যুক্তরাষ্ট্রে আরও ৯ চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চীনের আরো নয়টি প্রতিষ্ঠানের ওপর শক্ত নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাওমি, কোম্যাকের মতো ব্র্যান্ডগুলোও।

এ ব্যাপারে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে নয়টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
নতুন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যেকোনো ধরনের বিনিয়োগের পথ বন্ধ হয়ে গেছে। মার্কিন নিষেধাজ্ঞা শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ।

পেন্টাগনের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট করপোরেশন অব চায়না (কোম্যাক)। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনের যেসব প্রতিষ্ঠান বেসামরিক মনে হলেও আদতে তারা উন্নত প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদের প্রকাশ্যে আনতে এবং প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে এর আগের নিষেধাজ্ঞাগুলোতে তীব্র প্রতিক্রিয়া, এমনকি পাল্টা নিষেধাজ্ঞাও দিয়েছিল তারা। সূত্র: সিএনএন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বসুন্ধরা সিটিতে অপো রেনো৫-এর বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক জমজমাট উৎসবের মধ্য দিয়ে তাদের নতুন হ্যান্ডসেট অপো রেনো৫ এর ফার্স্ট সেল শুরু করেছে। উৎসবের অংশ হিসেবে ছিল কেক কাটা, লটারি ড্র এবং জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরের সাথে ফটোসেশন। সরাসরি অপো রেনো৫ বিক্রির প্রথম দিনে সাবিলা নূরের সাথে কুইজ, উপহার বিতরণ, লটারি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, প্রথম ক্রেতাদের মাঝে অটোগ্রাফ সম্বলিত গিফট বক্স প্রদান এবং তার সাথে ছবি তোলার সুযোগের মত বিভিন্ন কার্যকলাপ দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

গত ১৪ জানুয়ারি অপো রেনো৫ বিক্রির প্রথম দিনে বিকাল ৫ টা থেকে রাত ৯ টার মধ্যে বসুন্ধরা সিটির অপোর ব্র্যান্ড শপ থেকে যারা স্মার্টফোনটি কেনেন, সাবিলা নূর তাদের সাথে যুক্ত হন। যারা এ দিনে অপো রেনো৫ কেনেন, তারা সাবিলা নূরের সাথে ‘পিকচার লাইফ টুগেদার’-প্রতিপাদ্যে ছবি তোলার সুযোগ পান। এ দিনে সাবিলার সাথে দেখা করা, কথা বলার, ছবি তোলার পাশাপাশি তার কাছ থেকে অটোগ্রাফ সম্বলিত গিফট বক্স প্রদান এবং উপহার পাওয়ার সুযোগ তৈরি করে অপো। এমন সব দারুণ বিষয় ইভেন্টটিকে অপো ব্যবহারকারী এবং ভক্তদের জন্য আরও চমক দেয়।

অপো রেনো৫ ইতিমধ্যে বিভিন্ন ই-কমার্স সাইট যেমন, দারাজ (www.daraz.com.bd), পিকাবু (pickaboo.com) এবং অপোর ওয়েবসাইটে (https://opposhop.online/product/13) পাওয়া যাচ্ছে। তরুণদের লাইফস্টাইলের অভিজ্ঞতা আরও এক ধাপ বাড়াতে আগ্রহী ক্রেতাগণ অনলাইনে স্মার্টফোনটি কিনতে পারবেন। এছাড়াও সারা দেশের বিভিন্ন ব্র্যান্ডশপ থেকে সরাসরি ফোনটি কেনার সুযোগও রয়েছে। তবে, যারা দারাজ এবং পিকাবু থেকে অপো রেনো৫ কিনতে চায়, তারা কোন প্রকার ইন্টারেস্ট ছাড়া ১২ মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবে।

জীবনের প্রতিটি মুহূর্ত আরও ঝকঝকে এবং স্টাইলিশভাবে তুলে ধরতে অপো রেনো৫-এ আছে ৬৪ মেগা পিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে চমৎকার এআই মিক্সড পোট্রেট এবং ডুয়াল-ভিউ ভিডিও ধারণের সুযোগ রয়েছে। এছাড়াও, ৭.৮ মিমি স্লিম বডির রেনো৫-এর ওজন মাত্র ১৭১ গ্রাম। ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধার সাথে স্মার্টফোনর ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি মাত্র ৩১ মিনিটে ৮০% পর্যন্ত চার্জ হয়। ৮ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ জিবি র্যা ম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজযুক্ত এই ফোনটি তরুণদের লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিতভাবে আরও বাড়িয়ে তুলবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

‘চলতি বছরে আইসিটিতে আরো ৫ লাখ মানুষের কর্মসংস্থান’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘২০০৮ সাল থেকে বিগত ১২ বছরে আইসিটি খাতে ১৫ লাখের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি এ সংখ্যা ২০ লাখে পৌঁছবে।’

আজ শনিবার (১৬ জানুয়ারি) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, ‘২০০৮ সাল থেকে বিগত ১২ বছরে আইসিটি খাতে ১৫ লাখের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি এ সংখ্যা ২০ লাখে পৌঁছাবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা কাজে লাগাতে সরকার দক্ষ মানুষ তৈরির ওপর জোর দিয়েছে। ইতোমধ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্লকচেইন, রোবোটিকস, এআই, এআর, ভিআর, ক্লাউড কম্পিউটিং, থ্রিডি প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। গড়ে তোলা হচ্ছে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১২ বছরে দেশে একটি শক্তিশালী আইসিটি ব্যাকবোন তৈরি হয়েছে, যা গ্রাম এলাকা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়েছে। দেশের ৩ হাজার ৮০০ ইউনিয়ন এখন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির আওতায়। ২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। করোনার মধ্যেও গত ১০ মাসে ই-কমার্সে ১ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। আইসিটি ব্যাকবোন তৈরি হওয়ার কারণে করোনা মহামারিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস-আদালত, চিকিৎসা সেবা, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে। পোস্ট কভিড-১৯ পরিকল্পনা করে মন্ত্রণালয়ের জমা দেওয়া হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও (১০ থেকে ১৪ জানুয়ারি) দাম বাড়ার শীর্ষ স্থান দখল করে রেখেছে রবি আজিয়াটা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ারের দাম ছিল ৪৭.৬০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০.১০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২২.৫০ টাকা বা ৪৭.২৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১১৬ কোটি ১৭ লাখ ৪০০ টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ৩৪.৪৬ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১৬২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ২৬.৬২ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ৭৮ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৪.৬৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২২.৩৫ শতাংশ, সামিট পাওয়ারের ২২.০৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২১.০৯ শতাংশ, বিএসআরএম স্টিলের ২০.৪৯ শতাংশ, এপোলো ইস্পাতের ১৮.৬৭ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সে ১৮.৪৫ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লেনদেনের শীর্ষে আর্থিক প্রতিষ্ঠান খাত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১০ থেকে ১৪ জানুয়ারি) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাত। ডিএসইতে মোট লেনদেনের মধ্যে ১৩.১ শতাংশ এ খাত থেকে হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক লেনদেনের শীর্ষ তালিকায় ১২.৩ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রাসায়ন খাত। আর ১০.১ শতাংশ লেনদেন করে লেনদেন তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৯.৬ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৯.৩ শতাংশ, প্রকৌশল খাতে ৮.৪ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৮.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫.৫ শতাংশ, সিমেন্ট খাতে ৫.৪ শতাংশ, বস্ত্র খাতে ৫.১ শতাংশ, মিচ্যুয়াল ফান্ড খাতে ৪.৫ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২.৮ শতাংশ, সেবা খাতে ১.৬ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ১.৩ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, জীবন বিমা খাতে ০.৫ শতাংশ, ট্যানারি খাতে ০.৪ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩ শতাংশ এবং পাট ও পেপার-প্রিন্টিং খাতে ০.২ শতাংশ করে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি কোম্পানিটির ১০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ৪৪টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮০ কোটি ৮৫ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৩৯ কোটি ৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

৫ দিনে ডিএসইতে মূলধন বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৩১ হাজার কোটি টাকা বেড়েছে। তবে এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন কমলেও সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৯৩৪৩ কোটি ৩২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৯৯৫১ কোটি ১৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.১১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১৮৬৮ কোটি ৬৫ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬.১১ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯৯০ কোটি ২৩ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮৭.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৫৭.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭০ হাজার ২৭০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৩১ হাজার ৪৩৯ কোটি টাকা বা ৬.৬৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৮ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বছরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) প্রায় ৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭.৪৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮.৮৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১.৩৭ পয়েন্ট বা ৭.৮৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৬৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২১.৭১ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.৭৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৯৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ২০.১৪ পয়েন্টে, বীমা খাতের ১৮.৩২ পয়েন্টে, বিবিধ খাতের ৫৭.৭৯ পয়েন্টে, খাদ্য খাতের ২১.৮৭ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.২২ শতাংশ, চামড়া খাতের ঋণাত্বক ১৩.৫১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪.৪১ পয়েন্টে, আর্থিক খাতের ৬৪.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫৮.৯৫ পয়েন্টে, পেপার খাতের ৬৩.৫৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৪.৪১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৮.০৭ পয়েন্টে, সিরামিক খাতের ১৩০.৪১ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৪১.৩৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/