হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হাকিমপুরী জর্দায় যে লটের পণ্যে ক্ষতিকারক লেড, কেডমিয়াম, ক্রমিয়াম পাওয়া গেছে সেই লটের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেয়ার আদেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।

সোমবার বিকালে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মেহদী পাভেল সুইট এই আদেশ দেন।

এর আগে দুপুরে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান বিশুদ্ধ খাদ্য আদালতে মালিকের বিরুদ্ধে মামলা করে। এতে হাকিমপুরী জর্দার মালিক হাজী কাউস মিয়াকে আসামি করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, গত ৭ নভেম্বর হাকিমপুরী জর্দার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা যায় তাতে হেভিমেটাল- লেড, কেডমিয়াম, ক্রমিয়াম রয়েছে। যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

এছাড়া এই জর্দা গ্রহণকারীর হাড় ক্ষয়, কিডনি ও লিভারের সমস্য, চর্মরোগসহ নানা রোগ হওয়ার শঙ্কা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বারিধারা ডিওএইচএসে শেফার্ড ইন্ডাস্ট্রিজের এজিএম

shepardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের ষ্থান নির্ধারণ করা হয়েছে বারিধারা ডিওএইচএসে ।

কোম্পানির ১৮তম এই এজিএমটি আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রেকর্ড ডেটসহ এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিভিও পেট্রোর এজিএমের সময় ও স্থান পরিরর্তন

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো রিফাইনারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও স্থান পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএমটি আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ৩৪তম এই এজিএমের সময় ও স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজিএমটির স্থান নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামে পঞ্চলাই পুলিশ স্টেশনের পাশে অবস্থিত শায়লা স্কয়ারে। যা আগে নির্ধারণ করা হয়েছিল চট্টগ্রামে পঞ্চলাইয়ে কোম্পানিটির অফিসের সামনে।

অন্যদিকে আগে এজিএমটির দিন নির্ধারণ হয়েছিল বেলা ১১টায়। অনিবার্যকারণ বশত এজিএমটির এই সময় বেলা সাড়ে ১০ টায় পরিবর্তন করা হয়।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাটা সু’র ১ম প্রান্তিকের বোর্ড সভা ১২ ডিসেম্বর

logo-bataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১৭ ডিসেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২ টা ৩৫ মিনিটে রাজধানীতে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

 

  1. স্কয়ার ফার্মা
  2. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  3. ড্যাফোডিলস কম্পিউটারস
  4. বিএটিবিস
  5. ন্যাশনাল টিউবস
  6. বীকন ফার্মা
  7. ব্র্যাক ব্যাংক
  8. প্রিমিয়ার ব্যাংক
  9. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  10. রেকিট বেনকাইজার বিডি লিমিটেড।

ডিএসইতে ২৭৫ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ২৯ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৪৯ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৯.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩ টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –স্কয়ার ফার্মা, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিলস কম্পিউটারস, বিএটিবিস, ন্যাশনাল টিউবস, বীকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও রিকিট বেনকাইজার বিডি লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮২৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৫ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে পদ্মা ওয়েল ও এসকে ট্রিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জনগণের সম্পদ দখলদারদের সুখে রাখবে না দুদক

Dudak-chairস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখে রয়েছেন, তাদের বলতে চাই- দুদক সে ব্যবস্থা রাখবে না। তারা যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে। তাদের অবৈধ অর্জন দুদক শান্তিতে ভোগ করতে দেবে না।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার সকালে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধান কোনো প্রতিষ্ঠান, সরকার বা গোষ্ঠীর পক্ষে একা সম্ভব নয়।

সব শ্রেণী-পেশার মানুষ যদি পূর্ণ আন্তরিক হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব।

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে।

স্টকমার্কেটবিডি.ক

দ্যা ইবনে সিনার নমিনী পরিচালক শেয়ার কিনবে

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের একজন নমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

মো: আতাউর রহমান ইবনে সিনা ট্রাষ্টের প্রতিনিধিত্ব করছেন। এই উদ্দ্যোক্তা ২০০০টি শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

এ্যাক্টিভ ফাইনের বোর্ড সভা আহবান

activeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এ্যাক্টিভ ফাইন লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১২ ডিসেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিচ হ্যাচারির ১ম প্রান্তিকের বোর্ড সভা ১১ ডিসেম্বর

BEATCH-SMBDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১১ ডিসেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ