ডেল্টা হসপিটালের আইপিও প্রক্রিয়া বাতিল করলো বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেল্টা হসপিটাল লিমিটেডের বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও প্রক্রিয়া বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে অনুষ্ঠিত ৭২৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ফেরদৌস।

গত ২ জুলাই কোম্পানিটি নিজেদের আইপিও প্রক্রিয়া থেকে সরে আসার আবেদন করে।

সম্প্রতি ডেল্টা হসপিটাল লিমিটেডের শেয়ার দর ১১ টাকা করে প্রতিষ্ঠানের জন্য নির্ধারন করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই শেয়ার দর এই কাট অফ প্রাইস বা ১১ টাকার চেয়ে ১০ শতাংশ কম বা ১০ টাকা দরে কেনা কথা ছিল।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় সম্প্রতি কোম্পানির বিডিং অনুষ্ঠিত হয়। গত ২২ মার্চ বিকাল ৫ টা হতে ২৫ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত এই বিডিং চলে।

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের বোর্ড সভা আহবান

easterস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি  খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস ব্লেন্ডারস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বসুন্ধরা পেপারের আয় কমেছে ৬৯%

basubdaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানির আয় ৬৯ শতাংশ কমেছে।   ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪২ টাকা। এ তিন মাসে কোম্পানির আয় ৬৯ শতাংশ কমেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫৪ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪২.৯০ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৪২.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

‘বিলের জন্য মন্ত্রী পর্যন্ত পৌঁছানোর দরকার নেই’

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের বাড়তি বিলের জন্য সাধারণ মানুষের মন্ত্রী পর্যন্ত পৌঁছানোর দরকার নেই।

সবাইকে বলব, আপনার স্ব স্ব অফিস আছে, সেখানে অভিযোগ করেন। যদি তারা সন্তুষ্ট না হন, সংস্থা প্রধানের কাছে অভিযোগ করবেন। সেখানেও যদি সন্তুষ্ট না হন, তাহলে তো আমি আছি। আমার কাছে সরাসরি অভিযোগ করবেন।
আমি এখন পর্যন্ত আমার মেইলে অভিযোগ আকারে পেয়েছি সবমিলে ১২-১৩টা। অনলাইনে গেলে আমার ই-মেইল পাওয়া যাবে।

বুধবার দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

মিটারের সঙ্গে বিদ্যুৎ বিলের সম্পর্ক নেই, বিতরণ কোম্পানি মন্ত্রীর নির্দেশনা শেষ পর্যন্ত মানছে না- এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যদি না মেনে থাকে কোনো নির্দেশ, আমার বরাবর আবেদন করলেই হবে। আমি সমস্ত বিতরণ কোম্পানিকে বলেছি, যারা লিখিতভাবে অভিযোগ করছেন, অভিযোগ যখন মূল ওয়েবসাইটে যায় সেটার কপি আমার কাছেও আসে। কতগুলো অভিযোগের সমাধান হলো সেগুলোর রিপোর্টও আমার কাছে আসে। আমি কিন্তু দেখছি। এছাড়া আমাদের গ্রাহক প্রায় চার কোটি।

এছাড়া আমাদের গ্রাহক প্রায় চার কোটি। এরমধ্যে অভিযোগ ৪ থেকে ৫টা। আমি মনে করি এর সমাধান করা বিষয় না।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. গ্লাক্সোস্মিথ ক্লিন
  3. বেক্সিমকো লিমিটেড
  4. মেঘনা পেট্রোলিয়াম
  5. সেন্টাল ফার্মা
  6. ওরিয়ন ফার্মা
  7. স্কয়ার ফার্মা
  8. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  9. গ্রামীনফোন লিমিটেড
  10. এক্সিম ব্যাংক লিমিটেড।

লেনদেন কমলেও দিনশেষে বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক বেড়েছে। তবে সেখানে লেনদেন কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  লেনদেনের পরিমাণ ছিল ৬৭ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫টির। আর দর অপরিবর্তিত আছে ২৩৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, গ্লাক্সোস্মিথ ক্লিন, বেক্সিমকো লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, সেন্টাল ফার্মা, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, গ্রামীনফোন লিমিটেড ও এক্সিম ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২ কোটি ২১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  লেনদেন হয়েছিল ৭৩ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও বেক্সিমকো ফার্মা  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

হামিদ ফেব্রিকসের বোর্ড সভা ১৫ জুন

hamid-fabrics-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইসলামিক ফাইন্যান্সের রেকর্ড ডেট পরিবর্তন

 

ifilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক  খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট  লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার জন্য পূর্ব-নির্ধারিত রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য পাওয়া যায়।

ডিএসইর সূত্রে আরো জানা যায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের রেকর্ড ডেট আগামী ১ জুলাইয়ের পরিবর্তে ২ জুলাই করা হয়েছে।

তবে বার্ষিক সাধারণ সভার অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

গতকাল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষনা দেয়। আর লভ্যাংশ নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছিল ১ জুলাই।

তবে কোম্পানির ১৯ তম এই এজিএমের দিন ও ভেণু পরিবর্তন করা হয়নি ।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এসিআইয়ের ৯ মাসে শেয়ার প্রতি লোকসান ১৭.৪৯ টাকা

aci-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এসিআই লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫.২৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৫.৫৫ টাকা।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭.৪৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৫.৫০ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৮.৮৭ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৬৬.৯৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

পণ্য বিক্রি কমায় এসিআই ফরমুলেশনের ইপিএস কম

aciস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশন লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পন্য বিক্রি কম হওয়ায় এই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কম হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮৯ টাকা।

কোম্পানিটি জানায়, এই সময়ে কোম্পানির উৎপাদিত পণ্যের চাহিদা কম ছিল। এজন্য তাদের বিক্রি কমে গেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.০১ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩.১৪ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৫৪.৮২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/