শেষ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরের মেয়াদ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার। দ্বিতীয় মেয়াদে বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। ফলে এই মেয়াদে এদিনই তিনি শেষ অফিস করেছেন।

এদিকে সরকার বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে গভর্ণর
পদে ফজলে কবিরের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে। কিন্তু আইন সংশোধন করতে না পারায় তা কার্যকর করা যাচ্ছে না। এ কারণে আগামী শনিবার থেকে গবর্নরের পদটি শূন্য হয়ে যাচ্ছে।

ফলে আগামী শনিবার থেকে নতুন মেয়াদে ফজলে কবিরকে নিয়োগ না দেয়া পর্যন্ত গবর্নরের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্ণর-১ এস এম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্ণর-২ আহমেদ জামাল।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ওই দুই ডেপুটি গভর্ণরের কাছে। চিঠির অনুলিপি ফজলে কবিরের কাছেও পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের অনুপস্থিতে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র জানায়, এ নির্দেশনা পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ডেপুটি গভর্ণর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে গভর্ণর তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ডেপুটি গভর্ণর এস এম মনিরুজ্জামান প্রতিদিনের ডাক ফাইল দেখবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে ডেপুটিরা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। প্রয়োজনে এসব বিষয়ে পরবর্তীতে গভর্ণরের অনুমোদন নেবেন।

সূত্র জানায়, গভর্ণর পদে ফজলে কবিরের মেয়াদ আরও এক দফা বাড়ানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়স হলে কেউ গভর্ণর পদে থাকতে পারেন না। শুক্রবার বর্তমান গভর্ণরের বয়স ৬৫ বছর পূর্ণ হচ্ছে। যে কারণে শুক্রবারই তার শেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ইতিমধ্যে সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ৬৭ বছর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর পদে থাকা যাবে। ইতিমধ্যে মন্ত্রিসভা এই আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে। এখন সংসদে এটি বিল আকারে পাশ করা হবে। এরপরে এ মেয়াদ বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এটি আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

জরিমানা ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

Dcc2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জরিমানা আর সারচার্জ ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসির পক্ষ থেকে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি জরিমানা ছাড়াই পরিশোধের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/

জুন মাসে ভারতীয় পণ্যবাহী ট্রেন চলাচলে রেকর্ড

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা পরিস্থিতির মধ্যেই সদ্য বিগত জুন মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের রেকর্ড হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুন মাসে বাংলাদেশ রেলওয়ে ও ইন্ডিয়ান রেলওয়ের ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।

ইন্ডিয়ান রেলওয়ে ১০৩টি পণ্যবাহী ট্রেনে বাংলাদেশকে পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধানবীজ, চিনি ও বিভিন্ন তৈরি পণ্য হস্তান্তর করেছে।

এই প্রথমবারের মতো দুই দেশের রেলওয়েতে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচল করে রেকর্ড গড়েছে। করোনা মহামারি ও লকডাউনের মধ্যে দুই দেশের ট্রেনে পণ্য আনা-নেওয়া বেড়েছে।

সাম্প্রতিক সময়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ একাধিক ভিডিও কনফারেন্সে রেল মন্ত্রণালয়, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে দুই দেশের মধ্যে রেলে পণ্য আনা-নেওয়া সহজীকরণের ব্যাপারে অনুরোধ জানান।

স্টকমার্কেটবিডি/আর

রহিমা ফুডের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

rahimaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের প্রতিষ্ঠান রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ৬ জুলাই আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

গ্লাক্সোস্মিথ ক্লিনের নতুন নাম ইউলিভার কনজিউমার

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সোস্মিথ ক্লিনের নতুন নাম ইউলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি গ্লাক্সোস্মিথ ক্লিনের সব শেয়ার ক্রয় করেছে ইউলিভার গ্রুপ। গ্রুপটি নিজেদের মালিকানাধীন এই কোম্পানির নাম পরিবর্তন করে ইউলিভার কনজিউমার কেয়ার লিমিটেড করেছে।

নতুন এই নামটি ইতিমধ্যে আরজেএসসি কর্তৃক অনুমোদনও নিয়েছে কোম্পানিটি। আসন্ন বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে।

এজন্য কোম্পানিটি আগামী ১৬ আগষ্ট একটি ইজিএম আহবান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  3. ওয়াটা কেমিক্যালস
  4. ইন্দো বাংলা ফার্মা
  5. গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ
  6. সেন্ট্রাল ফার্মা
  7. যমুনা ব্যাংক
  8. মবিল যমুনা
  9. ফার্মা এইডস
  10. আল আরাফাহ ব্যাংক লিমিটেড।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন সেখানে কমেছে সবগুলো সূচক। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫৫৫ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ২১৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওয়াটা কেমিক্যালস, ইন্দো বাংলা ফার্মা, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ, সেন্ট্রাল ফার্মা, যমুনা ব্যাংক, মবিল যমুনা, ফার্মা এইডস ও আল আরাফাহ ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ জেনারেল ইন্স্যূরেন্সের এজিএমের দিন পরিবর্তন

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। বিমার এজিএমটি আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমার পরিচালনা বোর্ডের সভায় ৩৫তম এই এজিএমের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্যকারণ বশত এই এজিএমটির দিন পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএমের তারিখ নির্ধারণ করা হয় গত ২৮ এপ্রিল। এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুনাফা থেকে লোকসানে নূরানী ডায়িং

nuraniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২১ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.২৪ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.৫৪ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৭.২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/ইএস