বিডি ওয়েল্ডিংয়ের নো ডেভিডেন্ট ঘোষণা

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৫৯ টাকা। কোম্পানিটির সম্পদ মূল্য হয়েছে ১৩.৭৮ টাকা।

কোম্পানির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৩ জুন। এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিডি ওয়েল্ডিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোড লিমিটেড কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এই কোম্পানি সমাপ্ত ২০১৫ অর্থবছরে নো লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পরিবর্তিত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকা ৪ মে থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১০ মে

nitol-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ মে বেলা ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

এভেন্সি টেক্সটাইলের আইপিও আবেদন ০২ হতে ১২ মে

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

সদ্য অনুমোদন পাওয়া কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারের জন্য আবেদন জমা নেওয়া ২ মে হতে ১২ মে পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বিএসইসির ৫৫৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছাড়বে ইভেন্স টেক্সটাইল। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও অবেদনে শেয়ার হোল্ডারদের ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৭.৬২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ও সূচকের পতন অব্যাহত

bbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা দেওয়ার ঘোষণাও বাজারের দরপতন ঠেকাতে পারছে না। ধারাবাহিক দরপতনে দেশের শেয়ারবাজারের সূচক আবারও তলানিতে নেমে এসেছে। গত ১৫ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় পৌনে ৩০০ পয়েন্ট কমেছে। আর সাত দিন ধরে একটানা দরপতন চলছে বাজারে।

পতন ঠেকাতে গত বুধবার শেয়ারবাজারের জন্য নীতি সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগসীমা সমন্বয় করতে গিয়ে যাতে বাজারে শেয়ার বিক্রির চাপ তৈরি না হয়, সে জন্য এ নীতি সহায়তার ঘোষণা দেওয়া হয়। তাতে শেয়ার বিক্রি না করেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের পথ বাতলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই এ সিদ্ধান্ত নিতে হয় কেন্দ্রীয় ব্যাংককে। কিন্তু তাতেও পতন থামেনি শেয়ারবাজারে।

নীতি সহায়তার ওই ঘোষণার পরও দরপতন অব্যাহত রয়েছে। গতকাল সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ১৭১ পয়েন্টে। এর ফলে সূচকটি ফিরে গেছে এক বছর আগের অবস্থানে। সর্বশেষ গত বছরের ৭ মে ডিএসইএক্স ৪ হাজার ১২২ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০ ব্যাংকের মধ্যে মাত্র ১০টি ব্যাংকের নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ রয়েছে। সেই ১০টি ব্যাংককে শেয়ার বিক্রি না করে বিনিয়োগ সমন্বয়ের ‘বিশেষ সুবিধা’ দেবে বাংলাদেশ ব্যাংক। সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়িয়ে এ সুবিধা নিতে পারবে ব্যাংকগুলো। তার জন্য ব্যাংকের দিক থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এ জন্য আলাদা করে কোনো নির্দেশনা জারি করবে না।

গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

একমি ল্যারেটরিজের লটারি ড্র ১৫ মে

acmeeস্টকমার্কেট ডেস্ক :

একমি ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। তবে অনুষ্ঠানের স্থান ও সময় নির্ধানণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আবেদন গ্রহণ শুরু হয় গত ১১ এপ্রিল। তা চলে ২১ এপ্রিল পর্যন্ত। সাধারণ বাংলাদেশি এবং প্রবাসী বিনিয়োগকারীরা এ সময়ের মধ্যে কোম্পানিটির আইপিও শেয়ার কেনার জন্য নিজ নিজ ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে আবেদন ও চাঁদা জমা দিতে বলা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একমি ল্যাবরেটরিজের আইপিও অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়। বুক বিল্ডিং পদ্ধতির পুরনো বিধি অনুযায়ী, ইলেট্রনিক বিডিং প্রক্রিয়ায় এর শেয়ারদর নির্ধারিত হয়েছে ৮৫ টাকা ২০ পয়সা। নতুন বিধি অনুযায়ী ১০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারী ও প্রবাসীদের কাছে শেয়ার বিক্রির নির্দেশ দিয়েছে বিএসইসি। এতে কোম্পানিটির শেয়ারদর নির্ধারিত হয়েছে ৭৭ টাকা।

এদিকে আইপিওতে একমির ৫ কোটি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কোটা বরাদ্দ ছিল ২ কোটি শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের কোটা বরাদ্দ ছিল ৩ কোটি। নিয়ন্ত্রক সংস্থা এখানেও সংশোধন এনেছে। সাধারণ ও প্রবাসীদের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে ২ কোটি শেয়ার। বাকি ৩ কোটি শেয়ার পাবেন ইলেকট্রনিক বিডিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

গত ৫ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী একমি ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭ পয়সা। গত বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ইপিএস ছিল ৫ টাকা ৭০ পয়সা। এনএভি বা নিট সম্পদ মূল্য ৭০ টাকা ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ