Day: June 10, 2023
সিলভা ফার্মার ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৯ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪৮ টাকা।
আগামী ২৫ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৬ নভেম্বর ।
স্টকমার্কেটবিডি.কম/বি
এক্সচেঞ্জ হাউজের নাম পরিবর্তনে অনুমতি লাগবে না
এখন থেকে বিদেশে অবস্থিতি কোনো এক্সচেঞ্জ হাউজের নামে বাংলাদেশের যে কোনো ব্যাংকে পরিচালিত হিসাবের নাম পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। বিদেশের অনেক এক্সচেঞ্জ হাউজের ড্রয়িং ব্যবস্থা চালু রয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলার, ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
পরিলক্ষিত হচ্ছে যে, প্রায়শই বিদেশি এক্সচেঞ্জ হাউজসমূহের স্বীয় নাম পরিবর্তিত হওয়া অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হওয়া অথবা অন্য প্রতিষ্ঠান কর্তৃক অধিগ্রহণ হওয়ার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
রেমিট্যান্স আহরণ কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এখন থেকে বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজের নাম পরিবর্তন হলে তাদের নামে পরিচালিত হিসাবসমূহের নাম এক্সচেঞ্জ হাউজের পরিবর্তিত নামে পরিবর্তন করার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণের প্রয়োজন হবে না।
এক্সচেঞ্জ হাউজসমূহের নাম পরিবর্তন সম্পর্কে জ্ঞাত হওয়া মাত্র সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। ব্যাংকসমূহ প্রয়োজনীয় কাগজপত্রাদি তথা নাম পরিবর্তনের সপক্ষে প্রমাণাদি (এক্সচেঞ্জ হাউজের পত্র, নাম পরিবর্তনের বিষয়ে প্রতিষ্ঠানটির বোর্ড রিজোলিউশন, এক্সচেঞ্জ হাউজের পরিবর্তিত নামের বিষয়ে সংশ্লিষ্ট দেশের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের কপি ইত্যাদি) সংগ্রহ করতঃ তাদের যথার্থতা বিবেচনান্তে নিজ দায়িত্বে বিদেশী এক্সচেঞ্জ হাউজের নামে পরিচালিত হিসাবসমূহের নাম পরিবর্তন করবে। হিসাবের নাম পরিবর্তন করার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে এর সপক্ষে প্রমাণাদি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে।
স্টকমার্কেটবিডি.কম/
ড্যাফোডিল কম্পিউটারের বোর্ড সভা ২৬ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ড্যাফোডিলস লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৬ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এইচ
ইউনিক হোটেলের বাৎসরিক বোর্ড সভা ২৭ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিনোদন ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ অক্টোবর বেলা সাড়ে তিনটায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এইচ
খান ব্রাদার্সের বোর্ড সভা ২৭ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ অক্টোবর বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এইচ
প্রিমিয়ার সিমেন্টের বাৎসরিক বোর্ড সভা ২৪ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৪ অক্টোবর বেলা ৪টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এইচ
দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৫ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৫৭ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৩কোটি ৪৭ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৫ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
স্টকমার্কেটবিডি.কম/
বিচ হ্যাচারি ত্রিশালে দেশীয় মাছ চাষ করবে
শেয়ারবাজারের তালিকাভূক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড ময়মনসিংয়ের ত্রিশালে দেশীয় মাছ চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি দেশিয় মাছ চাষের জন্য ত্রিশালে ১০১ একর পরিমাণ পুকুর লিজ নিয়েছে।
সেখানে তেলাপিয়া, সরপুটি, পাঙ্গাস জাতীয় দেশিয় মাছ চাষ করা হবে।
আগামী ৫ বছরের জন্য এসব পুকুর লিজ নিবে কোম্পানিটি। যার মেয়াদ শেষ হবে আগামী ২০২৪ সালে।
দেশীয় মাছ চাষ করার ফলে কোম্পানির মুনাফা বাড়বে আর শেয়ারহোল্ডাররা লাভবান হবে।
স্টকমার্কেটবিডি.কম/
মেট্রোরেলের ৯৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে দু’টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) শেরে বাংলা নগরে এনইসি কনফারেন্স কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, মঙ্গলবারের একনেক সভায় ১ লাখ ২৫ কোটি ২৩ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে যানজট নিরসনে ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী জানান, মেট্রোরেলের দুই প্রকল্পে মোট ব্যয়ের ২৫ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং বাকি ৬৮ হাজার ৫৬৭ কোটি ৩২ লাখ টাকার যোগান দেবে জাপান আন্তর্জাতিক কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
সূত্র : বাসস
স্টকমার্কেটবিডি.কম