পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫% নগদ ও ২৫% বোনাস লভ্যাংশ

pioneer-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৯০ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৩৩ পয়সা।

আগামী ২১ মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দর বৃদ্ধির শীর্ষে জাহিন টেক্সটাইল

zahinস্টকমার্কেট ডেস্ক :

লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে জাহিন টেক্সটাইল লিমিটেডের। সোমবার দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.১০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার শাহজিবাজার পাওয়ারের সর্বশেষ দর ছিল ১৪.৭০ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির দর গিয়ে দাঁড়িয়েছে ১৬.১০ টাকায়। এদিন এ শেয়ার ১৫.৬ থেকে ১৬.১০ টাকায় লেনদেন হয়।

ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে-ইউনাইটেড পাওয়ারের ৬.২২%, ইবনে সিনার ৪.৯৪%, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.২২%, ব্যাংক এশিয়ার ২.৯৬ %, এএফসি এগ্রো বায়োটিকের ২.৫৮%, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ২.৫%, সাউথইস্ট ব্যাংক ফার্স্টি মিউচুয়াল ফান্ডের ২.৫%, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২.২৯% ও এমারেল্ড অয়েলের ২.২৬%।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

অনিবার্য কারণে বোর্ড সভার তারিখ পরিবর্তন

citi bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় এই ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এর আগে সিটি ব্যাংক ২২ এপ্রিল পর্ষদ সভা অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। তবে ব্যাংকটি অনিবার্য কারণেই এই পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে।

বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭১ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল টির বোর্ড সভা মঙ্গলবার

natinal tea-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ন্যাশনাল টি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বাংলাদেশে আট হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইএফসি

ifc-smbdনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়বে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। স্থানীয় মুদ্রায় বন্ডটির মূল্যমান হবে প্রায় আট হাজার কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। এই বন্ডের নাম হবে ‘টাকা বন্ড’। বর্তমানে দেশে ‘ডলার বন্ড’ চালু রয়েছে।

বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে আইএফসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জিং ইয়ং চাইয়ের সঙ্গে গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংক ও আইএমএফের তিন দিনব্যাপী বসন্তকালীন বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রী ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। গত শুক্রবার শুরু হওয়া এই বৈঠক গতকাল রোববার শেষ হয়েছে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বন্ডের ব্যাপারে অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আইএফসির প্রস্তাবেই আমরা সাড়া দিচ্ছি।’

বাংলাদেশে তো এখন পর্যন্ত বন্ড মার্কেট জনপ্রিয় হয়নি, তাই এ উদ্যোগ সফল হবে কীভাবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে অনেক সঞ্চয় আছে। এই বন্ড যাঁরা কিনবেন, বিনিময়ে তাঁরা ভালো সুদ পাবেন।’ এতে সরকার ও আইএফসি উভয় পক্ষেরই লাভ হবে বলে অর্থমন্ত্রী মনে করেন।

অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার থেকে ১০০ কোটি ডলার সংগ্রহ করে বাংলাদেশি টাকায় তা বন্ড আকারে ছাড়তে চায় বিশ্বব্যাংক। তিনি বলেন, বিদেশে ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায় না। এই বন্ডে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাবেন প্রবাসীরা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. ইউনাইটেড পাওয়ার
  2. শাশা ডেনিমস
  3. খুলনা পাওয়ার
  4. ওয়েস্টার্ন মেরিন
  5. ইফাদ অটোস
  6. এসিআই লিমিটেড
  7. এমজেএলবিডি
  8. সাইফ পাওয়ারটেক
  9. অগ্নি সিস্টেমস
  10. গ্রামীণফোন।

ডিএসইতে সূচকের বড় ধরনের পতন

indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দিত্বীয় কার্যদিবস সোমবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের পতন হয়েছে। এদিন লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন ৪৬০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল সেখানে ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়। এরআগের দিন গত বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছে ৪৩০৮ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩১১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৩৬ টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, শাশা ডেনিমস, খুলনা পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, ইফাদ অটোস, এসিআই লিমিটেড,  এমজেএলবিডি,  সাইফ পাওয়ারটেক,  অগ্নি সিস্টেমস এবং গ্রামীণফোন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ এপ্রিল

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল সোমবার বিকেল ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ এপ্রিল

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল সোমবার বিকাল ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১৫% বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

তারল্য সঙ্কট কাটিয়ে উঠছে শেয়ারবাজার

dseনিজস্ব প্রতিবেদক :

লেনদেনে খরা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশের দুুই শেয়ারবাজার। প্রতিদিনই আগের দিনের তুলনায় শেয়ারবাজারে বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন। গতকাল টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত রয়েছে। এদিকে দীর্ঘদিন পর ধীরে ধীরে শেয়ারবাজারে তারল্য সঙ্কট কাটিয়ে লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় নতুন করে আশা জাগে বিনিয়োগকারীদের মাঝে।

গতকাল ডিএসইতে ৫৬৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি। এর আগে গত বৃহস্পতিবার ডিএসইতে ৫৩৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়। উল্লেখিত দু’দিন চলতি বছরের প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ আর্থিক লেনদেন।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতা আগের তুলনায় অনেকটা কমে যাওয়ায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে নতুন করে অনেকে বিনিয়োগ শুরু করায় বাজারে প্রাণ ফিরে পেয়েছে। পাশাপাশি ব্যক্তি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করায় বাজারে লেনদেন বাড়তে শুরু করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর