দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনেদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে ইফাদ অটোস। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬৭ শতাংশ।
সোমবারের সমাপনী দরের (ক্লোজিং প্রাইস) সঙ্গে আজকের সমাপনী দরের পার্থক্য অনুযায়ী কোম্পানির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয় ৬১.৪০ টাকা। দিনশেষে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অবশ্য দিনের মধ্যে কোম্পানিটির সবোর্চ্চ দর ছিল ৬৬.৪০ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ৬০.৬০ টাকা।
দর বাড়ার শীর্ষে থাকা অপর কোম্পানি কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ক্যাবলসের ৬.৩৫ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৫.৩৯ শতাংশ, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডের ৪.৭০ শতাংশ, বেক্সিমকো ৪.৬৮ শতাংশ, গোল্ডেনসনের ৩.৮২ শতাংশ, সিএমসি কামাল টেক্সটাইল মিলসের ৩.৭০ শতাংশ, লিগেসী ফুটওয়্যারের ৩.৭০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৪৫ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানির ২.৯৪ শতাংশ দর বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর