৬ হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে অর্থমন্ত্রনালয়ে বিএমবিএ

fmo-bmbaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে উন্নয়নের লক্ষে সরকারের কাছে স্বল্প সুদে ৬ হাজার কোটি টাকার একটি তহবিল চেয়ে অর্থমন্ত্রনালয়ে গেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। আজ মঙ্গলবার সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় মন্ত্রীর নিকট বিএমবিএ এই তহবিল গঠন করার অনুরোধ জানায়। এসময় বিএমবিএ সভাপতি মোঃ ছায়েদুর রহমানসহ সংগঠনের সহ-সভাপতি ও প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্টের সিইও ড. মোশাররফ হোসেন এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএমবিএ সভাপতি মোঃ ছায়েদুর রহমান গনমাধ্যমকে জানান, তারা অর্থমন্ত্রীর কাছে শেয়ারবাজারের জন্য ৬ হাজার কোটি টাকার একটি তহবিল দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নেগেটিভ ইক্যুইটি আছে এমন প্রতিষ্ঠানগুলোকে ওই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। এমন একটি তহবিল পাওয়া গেলে বাজারে গতির সঞ্চার হবে।

তিনি বলেন, অর্থমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তাদেরকে।

২০১০ সালের ধসে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে সরকারের পরামর্শে বেশিরভাগ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজ শেয়ার বিক্রি করে ঋণ সময়ন্ব করেনি। ইতোমধ্যে শেয়ারের দাম এতো বেশি কমে গেছে যে, গ্রাহকের নিজম্ব মূলধন ঋণাত্মক (Negative Equity) হয়ে পড়েছে। ফলে তার সব শেয়ার বিক্রি করেও ঋণ সমন্বয় করা সম্ভব নয়। এমন অবস্থায় গ্রাহক ঋণদাতা প্রতিষ্ঠানকে এড়িয়ে চলছে, তাদের প্রাপ্য শোধ করছে না। অন্যদিকে এই ঋণে সংশ্লিষ্ট ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আটকে যাওয়ায় তারাও তা শেয়ার কেনাবেচায় কাজে লাগাতে পারছে না। এতে বাজার গতি পাচ্ছে না।

সরকার কাছে স্বল্প সুদে এই ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের অনুমোদন দিলে রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো প্রাণ ফিরে পাবে বলে দাবি করছে বিএমবিএ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

একমির বোর্ড সভা আড়াই ঘন্টা পিছালো

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বোর্ড সভা আড়াই ঘন্টা পিছালো। সন্ধ্যা ৬ টায় এ সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আজ সন্ধ্যা ৬ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে বেলা সাড়ে তিনটায় বোর্ড সভার সময় নির্ধারন করা হয়েছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৬ শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া এজিএম ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

উভয় এক্সচেঞ্জেই দিনশেষে লেনদেন সামান্য কম

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৫৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৬পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১৫৫ টির, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, একমি ল্যাব., সিঙ্গার বিডি, শাহজিবাজার পাওয়ার, বিএসসি, লাফার্জ সুরমা, বিএসসিসিলি, ডরিন পাওয়ার, এমজেএলবিডি ও ন্যাশনাল টিউবস।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৩০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এহিসাবে দিনের লেনদেন সমান্য কমেছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক বা সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিএপিএম বিডিবিএল ফান্ডের সাবস্ক্রিপশন ১৬ অক্টোবর

mutualনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন শুরু হবে ১৬ অক্টোবর। আর তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি ৫৮২তম কমিশন সভায় ১০ বছর মেয়াদি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিওর লট নির্ধারণ করা হয়েছে ৫০০ ইউনিটে।

ট্রাস্টি ও কাস্টডিয়ান সূত্রে জানা গেছে, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের টার্গেট সাইজ ১০০ কোটি টাকা এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এরই মধ্যে উদ্যোক্তার অংশের ১০ কোটি টাকা, আইপিও-পূর্ব প্লেসমেন্টের মাধ্যমে ২০ কোটি টাকা

সংগ্রহ করেছে ফান্ডটি। বাকি ৭০ কোটি টাকা আইপিও থেকে সংগ্রহ করা হবে।

ফান্ডটির উদ্যোক্তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফরচুন সুজের আইপিও লটারি ড্র আজ

fortuneনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া ফরচুন সুজ লিমিটেডের আইপিওর লটারির ড্র আজ বুধবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে এ ড্র অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আইপিও আবেদন জমা নেয় ১৬ আগষ্ট হতে ২৮ আগষ্ট পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসী সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে।

এর আগে গত ২৯ জুন বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৯ মাসের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে কৌশলগত বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশি ৭ প্রতিষ্ঠান

dse1স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে দেশি-বিদেশি সাতটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নাসডাক, সিডিসি, কেইডব্লিউ, আইএফসি, কিংওয়ে ক্যাপিটাল, স্কয়ার ফার্মা ও ব্রুমার অ্যান্ড পার্টনার। গতকাল সোমবার ডিএসইর সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানগুলো তাদের এ আগ্রহের কথা জানায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এর আগে আর্নেস্ট অ্যান্ড ইয়াং নামে আরেকটি কোম্পানি কৌশলগত বিনিয়োগকারী হতে আগ্রহ প্রকাশ করেছিল। এ বিষয়ে জানতে চাইলে ডিএসই’র পরিচালক রকিবুর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে আমাদের কৌশলগত বিনিয়োগকারী নিতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সোমবার কয়েকটি কোম্পানি ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু কোম্পানি ডিএসইর পার্টনার হতে চেয়েছে, তবে তারা এখনও আনুষ্ঠানিকতা শেষ করতে পারেনি।’

তিনি বলেন, ‘এসব কোম্পানি থেকে যাচাই-বাছাই করে কৌশলগত বিনিয়োগকারী বের করতে পারব বলে আমরা আশাবাদী।’

২০১৩ সালে কার্যকর ডি-মিউচ্যুয়ালাইজেশন আইনে তিন বছরের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে উভয় স্টক এক্সচেঞ্জের সংরক্ষিত ২৫ শতাংশ শেয়ার বিক্রির বাধ্যবাধকতা রয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে।

গত বছরের ৯ ডিসেম্বর একটি চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয় স্টক এক্সচেঞ্জকে পরের এক বছরের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির নির্দেশ দিয়েছিল। তবে এ বিষয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে পাওয়া নিয়ে দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ চিন্তিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

তবে এরই মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশের স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট ব্যাংকসহ শীর্ষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিএসআরএমের ঋণমান প্রকাশ

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-‘ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে রেটিং প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিকালে একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৬ শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া এজিএম ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউনাইটেড পাওয়ারের ৪৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১২ মাসের জন্য ৮০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সব মিলে সর্বশেষ ১৮ মাসে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৪- ৩০ জুন, ২০১৬ অর্থাৎ এই ১৮ মাসে ইউপিজিডির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৭ পয়সা। আর এনএভি হয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ অক্টোরব। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১০ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ