গেইনারের শীর্ষে ইফাদ অটোস

ifadনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনেদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে ইফাদ অটোস। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬৭ শতাংশ।

সোমবারের সমাপনী দরের (ক্লোজিং প্রাইস) সঙ্গে আজকের সমাপনী দরের পার্থক্য অনুযায়ী কোম্পানির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয় ৬১.৪০ টাকা। দিনশেষে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অবশ্য দিনের মধ্যে কোম্পানিটির সবোর্চ্চ দর ছিল ৬৬.৪০ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ৬০.৬০ টাকা।

দর বাড়ার শীর্ষে থাকা অপর কোম্পানি কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ক্যাবলসের ৬.৩৫ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৫.৩৯ শতাংশ, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডের ৪.৭০ শতাংশ, বেক্সিমকো ৪.৬৮ শতাংশ, গোল্ডেনসনের ৩.৮২ শতাংশ, সিএমসি কামাল টেক্সটাইল মিলসের ৩.৭০ শতাংশ, লিগেসী ফুটওয়্যারের ৩.৭০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৪৫ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানির ২.৯৪ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. শাহজিবাজার পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. ইফাদ অটোস
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. শাশা ডেনিমস
  6. বেক্সিমকো
  7. গ্রামীনফোন
  8. সামিট অ্যালায়েন্স পোর্ট
  9. এমজেএল বিডি
  10. ওরিয়ন ইনফিউশন।

সূচক বাড়লেও কমেছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

সূচকের বৃদ্ধি দিয়ে আজ মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স ২৩.০৭ পয়েন্ট বেড়ে ৪৬৪৯.৩০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। তবে সূচক বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ২৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, বেক্সিমকো, গ্রামীনফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এমজেএল বিডি এবং ওরিয়ন ইনফিউশন।

অপরদিকে ডিএসইতে সূচক বাড়লেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। দিনশেষে সিএসইএক্স সূচক ৪.৫৬ পয়েন্ট কমে ৮৬১৪.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইউনিক হোটেলের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি

unic...smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আন্তর্জাতিকমানের ফাইভ স্টার হোটেল নির্মাণ ও সাজসজ্জার জন্য ৩ কোটি ডলারের ঋণ চুক্তি করেছ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড এ্যান্ড চাটার্ড ব্যাংক সঙ্গে এ ঋণ চুক্তি করেছে। ইউনিক হোটেলের দ্বিতীয় ইউনিট তৈরীতে এ টাকা ব্যয় করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। আজ মঙ্গলবার লেনদেনের প্রথম এক ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১৭.৯৬ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স বেড়েছে ৪.৫২ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। এ সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ৯৭ লাখ টাকা।

প্রথম ঘণ্টার লেনদেন শেষে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৯৭ লাখ টাকা।

অপরদিকে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসইএক্স ৪.৫২ পয়েন্ট বেড়ে ৮৬২৩.২৪ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন হয়েছে ৫ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুরলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বোর্ড সভা আজ

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আজ ১১ মার্চ বুধবার বিকেল ৫টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ