ওরিয়ন ইনফিউশনের এজিএমের সময় রেকর্ড ডেট পরিবর্তন

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) সময় ও রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির এজিএম ১৫ ডিসেম্বর সকাল ১০:৪৫ টায় বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। অন্যদিকে এজিএমের রেকর্ড ডেট ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে রেকর্ড ডেট ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। আর এজিএমের সময় সকাল সোয়া ১০টায় নির্ধারণ করেছিল কোম্পানিটি।

সম্প্রতি এই কোম্পানি ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/

জামিন পেলেন ড. ইউনূস

124545_bangladesh_pratidin_dr_muhammad-yunusস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রেফতা‌রি প‌রোয়ানা জারির প্রে‌ক্ষি‌তে আদাল‌তে আত্মসমর্পণ করার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আদালত ১০ হাজার টাকা মুচ‌লেকায় একজন আইনজীবী ও স্থানীয় জা‌মিনদা‌রের জিম্মায় তার জা‌মিন মঞ্জুর ক‌রেন।

এর আগে ২৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এছাড়া বিমানবন্দরে নামার পর থেকে তাকে ৭ নভেম্বর পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/

দুর্বল বিনিয়োগ ও সুশাসনের অভাব শেয়ারবাজারের সমস্যা : সিপিডি

cpdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থসংকট শেয়ারবাজারের মূল সমস্যা নয় বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির মতে, দুর্বল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাঠামো এবং করপোরেট সুশাসনের অভাব শেয়ারবাজারের প্রধান সমস্যা।

রবিবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সিপিডি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিশেষ ফেলো মুস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, শেয়ারবাজারে দুষ্টচক্রের আনাগোনা বেড়েছে। এর ফলে ক্রমাগতভাবে পতন হচ্ছে সূচকের। দুর্বল আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব), অস্বচ্ছ বার্ষিক প্রতিবেদন, বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্টের অপর্যাপ্ত স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ কার্যক্রম অস্থিতিশীল করে তুলেছে শেয়ারবাজারকে। এসব সমস্যা সমাধানে কোম্পানিগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিকল্প নেই। এছাড়া নীতিনির্ধারণী সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করছে কিনা এ বিষয়ে প্রশ্ন রয়েছে।

অনুষ্ঠানে বলা হয়, আমাদের সামনে সব সময় ২৭ লাখ অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রকৃত চিত্র আসলে ভিন্ন। বর্তমানে শেয়ারবাজারের মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা ৬৬ লাখের বেশি। প্রতিবছর যে হারে বিও অ্যাকাউন্ট বাড়ছে সে হারে বিনিয়োগ বাড়ছে না। সুতরাং নতুন নতুন অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ারবাজার থেকে তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এই সমস্যা সমাধানে বিও অ্যাকাউন্ট খোলার জন্য টিআইএন নম্বর (কর শনাক্তকারী নম্বর), জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করার পরামর্শ দেয় সিপিডি।

স্টকমার্কেটবিডি.কম/

দুই ফান্ডের ট্রাষ্টি সভা ১১ নভেম্বর

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়্যাল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ড দুইটির ট্রাস্টি সভা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ফান্ড দুইটির ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ফান্ডগুলো হচ্ছে-

এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ১১ নভেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ১১ নভেম্বর দুপুর ২টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল টিউবস
  2. নর্দার্ণ জুট মেনুফেকচারিং
  3. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  4. স্টাইল ক্রাফট
  5. ফরচুন সুজ
  6. ভিএফএস থ্রেডস
  7. ফার্মা এইডস
  8. মুন্নু জুট স্টাফলার্স
  9. প্রিমিয়ার ব্যাংক।

সূচক বাড়লে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বেড়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রবিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৯৭ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৭৯ কোটি ৪৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৫ কোটি ৪৩ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন দিনেশেষে লেনদেনের এগিয়ে রয়েছে ন্যাশনাল টিউবস, নর্দার্ণ জুট মেনুফেকচারিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্টাইল ক্রাফট, ফরচুন সুজ, ভিএফএস থ্রেডস, ফার্মা এইডস, মুন্নু জুট স্টাফলার্স ও প্রিমিয়ার ব্যাংক।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩০০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/

কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আহবান

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রি  লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর  আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৪ টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আর্গন ডেনিমসের ১ম প্রান্তিকের বোর্ড সভা ৯ নভেম্বর

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

হাক্কানি পাল্পের ২% লভ্যাংশ ঘোষণা

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন শিল্প খাতের কোম্পানি হাক্কানি পাল্প লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৮.৮৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৬ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

এস আলম কোল্ড রি রোলিং স্টিলসের লভ্যাংশ

s alomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি এস আলম কোল্ড রি রোলিং স্টিল মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার  অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৯.৪৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ৬ জানুয়ারি । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ