রাইট শেয়ারের প্রিমিয়াম কমালো ন্যাশনাল পলিমার

nationalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার রাইট শেয়ার ইস্যুতে প্রিমিয়াম সংশোধন করেছে। কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুতে ১০ টাকার পরিবর্তে ৫ টাকা প্রিমিয়াম নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১৫ অক্টোবর কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা প্রিমিয়াম সংশোধনের বিষয়টি অনুমোদন করেছে।

কোম্পানিটি ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা ধরা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর রেকর্ড তারিখ জানানো হবে।

আর রাইট শেয়ার ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

নর্দার্ণ জুটের লভ্যাংশ ঘোষণা

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট মেনুফেকচারিং   লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার  কোম্পানি  সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৯ সালে কোম্পানির  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩.২৯ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮০.৩০ টাকা।

আগামী ৮ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৫ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

টাকা লুটের অভিযোগে ব্যাংক ব্যবস্থাপক গ্রেফতার

150558_bangladesh_pratidin_Ariful-Hoqueস্টকমার্কেটবিডি ডেস্ক ঃ

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর সঙ্গে যোগসাজস করে দুই কোটি পাঁচ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে রাজশাহীতে সাবেক একজন ব্যাংক ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। তার নাম এএসএম আরিফুল হক কুমার (৬৩)। সোমবার গভীর রাতে নগরীর সিপাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রেফতার করেন।

এএসএম আরিফুল হক কুমার সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ব্যবস্থাপক ছিলেন।

ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। আর ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার আরেক আসামি রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী পলাতক আছেন।

নগরীর মাস্টারপাড়া এলাকায় তার বাড়ি। তার বাবার নাম জেসারত মণ্ডল। রফিকুল একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপাইটর।

দুদক জানিয়েছে, ব্যবস্থাপক থাকাকালে জাল কাগজপত্র হওয়া স্বত্বেও রফিকুল ইসলামকে দুই কোটি পাঁচ লাখ টাকা ঋণ দেন আরিফুল হক কুমার। ব্যাংক কর্তৃপক্ষ মনে করেছে, নিজে লাভবান হওয়ার জন্যই এই কাজ করেছেন তিনি।

তাই ব্যাংকের পক্ষ থেকে গেল বছর রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আরিফুল হক ও রফিকুল ইসলামকে আসামি করা হয়।

পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা মামলার তদন্ত করেন। তিনি আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্রও দাখিল করেন। আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারের জন্য মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠান। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। আরিফুল হক ভারতে পালানোরও চেষ্টা করছিলেন। এর মধ্যেই সোমবার গভীর রাতে বাড়ি ফিরলে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারা জানতে পেরেছেন, বিভিন্ন সময় ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন আরিফুল হক। তিনি নগরীতে বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন। চড়েন দামি গাড়িতে। তারা ধারনা করছেন, অবৈধ অর্থ দিয়েই আরিফুল হক এমন সুরম্য বাড়ি নির্মাণ করেছেন এবং গাড়ি কিনেছেন।

জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার আরিফুল হককে মঙ্গলবারই রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলা হবে। পলাতক আসামি রফিকুল ইসলামকেও গ্রেফতারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। সূূত্র : বাাংলাদেশ প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

খুলনা পাওয়ারের বাৎসরিক বোর্ড সভা পিছালো

kpplস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি খুলনা কোম্পানি লিমিটেডের বোর্ড সভা পিছানো হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ অক্টোবর বেলা ৬টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।

এর আগে ২০ অক্টোবর এই বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্কোয়ার নিট কম্পোজিটের বাৎসরিক বোর্ড সভা ২৪ অক্টোবর

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি স্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর আহ্বান করা হয়েছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. স্কয়ার ফার্মা
  2. ন্যাশনাল টিউবস
  3. বীকন ফার্মা
  4. সামিট পাওয়া
  5. স্ট্যান্ডার্ড সিরামিকস
  6. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  7. ইউনাইটেড পাওয়ার
  8. বাংলাদেশ শিপিং করপোরেশন
  9. ওয়াটা কেমিক্যালস
  10. জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

দিনশেষে অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান  হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক দুটিই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার  ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ২৯৯ কোটি ৮৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১০.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২১ পয়েন্টে। আর ডিএসই সূচক ২৭.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪টির। আর দর অপরিবর্তিত আছে ১৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, বীকন ফার্মা, সামিট পাওয়া, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওয়াটা কেমিক্যালস ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

এদিকে মঙ্গলবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৭ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডরিন পাওয়ার ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/

দায়িত্ব অবহেলা-অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে ব্যবস্থা : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক ঃ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতীয় পর্যায়ে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়নে বিএসটিআইর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা সরকার মেনে নেবে না। দায়িত্ব অবহেলা কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে শিল্প মন্ত্রণালয় দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধনʼ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিশ্ব মান দিবস-২০১৯ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই জাতীয় পর্যায়ে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জনগণের জীবনের সুরক্ষার বিষয়টি নির্ভর করে।

তিনি বলেন, শিল্প-কারখানায় কোনো নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠির ব্যবহারের জন্য পণ্য উৎপাদিত হয় না। এটি নিজ দেশের গ-ি পেরিয়ে বিদেশে রফতানির জন্য উৎপাদিত হয়ে থাকে। কোনো পণ্য অন্য দেশের ক্রেতা ভোক্তাদের কমপ্লায়েন্স অনুসরণ করে তৈরি না করলে, তা বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এর ফলে সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে এবং এক সময় তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এ বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশে বিশ্বমানের পণ্য উৎপাদনের প্রয়াস জোরদার করতে তিনি শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

শিল্প মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন এবং বিএসটিআই’র পরিচালক (মান) সাজ্জাদুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

মুন্নু সিরামিকস ও মুন্নু স্টাফলার্সের বোর্ড সভা আহবান

monnuস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মুন্নু সিরামিকস ও মুন্নু স্টাফলার্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার  ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩.৪৫ ও ৪:১৫টায় রাজধানীর  নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া এই বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্যারামাউন্ট টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা ২৬ অক্টোবর

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহ্বান করা হয়েছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস  লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ