এসি অ্যালায়েন্স পাওয়ারের মালিকানা অধিগ্রহণ

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড শ্রীলংকার আতিকেন স্পেন্স পিএলসি থেকে এসি অ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের ৬৪ শতাংশ মালিকানা অধিগ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সামিট পাওয়ার লিড দেবে এবং অপারেট করবে এসি অ্যালায়েন্স পাওয়ার লিমিটেডকে। সামিট পাওয়ার লিমিটেডকে গাজীপুরের কড্ডায় ১৪৯ মেগাওয়াট ডুয়েল জ্বালানি গ্যাস প্রকল্পর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

সামিট পাওয়ার লিমিটেড গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। কোম্পানিটি বাণিজ্যিক অপারেশনের তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এই সুবিধা পাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্লক মার্কেটে ২ কোটি টাকার লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে চার কোম্পানি ও এক ফান্ডের মোট ১০ লাখ ৬৫ হাজার ৩৯১টি শেয়ার ৭ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ২ কোটি ৫ লাখ ৭১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

বুধবার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে বার্জার পেইন্টস, ন্যাশনাল টি, অলিম্পিক, শাশা ডেনিমস এবং আইসিবি সেকেন্ড এনআরবি।

ব্লক মার্কেটে বার্জার পেইন্টসের ২ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪৫ লাখ ২০ হাজার টাকা। ন্যাশনাল টি’র ১১ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৫৮ লাখ ৮৫ হাজার টাকা।

অলিম্পিকের ২ হাজার ৫ শত শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭ লাখ ৩৫ হাজার টাকা। শাশা ডেনিমসের ৪৯ হাজার ৮৯১ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৭ লাখ ৩১ হাজার টাকা।

আইসিবি সেকেন্ড এনআরবি’র ১০ লাখ ইউনিট ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭৭ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইয়াকিনের ৩য় প্রান্তিকের ইপিএস প্রকাশ

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটিডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির চলতি বছরের ৩য় প্রান্তিকের (জানু-মার্চ) বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। এ সময় কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১ কোটি ৫৮ লাখ টাকা।

আগের বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা।

আইপিও পূর্ববর্তী চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির বেসিক ইপিএস এসেছে ৬৭ পয়সা। এসময় শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৭২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইস্যু দরের নিচে আইডিএলসির বাজারে আনা ৮০% কোম্পানি

idlcস্টকমার্কেট ডেস্ক :

দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের বাজারে আনা কোম্পানিগুলো শেয়ার দরে পিছিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির বাজারে কোম্পানিগুলোর মধ্যে ৮০ শতাংশই ইস্যু দরের নিচে নেমে এসেছে।

গত ৬ বছরে (২০১১ সাল থেকে বর্তমান) ৫টি কোম্পানিকে শেয়ারবাজারে এনেছে আইডিএলসি ইনভেস্টমেন্টস। প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে আনা কোম্পানিগুলো হলো – জিবিবি পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার ইষ্ট নিটিং অ্যান্ড ডাইং, মতিন স্পিনিং মিলস ও তসরিফা ইন্ডাষ্ট্রিজ।

এ সময়ে ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানটি সবকটি কোম্পানিকে প্রিমিয়ামসহ শেয়ারবাজারে এনেছে। সবচেয়ে বেশি ৪০ টাকা দরে শেয়ার ইস্যু করে জিবিবি পাওয়ার। এই ৫ কোম্পানি শেয়ারবাজার থেকে ৪২৩ কোটি ৫৪ লাখ টাকা সংগ্রহ করেছে।

ইস্যু দরের থেকে সবচেয়ে বেশি কমে অবস্থান করছে জিবিবি পাওয়ারের শেয়ারের মূল্য। কোম্পানিটির ৬৪.৫ শতাংশ দর কমেছে। ২০১২ সালে কোম্পানি বাজার থেকে ৪০ টাকার দরে শেয়ার ছাড়ে। মোট ৮২ কোটি টাকা বাজার থেকে তুলেছিল কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১৪.২০ টাকা। এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৯.৬৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্টিজের ২৩.০৮ শতাংশ ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং এর ২.৫৯ শতাংশ দর কমেছে। আর একমাত্র মতিন স্পিনিং মিলসের শেয়ার দর ইস্যু মূল্যের উপরে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর ইস্যু মূল্যের চেয়ে ৯.১৯ শতাংশ বেশিতে অবস্থান করছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ২০১৩ সালে কোম্পানিটির তালিকাভুক্তির সময়ে বাজার থেকে ৮৪ কোটি টাকা উত্তোলন করেছিল। ২৮ টাকায় ইস্যু করা কোম্পানির বর্তমানের দর ১৬.৯০ টাকা। ফারইস্ট নিটিং নামের কোম্পানিটি ২৭ টাকা দরে শেয়ার ইস্যু করে বর্তমানে দর ২৬.৩০ টাকা। মতিন স্পিনিং নামের কোম্পানিটি ২০১৪ সালে ৩৭ টাকা দরে শেয়ার ছেড়েছিল। এখন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ৪০.৪০ টাকা। তসরিফা ইন্ড্রাস্টিজ ২০১৫ সালে ২৬ টাকা দরে শেয়ার ছাড়ে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর এখন ২০ টাকা। এদিকে আইপিও পূর্বের তুলনায় আইডিএলসি ইনভেস্টমেন্টসের ইস্যু ব্যবস্থাপনার ৩টি বা ৬০ শতাংশ কোম্পানির শেয়ার প্রতি আয় কমে এসেছে।

তালিকাভুক্তির পরে সবচেয়ে বেশি শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে জিবিবি পাওয়ারের। কোম্পানিটির ৬৫.৭৬ শতাংশ ইপিএস কমেছে। এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৮.৯৯ শতাংশ ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং এর ৬.৩০ শতাংশ ইপিএস কমেছে। অপরদিকে তসরিফা ইন্ডাস্টিজের ১৪.৭৭ শতাংশ ও মতিন স্পিনিং মিলসের ৭.৫৬ শতাংশ ইপিএস।

তালিকাভুক্তির সময়ের চেয়ে কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইপিএস কমেছে জিবিবি পাওয়ারের। ২০১২ সালে তালিকাভুক্তির সময়ে ইপিএস ছিল ২.৫৭ টাকা। ২০১৫ সালে নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে ইপিএস দাঁড়ায় .৮৮ টাকা। ২০১৩ সালে প্যারামাউন্ট টেক্সটাইলের ইপিএস ছিল ৩.৪৭ টাকা। বর্তমানে ইপিএস ১.৭৭ টাকা। ফারইস্ট নিটিংয়ের ২০১৪ সালে ইপিএস ছিল ২.৫৪ টাকা। বর্তমানে তা দাঁড়িয়েছে ২.৩৮ টাকা। তবে মতিন স্পিনিংয়ের ২০১৪ সালে ইপিএস ছিল ৩.৯৭ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.২৭ টাকা।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, অধিকাংশ কোম্পানি নিয়মিতভাবে বোনাস শেয়ার প্রদান করায় শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়েছে। আর একই কারণে ইপিএস কমেছে। তবে জিবিবি পাওয়ার ছাড়া অন্যসব কোম্পানির নীট মুনাফার পরিমাণ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ন্যাশনাল ফিডের বোর্ড সভা ২৯ সেপ্টেম্বর

natinalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ১৮ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এসআইবিএলের ৭৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

siblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এসআইবিএলের একজন পরিচালক ৭৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: শাহ আলম নামে ব্যাংকটির এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫৩৭ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. একমি ল্যাব.
  2. স্কয়ার ফার্মা
  3. সিঙ্গার বিডি
  4. বাংলাদেশ সাবমেরিন
  5. ন্যাশনাল টিউবস
  6. জিপিএইচ ইস্পাত
  7. শাহজিবাজার পাওয়ার
  8. লাফার্জ সুরমা
  9. ব্র্যাক ব্যাংক
  10. কেডিএস ইন্ডাস্ট্রি।

৬’শ কোটি ছাড়ালো ডিএসইর লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন মূল্য সূচকেরও বড় উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ৩২ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ডিএসইতে ৬১৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন মঙ্গলবার ছিল ৫৩৬ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন প্রায় ৭৮ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন, ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ব্র্যাক ব্যাংক ও কেডিএস ইন্ডাস্ট্রি।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে লেনদেনের শীর্ষে রয়েছে একমি ল্যাব.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ফেডারেল ইন্স্যুরেন্সের ১ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

federal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের এক উদ্দোক্তা ১ লাথ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জসিম উদ্দিন নামে বিমার এই উদ্দোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিভিও পেট্রোর রায় সংশোধন করলো উচ্চ আদালত

courtনিজস্ব প্রতিবেদক :

জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের কাছে কনডেনসেট (গ্যাসের উপজাত) সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া রায় সংশোধন করেছেন উচ্চ আদালত। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ আগস্ট দেওয়া রায় ৭ সেপ্টেম্বর তারিখে সংশোধন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিভিও-কে গ্যাসের উপজাত সরবরাহ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত উচ্চ আদালত স্থগিত করেছে। তবে রায়ে বলা হয়েছিল যদি কোন লাইসেন্সধারী কোম্পানি পরিশোধিত জ্বালানী তেল খোলা বাজারে বিক্রি করে তাহলে সরকারি সিদ্ধান্তের উপর দেওয়া স্থগিতাদেশ কার্যকর হবে না। সিভিও’র ক্ষেত্রেও এ রায় প্রযোজ্য হবে। ৭ সেপ্টেম্বর দেওয়া সংশোধনিতে উল্লেখিত অংশটি বাদ দেওয়া হয়েছে।

এর আগে, সিভিও পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট (গ্যাসের উপজাত) সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সরকারি সংস্থাগুলোর এমন হঠকারী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছে সিভিও। সিভিও’র সাথে একাত্বতা পোষণ করে সাত দিনের মধ্যে কনডেনসেট সরবরাহের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি উচ্চ আদালত পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগকে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, পেট্রোবাংলার নির্দেশ অনুযায়ী গত ২৭ জুলাই, ২০১৬ তারিখে সিলেট গ্যাস ফিল্ড সিভিও’র কাছে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে বিপিসি পেট্রোবাংলা, বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ে সিভিও পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগ আনে।

স্টকমার্কেটবিডি.কম/এম