে পেঁয়াজ পেতে এই কর্মসূচি নিয়েছে সরকার। শুরুতে সীমিত ও নির্বাচিত কিছু অনলাইন শপের মাধ্যমে পেঁয়াজ কিনতে পারবে ক্রেতারা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “টিসিবি ৩০০ থেকে ৫০০ ট্রাক দিয়ে বিক্রি করতে পারে কিন্তু বড় পরিসরে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ সরবরাহের জন্য অনলাইনে ই-ক্যাবের মাধ্যমে পেঁয়াজ বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে।

“প্রথমে হয়ত কিছু কিছু সমস্যা হতে পারে তবে সামনের দিনগুলোতে আরো সহজ হবে। ধীরে ধীরে আরো বড় পরিসরে করা হবে।”

ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন জানান, রোববার বিকেল থেকে ৫টি প্রতিষ্ঠান পেঁয়াজ বিক্রি শুরু করবে যা ঢাকা ও চট্টগ্রামে সীমাবদ্ধ থাকছে। আপাতত এক অর্ডারে সর্বোচ্চ তিন কেজি পেঁয়াজ দেওয়া হলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ৫ কেজি করা হবে।

তিনি বলেন, একজন ক্রেতা এক সপ্তাহে একবার অর্ডার দিতে পারবে, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে যাচাই করা হবে, যেন একই ক্রেতা একাধিকবার অর্ডার দিতে না পারে।

গুদামঘর, ডেলিভারি ক্যাপাসিটি, ই-কমার্স ওয়েবসাইট ও ই-ক্যাবের সুপারিশ বিবেচনায় টিসিবির ডিলারশিপ দেওয়া হচ্ছে।

প্রতিটি পরিবেশক ই-কমার্স প্রতিষ্ঠান আপাতত দৈনিক আধা টন হিসাবে তিনদিন পর পর টিসিবি থেকে পেঁয়াজ সংগ্রহ করতে পারবে।

অনলাইনে ১০ হাজার টন পেঁয়াজ বিক্রি প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা বাড়তে পারে।

পুরো প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি ও ই-ক্যাব একটি অভিন্ন বিধিমালা বা এসওপি প্রণয়ন করেছে, যা মেনে চলতে প্রতিটি প্রতিষ্ঠান বাধ্য থাকবে।

বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য অনুষ্ঠানে দেন। সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন শুনানি পিছালো

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ ‘নট টুডে অ্যান্ড টুমরো’ আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন এডভোকেট সাঈদ আহমদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আলম খান।

গত ২০ আগস্ট অর্থ পাচারের দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। পরে হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন।

অর্থ পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দু’টি মামলা দায়ের করা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ২৩ কোম্পানির ১০ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৯৬ হাজার ৯৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৬৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

পিপলস ইন্স্যুরেন্স ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফু-ওয়াং ফুডস ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, বঙ্গজ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, কন্টিন্টোল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, ফু-ওয়াং ফুড, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, নিটল ইন্স্যুরেন্স,নর্দার্ণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস ও স্কয়ার ফার্মা।)।

স্টকমার্কেটবিডি.কম/

এনার্জিপ্যাক পাওয়ারের বিডিং শুরু

energypac-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের জন্য এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের বিডিং শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে বিডিং চলবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত।

গত ১৯ আগষ্ট বিএসইসির ৭৩৪ তম কমিশন সভায় এবিডিংয়ের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ( পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বেতনের দাবিতে ড্রাগন কারখানা শ্রমিকদের আল্টিমেটাম

dragonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির টাকাসহ সব পাওনার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানা শ্রমিকরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন তারা।
এ সময় প্রায় দুই শতাধিক শ্রমিক বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, কোনো নোটিশ ছাড়া আমাদের কারখানা গত ২৬ মার্চ থেকে ৫০০ শ্রমিককে ছুটিতে রেখেছেন মালিকপক্ষ। অথচ আমাদের একটি টাকাও দেওয়া হয়নি। এর মধ্যে দু’টি ঈদ চলে গেছে উৎসব ভাতাও পায়নি।

সেলিম নামে এক শ্রমিক বলেন, আমাদের পাওনা টাকার বিষয়ে ছয় বার মিটিং হলেও কোনো সুরাহা হয়নি। আমরা বেকার অবস্থায় অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছি। আমরা পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন বলেন, বকেয়ার দাবিতে আমরা স্মারকলিপি এর উত্তর পায়নি। বার বার আমাদের আশ্বাস দিয়েও পাওনা টাকা দিচ্ছে না মালিকপক্ষ। কোন বলে এমনটা করছে সেটা দেখতে হবে। সোমবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতা, সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা না হলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ভুখা মিছিল করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সিএসই’র সাবেক এমডি মারুফ মতিনের ইন্তেকাল

Wali-ul-Maruf-Matinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং মাসলিন ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ালিউল মারুফ মতিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিএসই সূত্র এ খবর নিশ্চিত করেছে।

ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতেল বেশ কয়েক দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে শনিবার বিকালে ল্যাবএইডে ভর্তি হন। রোবার সকালে তিনি মারা যান।

ওয়ালিউল মারুফ মতিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ালটনের আইপিও শেয়ার বিওতে জমা

Walton Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও শেয়ার লটারী বিজয়ীদের বিওতে প্রদান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ রবিবার এসব শেয়ার বরাদ্দকৃতদের বিও হিসাবে জমা দেয় সিডিবিএল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষ মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

অগ্রনী ইন্স্যূরেন্সের শেয়ার বিক্রি করবে পরিচালক

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রনী ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির উদ্যোক্তা মো: শাহবাজ হোসেন খান তার কাছে থাকা মোট ১৫ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে বিমাটির মোট ৬ লাখ ২১ হাজার ৪৫৮টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার পাবলিক মার্কেটি বিক্রি সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স ট্যানারীর বাৎসরিক বোর্ড সভা আহবান

APEXTANRY-230x130স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারী লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা তিনটায় রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এই বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি। এছাড়া আসতে পারে এজিএম সংক্রান্ত ঘোষণা।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/