এফবিসিসিআইতে নতুন সিইও, ডেপুটি সিইও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন শীর্ষ দুই নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ী সমিতি ও চেম্বারগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ মাহফুজুল হক ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে এস এম ফেরদৌস যোগ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহফুজুল হক ৩৪ বছরের বেশি সময় ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন।

তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদানের পরের বছর কমিশনপ্রাপ্ত হন। ২০১৯ সালের আগস্টে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।

তিনি ওমানে বাংলাদেশ দূতাবাস লেবার কাউন্সেলর হিসেবে এবং সিয়েরা লিয়নে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কিন শেয়ারবাজারের নিষিদ্ধ হতে পারে চীনা কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের তদারকিতে আর্থিক অডিট করানো না হলে কোনো বিদেশি কোম্পানিকে আর মার্কিন স্টক এক্সচেঞ্জের তালিকায় রাখা হবে না। বুধবার এই বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। এর ফলে চীনের কোম্পানিগুলোর কাছে মার্কিন স্টক এক্সচেঞ্জের দরজা বন্ধ হয়ে যেতে পারে। কারণ, চীনা সংস্থাগুলো বাইরের কোনো দেশের তদারকিতে অডিট করায় না। তাই তারা সিদ্ধান্ত বদল না করলে মার্কিন শেয়ার বাজারের তালিকায় চীনা কোম্পানিগুলো থাকতে পারবে না। বিশেষজ্ঞদের বক্তব্য, চীনের উপর চাপ দেয়ার জন্যই এই বিল পাস করেছে যুক্তরাষ্ট্র।

সংসদের দুই কক্ষে পাস হওয়া বিলটির নাম দ্য হোল্ডিং ফরেন কোম্পানিস অ্যাকাউন্টেবেল অ্যাক্ট। এবার তা অনুমোদনের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। তিনি সই করলেই আইন চালু হয়ে যাবে। আর গত চার বছর ধরে চীনকে চাপে রাখার নীতি নিয়ে চলা ট্রাম্প যে বিলটিতে সই করবেন তা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত নেই।
বিলে বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলো যদি মার্কিন স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হতে চায়, তা হলে ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(এসইসি) বেঁধে দেয়া নিয়ম মানতে হবে। বিল অনুযায়ী, এসইসি-র তদরকিতে কোম্পানির অডিট না হলে মার্কিন স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করা যাবে না।

যদিও এখানে সব বিদেশি কোম্পানির কথা বলা হয়েছে, তবে মার্কিন কংগ্রেস সদস্যরা বিতর্কের সময় যা বলেছেন, তা থেকে পরিষ্কার, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো চীনের কোম্পানিগুলো। তাদের চাপে রাখতেই এই আইন পাস করানো হয়েছে। চীনের কোম্পানিগুলিকে জানাতে হবে, সে দেশের কমিউনিস্ট পার্টির কোনো কর্মকর্তা বোর্ড সদস্য হিসাবে আছেন কিনা।

অধিকাংশ বিদেশি কোম্পানিই এসইসি-র তদারকিতে অডিট করায়। কিন্তু চীনা আইন অনুসারে কোনো চীনা কোম্পানি বিদেশে এই ধরনের অডিট করাতে পারে না। ফলে কোম্পানি সম্পর্কে খুব বেশি তথ্য যুক্তরাষ্ট্রের স্টক রেগুলেটারদের হাতে থাকে না। দীর্ঘদিন ধরে এ নিয়ে এসইসি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অডিট করা নিয়ে চুক্তি হয়েছিল। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র অভিযোগ করে, চীনা সংস্থাগুলো প্রয়োজনীয় নথি জমা দেয়নি। সূত্র : ডয়চে ভেলে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রেমিট্যান্সের প্রণোদনায় শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একবারে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার ক্ষেত্রে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিট্যান্স প্রেরণকারীর পরিবর্তে এখানকার সুবিধাভোগী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই চলবে। আর রেমিট্যান্স প্রেরণকারী ও আহরণকারী ব্যাংক একই হলে ওই ব্যাংককই রেমিটারের কাগজপত্র সংগ্রহ ও যাচাইয় সম্পন্ন করে সুবিধাভোগিকে প্রণোদনা দেবে।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, পাঁচ হাজার মার্কিন ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার ক্ষেত্রে বিদেশি এপচেঞ্জ হাউজ থেকে রেমিটারের কাগজপত্র পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম শিথিল করে এখানকার সুবিধাভোগি ব্যাংক শাখায় রেমিটারের কাগজপত্র জমা দেওয়ার বিধান করা হলো। ব্যাংক দ্রুত নগদ সহায়তার অর্থ ছাড় করার জন্য নিজ দায়িত্বে ওই কাগজপত্র যাচাই করে রেমিট্যান্স বিদেশি ব্যাংকের কাছে কনফার্মেশন পাঠাবে। উক্ত কনফার্মেশনের ভিত্তিতে এখানকার ব্যাংক দ্রুত নগদ সহায়তা ছাড় করবে।

বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহিত করতে ২০১৯-২০ অর্থবছর থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। তবে একবারে কেউ পাঁচ লাখ টাকা বা ৫ হাজার ডলার সমপরিমাণ অর্থ পাঠালে ওই দেশে আয়ের উৎসসহ কিছু কাগজ দিতে হয়। এখন সেসব শর্ত শিথিল করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিএসআরএমকে ২৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এইচএসবিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এইচএসবিসির কাছ থেকে ২৯ মিলিয়ন ডলারের বিশেষ ধরনের ঋণ নিতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিডেট।

বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এইচএসবিসি এ ধরনের ঋণকে বলে ‘সাসটেইনেবিলিটি লিংকড লোন’। কম কার্বন নিঃসরণের মাধ্যমে পরিবেশ রক্ষা করবে, এমন বাণিজ্যিক প্রকল্পে এই ঋণ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী বিএসআরএম পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে দক্ষতা অর্জনসহ নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে ওই ঋণের সুদ ১ শতাংশ হারে কমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ আহমেদ আলী, বিএসআরএম চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, এইচএসবিসি ব্যাংকের সোশাল ও কর্পোরেট গভরনেন্স (ইএসজি) সল্যিউশনস ব্যবস্থাপনা পরিচালক জনাথান ড্রিউ এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবউর রহমান ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইচএসবিসি এর আগে স্কয়ার গ্রুপের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে ১১ কোটি ৮০ লাখ ডলার ‘সাসটেইনেবিলিটি লিংকড লোন’ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ২৮ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রেনেটা ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ডোমিনেজ স্টিল, ইস্টার্ণ ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, হামিদ ফেব্রিক্স, ইফাদ অটোস, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, ম্যারিকো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, মুন্নু অ্যাগ্রো মিলস, মুন্নু সিরামিক, এনসিসি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসকে ট্রিমস ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেফতার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

হবিগঞ্জে গ্রাহকের এককালীন আমানত এফডিআরের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হক সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মতিঝিল থেকে স্থানীয় পুলিশের সহায়তায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

আটককৃত মাহমুদুল হক হবিগঞ্জ সদর উপজেলার মশাজান এলাকার বাসিন্দা।

ওসি ইকবাল হোসেন জানান, ২০১৩ সালে মাধবপুর পৌর এলাকার ব্যবসায়ী মো. আদিল হোসেন এবি ব্যাংক মাধবপুর শাখায় ৮৫ লাখ টাকার একটি এফডিআর করেন। তখন এবি ব্যাংকের মাধবপুর শাখার ব্যবস্থাপক ছিলেন সৈয়দ মাহমুদুল হক। তিনি ওই ব্যবসায়ীর এফডিআরের ৮৫ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে নেন।

এরই মধ্যে সৈয়দ মাহমুদুল হক এবি ব্যাংকের মাধবপুর শাখা থেকে বদলি হয়ে হবিগঞ্জ প্রধান শাখায় চলে আসেন। সম্প্রতি ওই ব্যবসায়ী এফডিআর ভাঙতে গেলে তিনি দেখেন ব্যাংকে তার কোন টাকা নেই।

এ ঘটনায় এবি ব্যাংকের মাধবপুর শাখার বর্তমান ম্যানেজার লিয়াকত আলী বাদি হয়ে গত ১ ডিসেম্বর সৈয়দ মাহমুদুল হককে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযানে নামে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মতিঝিল থেকে স্থানীয় পুলিশের সহায়তায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিদেশে শাখা খুলতে পারবে ট্রাভেল এজেন্সিররা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর ও বিদেশে শাখা খোলার প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ শীর্ষক বিলটি পাসের প্রস্তাব করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হলে ট্রাভেল এজেন্সিগুলো সরকারের অনুমোদন নিয়ে দেশে-বিদেশে শাখা অফিস খুলতে পারবে। বর্তমানে কোন অপরাধের জন্য ট্রাভেল এজেন্সিকে জরিমানার সুযোগ নেই। কর্তৃপক্ষ তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করে। আইনটি সংশোধন হলে জরিমানার সুযোগ পাওয়া যাবে। ট্রাভেল এজেন্সিগুলো যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন করতে না পারলে পরবর্তী ছয় মাসের মধ্যে জরিমানা দিয়ে আবেদন করতে পারবে।

বর্তমান আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করলে ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল হয়ে যেতো। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাস জেল, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। এছাড়া ট্রাভেল এজেন্সি ঠিকানা পাল্টাতে সরকারের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে প্রস্তাবিত আইনে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার সম্পর্কে ও বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের ৭১৪ কোটি টাকার সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া ও প্রকল্প বাস্তবায়নের অনিয়ম ও দুর্নীতি অভিযোগ নিয়ে আগামী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ফলাফল প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদনের লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনলাইনে এই লটারী ড্র অনুষ্ঠিত হয়। লটারীর ফলাফল ও বিজয়ীদের তালিকা দেখতে ক্লিক করুন………..

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার তুলনায় ২৯.২১গুণ বেশি জমা পড়েছে। এজন্য লটারির মাধ্যমে বাছাই করে আইপিও শেয়ার বন্টন করবে বিমাটি।

বিমাটির আইপিও আবেদন জমা নেওয়া হয় গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত।

এসময়ের মধ্যেই আগ্রহী বিনিয়োগকারীরা এই আইপিও আবেদন করতে প্রতি লট শেয়ারের দাম ৫০০০ টাকা হিসাবে জমা দেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর ৭৪১তম নিয়মিত সভায় এই কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআর এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী বিমাটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর পূন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। যা পুনমূল্যায়ন ছাড়া ২৪.৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. বেক্সিমকো লিমিটেড
  2. রিপাবলিক ইন্স্যুরেন্স
  3. বেক্সিমকো ফার্মা
  4. নিটল ইন্স্যুরেন্স
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. প্রগতি ইন্স্যুরেন্স
  7. আমান ফীড
  8. সিলভা ফার্মাসিউটিক্যালস
  9. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
  10. ন্যাশনাল ফীড মিল লিমিটেড।

সূচকের বড় উত্থানে দিনের শেষ লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে সূচক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন সামান্য বাড়লেও সূচকের অনেকটা উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ৮৪১ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৬টির। আর দর অপরিবর্তিত আছে ৯৩ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রগতি ইন্স্যুরেন্স, আমান ফীড, সিলভা ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ন্যাশনাল ফীড মিল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ১০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেড ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম