সিএসইতে লেনদেন ৩১ কোটি টাকা

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহষ্পতিবার দিন শেষে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩১ কোটি টাকা। এ দিন কমেছে সবগুলো মূল্যসূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে ১০১৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ৩১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার হয়েছিল ৪৪ কোটি ১ লাখ টাকার লেনদেন। এ হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১১৭ টির এবং ২৯ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কমেছে সব ধরণের সূচক। এদিন লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা। যা আগের দিন দাঁড়িয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০১ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪২ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১৪৭ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে –ইউনাইটেড এয়ার, ইফাদ অটোস, বিএসআরএমলি, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামেলিটেক্স, সাইফ পাওয়ার, গ্রামীনফোন লিমিটেড ও সামিট পোর্ট এলায়েন্স।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রংপুর ডেইরির দর বাড়ার তথ্য নেই

rang-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস্ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের দর বাড়ার তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ কার্যদিবসে রংপুর ডেইরির শেয়ার দর বেড়েছে প্রায় ২.৯০ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ১০.৫০ টাকা এবং আজ ১৮ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৩.৪০ টাকা। আজ বৃহস্পতিবার এ শেয়ার সর্বোচ্চ ১৩.৫০ টাকায় লেনদেন হয়।

গত ৪ কার্যদিবসে টানা শেয়ারটির দর বেড়েছে। আর শেয়ারটির দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এনসিসি ব্যাংক পরিচালকের ৪ দফায় শেয়ার ক্রয়

ncc1-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক অল্প কিছুদিনের ব্যবধানে আবারো শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খন্দকার জাকারিয়া মাহমুদ নামে ব্যাংকের এক উদ্যোক্তা এবার ১ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদেরে তিনি এ সব শেযার ক্রয় করবেন।

এ মাসেই তিনি আরো তিন দফায় মোট ৩ লাখ ৮৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেন। গত ১৭ জুন জাকারিয়া মাহমুদ ১ লাখ ৩০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেন। এর আগে গত ১৭ জুন তিনি আরো ১ লাখ ৩০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেন এবং তারও আগে ২ জুন তিনি ১ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মিরাকলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৩ কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে প্রায় ২ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ১২.৫০ টাকা এবং গত ১৭ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪.২০ টাকা। আজ বৃহস্পতিবার এ শেয়ার সর্বোচ্চ ১৫ টাকায় লেনদেন হয়।

গত ৩ কার্যদিবসে টানা শেয়ারটির দর বেড়েছে। আর শেয়ারটির দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ফ্যামিলিটেক্সের এমডির ১.৩৯ কোটি শেয়ার বিক্রি

familyনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ কোম্পানিটির ১ কোটি ৩৯ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি ডিএসই ও সিএসইতে অনুমোদন সাপেক্ষে তিনি এসব শেয়ার বিক্রি করেন।

চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, কােম্পানিটির উদ্যোক্তা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ চলতি জুন মাসে তিন ধাপে মোট ১ কোটি ৩৯ লাখ শেয়ার বিক্রয় করেন। তার হাতে থাকা মোট ৪ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার শেয়ারের মধ্যে হতে তিনি এসব শেয়ার বিক্রি করেন।

প্রথমবার গত ২ জুন কােম্পানিটির এমডি মো. মোরশেদ ১৯ লাখ শেয়ার বিক্রয় করেন। এর পর গত ১৪ জুন তিনি আরো ৪০ লাখ শেয়ার বিক্রয় করেন। এর মাত্র ২ দিন পর সর্বশেষ তিনি ১৭ জুন তিনি আরো ৮০ লাখ শেয়ার বিক্রয় শেষ করেন।

কোম্পানি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত তার ৩ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার শেয়ার রয়েছে। অন্যদিকে কোম্পানিটির মোট শেয়ার ২৭ কোটি ৮১ লাখ ২৪ হাজার। এর মধ্যে ৪৫ শতাংশ শেয়ার পরিচালকদের হাতে এবং ৫৫ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

কোম্পানিটিতে কোনো প্রাতিষ্ঠানিক বা বিদেশী বিনিয়োগ নেই বলে ডিএসই সূত্রে জানা যায়। প্রসঙ্গত: চলতি বছর ২০১৫ সালের অক্টোবর মাসে এই এমডির মেয়াদ শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

পপুলার লাইফের বোনাস বিওতে জমা

popular-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গত বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৭ জুন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, বিমাটি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রগতি ইন্স্যুরেন্স ৩৪ কোটি টাকার জমি কিনবে

progoti lস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রাজধানীতে ৪৩ কোটি টাকার জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ঢাকায় তেজগাঁ বানিজ্যিক এলাকায় ১৭ কাঠা জমি কিনবে। যার মূল্য প্রায় ৩৪ কোটি টাকা।

বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে এ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রগতি লাইফ।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৪ জুন বুধবার এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, অনিবার্য কারণবশত ১৭ জুন বুধবারের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করে আগামী ২৪ জুন করা হয়েছে।f

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তরা ফিন্যান্স আগের বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/