স্থিতিশীলতার দাবিতে আন্দোলনে বিনিয়োগকারীরা

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার স্থিতিশীলতার দাবি নিয়ে আন্দোলনে নেমেছে সাধারণ বিনিয়োগকারীরা। কয়েকদিন ধরে তারা ডিএসই ভবনের সামনে আন্দোলন করছে। এরি ধারাবাহিকতায় আজও মানববন্ধন করেছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদে।

মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা একটি বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনটি। এসময় তারা দাবি করেন, তারা আজও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ বাতিল করে ফের আমানতের ১০ শতাংশ বিনিয়োগ আইন পুনর্বহালের করা হউক।

তারা বলেন, এখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বাড়তি বিনিয়োগ সীমার মধ্যে নামিয়ে আনার বিষয় নিয়ে বাজারে তারল্য সংকট করা হচ্ছে। এতে বাজার অব্যাহতভাবে পতনের দিকে যাচ্ছে। বাজার স্থিতিশীলতায় বাংলাদেশ ব্যাংককে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পদত্যাগ ও আইপিও অনুমোদন বন্ধ রাখার দাবি করে আন্দোনকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ১১ নভেম্বর

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বোর্ড সভা ১১ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১১ নভেম্বর বুধবার বিকাল বিকাল সাড়ে ৫টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৯৫ শতাংশ নগদ এ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মালেক স্পিনিং মার্জিনধারীদের তালিকা চায়

malekস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারিদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

উভয় বাজারে সূচক বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারের সপ্তাহের তৃতীয় দিনে সূচক বেড়েছে। সে সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর ও লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২০ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২৯০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। রবিবার লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৮৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। সোমবারের চেয়ে মঙ্গলবারে ৩০ কোটি ৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার বেশী লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫.৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২৮ পয়েন্টে।

সোমবারে এই সূচক ছিল ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১.২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ৩৯.৭৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৩.৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৫১.৮০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৪.৪০ পয়েন্ট বেড়ে ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবারে এই সূচক ছিল সিএএসপিআই সূচক ৮৭.১৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৫৩.৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৬৮.৩৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৭.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১০.৭৫ পয়েন্ট বেড়ে ৯৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪৫ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৪ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এম আই সিমেন্ট ও মোজাফফর স্পিনিং।

সিএসইতে সোমবারে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, কাশেম ড্রাইসেল, বেক্স ফার্মা, গ্রামীণফোন, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসআরএমএল, লাফার্জ সুরমা, এপোলো ইস্পাত ও খুলনা পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. স্কয়ার ফার্মা
  2. ইফাদ অটোস
  3. কাশেম ড্রাইসেল
  4. বেক্স ফার্মা
  5. গ্রামীণফোন
  6. সিভিও পেট্রোকেমিক্যাল
  7. বিএসআরএমএল
  8. লাফার্জ সুরমা
  9. এপোলো ইস্পাত
  10. খুলনা পাওয়ার।

স্পট মার্কেটে দুলামিয়া স্পিনিং মিলস

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড আগামী ৪ থেকে ১৬ নভেম্বর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ৪ নভেম্বর বুধবার থেকে ১৬ নভেম্বর সোমবার পর্যন্ত এই দুই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিগুলোর রেকর্ড ডেট ১৭ নভেম্বর মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, দুইটি কোম্পানি গত বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ জুন আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জিল বাংলা ও শ্যামপুর সুগার স্পট মার্কেটে

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেড এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড আগামী ৪ থেকে ১৬ নভেম্বর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ৪ নভেম্বর বুধবার থেকে ১৬ নভেম্বর সোমবার পর্যন্ত এই দুই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিগুলোর রেকর্ড ডেট ১৭ নভেম্বর মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, দুইটি কোম্পানি গত বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ জুন আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

শ্যামপুর সুগার মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

আজ স্পট মার্কেটে ম্যারিকো বাংলাদেশ

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড আজ ৪ থেকে ৫ নভেম্বর স্পট মার্কেটে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৪ নভেম্বর বুধবার থেকে ৫ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ৮ নভেম্বর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটির গত বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রিমিয়ার ব্যাংক ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

Premier-Bank1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার অ-রূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে টায়ার-২ অনুযায়ী মূলধনী শক্তি বাড়াতে বন্ড ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কাশেম ড্রাইসেলের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেল লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৯ পয়সা। একই সময় গত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৬২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ৩ মাসে শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ পয়সা।

কাশেম ড্রাইসেল লিমিটেড ৩ মাসে (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ১ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৫০ টাকা ৬৮ পয়সা। ২০১৫ সালের ৩০ জুন এ সম্পদের পরিমাণ ছিল ৪৯ টাকা ৯৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ