কেডিএসের শেয়ার বিওতে পাঠালো সিডিবিএল

cdblস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি আইপিও সম্পন্ন করা কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ১২ অক্টোবর সোমবার লটারির মাধ্যমে নির্বাচিত বিনিয়োগকারীদেরকে এই শেয়ার দিয়েছে কোম্পানিটি।

এর আগে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন চালু করার জন্য তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এখন লেনদেন শুরুর অপেক্ষায় আছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্টক ডিলার সনদ পেলো দোহা সিকিউরিটিজ

bsecস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দোহা সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে দোহা সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

দোহা সিকিউরিটিজের স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ নম্বর হলো: আরইজি-৩.১/ডিএসই-১২৭/২০১২/৪৯৫ তাং ৮ মার্চ ২০১২। প্রতিষ্ঠানটির ডিএসই সদস্য নং হলো-১২৭ এবং ছয় সংখ্যার আইডি হলো: ডিএলআরডিওএইচ (সংখ্যায়-২০০১২৭)।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ফাইন ফুডসের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

fineস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস কিশোরগঞ্জ জেলার কটিয়াডির মনোডলবাগে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটির হেড অফিসটি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সই থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা ১৭ অক্টোবর

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে চারটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

বিএসআরএম স্ট্রিলস লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই সময় কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১১ কোটি ৬০ লাখ ৩০ হাজার। শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৭৪ পয়সা। শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ৫৪.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয়দিনে সব সূচক বেড়েছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, সোমবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১৭৮.২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১০৮.৬৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৩০.৩৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১৬.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৬.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকা। রবিবার হয়েছিল ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। বৃহস্পতিবার হয়েছিল ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ারের লেনদেন। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ও মোজাফ্ফর স্পিনিং।

সিএসইতে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক
  2. মোজাফ্ফর স্পিনিং
  3. বেক্স ফার্মা
  4. লাফার্জ সুরমা
  5. ব্র্যাক ব্যাংক
  6. ট্রাস্ট ব্যাংক
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  8. প্রিমিয়ার সিমেন্ট
  9. সিটি ব্যাংক
  10. সাইফ পাওয়ারটেক।

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সহ অন্যান্য সূচক বেড়েছে। এই দিন সূচক বৃদ্ধির সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.০২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৮.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৮.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবস রবিবার লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। টাকার অংকে রবিবারের চেয়ে আজ সোমবারের লেনদেন ৭৭ কোটি ৯৯ লাখ ৩২ হাজার টাকা বেশী।

ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬ টির দাম বেড়েছে, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, মোজাফ্ফর স্পিনিং, বেক্স ফার্মা, লাফার্জ সুরমা, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রি, প্রিমিয়ার সিমেন্ট, সিটি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পাইওনিয়ার ইন্সুরেন্সের বোর্ড সভা ২১ অক্টোবর

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা চারটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)১.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিএসআরএম স্টিলসের বোর্ড সভা ১৭ অক্টোবর

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা  চারটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

বিএসআরএম স্টিলস লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। একই সময় কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১২৩ কোটি ৯২ লাখ ২০ হাজার। শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস)৩.৬৩ টাকা। শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ২৫.৩৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে সাইফ পাওয়ারটেক

saifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের সাইফ পাওয়ারটেক লিমিটেড আগামী ১৩ ও ১৪ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার ও ১৪ বুধবর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ১৫ অক্টোবর বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারিদের জন্য ২৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ