জাল-শেয়ার বিক্রি মামলার এক আসামির জামিন

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

জাল শেয়ার, সার্টিফিকেট ও বরাদ্দপত্র বিক্রির অভিযোগে দায়ের করা মামলার আসামি জামিন তানলিন মাশফুকে জামিন দিয়েছেন শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুনাল। এই মামলাটির কার্যক্রম বিশেষ ট্রাইবুনালে চালুর বিষয়ে ১৭ সেপ্টেম্বর আদেশ দেওয়া হবে। রবিবার বিশেষ ট্রাইবুনালের বিচারক হুমায়ন কবীর রায়ের এ দিন ঘোষণা করেন। ওই দিন মামলার আসামিদের হাজির থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আসামীদের বিরুদ্ধে বিচার কার্যক্রমটি শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে হবে কী না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৭ সেপ্টেম্বর এ বিষযে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এদিকে জাল শেয়ার বিক্রির দায়ে অভিযুক্ত আসামি তানলিন মাশফুকে জামিন দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ মামলায় আসামিরা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সদস্যভুক্ত প্রতিষ্ঠান (সদস্য নম্বর ৫৯) টি. মাশফু অ্যান্ড কোম্পানির সত্ত্বাধিকারী তানলিন মাশফু ও হাওলাদার মোহাম্মদ আব্দুল বারিক। তানলিন মাশফু জামিন উপস্থিত থাকলেও অপর আসামী হাওলাদার মোহাম্মদ আব্দুল বারিক পলাতক রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, টি. মাশফু অ্যান্ড কোম্পানি এর সত্ত্বাধিকারী তানলিন মাশফু ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কোম্পানির জাল শেয়ার লেনদেন করতেন। ১৯৯৮ সালে তানলিন মাশফু গালফ ফুড লিমিটেডের ১০০টি ও কনফিডেন্স সিমেন্টের ২৪০টি জাল শেয়ার লেনদেন করেন। ১৯৯৯ সালে সিনোবাংলা ইন্ডস্ট্রিজের ১ লাখ ২৫ হাজার ও শাইনপুকুর হোল্ডিংসের ৬ হাজার ৬০০টি শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে তিনি শাইনপুকুর হোল্ডিংস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের জাল শেয়ারগুলো মনির আহমেদের পক্ষে বিক্রি করেছিলেন। এ ছাড়া কনফিডেন্স সিমেন্টের জাল শেয়ার শহিদুল ইসলামের পক্ষে বিক্রি করেছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বিনিয়োগকারীদের কাছে প্রশ্নবিদ্ধ মিউচুয়াল ফান্ডের পুনর্বিনিয়োগ

mutualনিজস্ব প্রতিবেদক :

মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে পুনর্বিনিয়োগ (রি-ইনভেস্টমেন্ট) পদ্ধতি অনুসরণ করেছে একাধিক সম্পদ ব্যবস্থাপক কোম্পানি। নিজেদের আয় বাড়াতে এ বছরও ১৩টি মিউচুয়াল ফান্ডের ঘোষিত লভ্যাংশে রি-ইনভেস্টমেন্টের ঘোষণা এসেছে। যা এখন প্রশ্নবিদ্ধ!

এক হিসাবে দেখা যায়, এই সব লভ্যাংশ নগদে দেওয়া হলে বিনিয়োগকারীরা পেতেন ২৪৯ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু পুনর্বিনিয়োগ পদ্ধতিতে লভ্যাংশ হিসেবে যে ইউনিট সার্টিফিকেট বিনিয়োগকারীরা পেতে যাচ্ছেন, তার বাজারমূল্য এখন ১২৯ কোটি টাকা। এ হিসাবে নগদ লভ্যাংশ দেওয়া হলে বিনিয়োগকারীরা ১২০ কোটি টাকা বেশি পেতেন। এ অবস্থায় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা ঠকছেন কি-না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

গত বছরও এসব মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় থাকা সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলো পুনর্বিনিয়োগ পদ্ধতিতে লভ্যাংশ দিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)নির্দেশনা অনুযায়ী, যে পদ্ধতিতে লভ্যাংশ দিলে বিনিয়োগকারীরা সর্বাধিক লাভবান হন, সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু বিএসইসির ওই নির্দেশনা অনুসরণ করেনি ট্রাস্টি বোর্ডগুলো।

শেয়ারবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ বলেন, পুনর্বিনিয়োগের এ ব্যবস্থা নিয়ন্ত্রক সংস্থার আইনেই রয়েছে। এ কারণে সংস্থাটির পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোও এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড খাতটিকে সমস্যাগ্রস্ত করছে। বিনিয়োগকারীরা মুনাফা না পাওয়ায় ১০ টাকার ফান্ড সাড়ে ৩ টাকায়ও বিক্রি করছেন। এভাবে চলতে থাকলে ফান্ডে বিনিয়োগে আগ্রহ আরও কমে যাবে।

গত বছরে রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ প্রদানকারী ফান্ডগুলো হলো – সম্পদ ব্যবস্থাপক কোম্পানি রেস পরিচালিত প্রথম জনতা ব্যাংক, এবি ব্যাংক প্রথম, ইবিএল প্রথম, ইবিএল এনআরবি, এক্সিম ব্যাংক প্রথম, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিএইচপি প্রথম, পপুলার লাইফ প্রথম এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড। এ ছাড়া এশিয়ান টাইগার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ এবং এইমস বাংলাদেশ পরিচালিত এইমস প্রথম, গ্রামীণ ওয়ান স্কিম-১ ও স্কিম-২ ফান্ডের জন্য রি-ইনভেস্টমেন্ট আকারে লভ্যাংশ প্রদান করছে।

এ বছর তিন বেসরকারি সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১৩ মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিপরীতে বিভিন্ন হারে পুনঃবিনিয়োগ পদ্ধতিতে লভ্যাংশ প্রদানের সুপারিশ করে।

এভাবে লভ্যাংশ প্রদান করায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট ফান্ডগুলোর ট্রাস্টি বোর্ডেকে দায়ী করে। বিএসইসির এক কর্মকর্তা জানান, এতে আইন লঙ্ঘন না হলেও নৈতিকতার প্রশ্ন জড়িত। সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলো তাদের ফি পেয়ে থাকে ফান্ডের আকারের ওপর। এ কারণে বেশি ফি পাওয়ার জন্য ফান্ডের আকার বাড়াতে রি-ইনভেস্টমেন্ট আকারে লভ্যাংশ প্রদান করেছে। তাতে বিনিয়োগকারীরা লাভবান হলেন কি ক্ষতিগ্রস্ত হলেন, তা তারা বিবেচনাতেই নিচ্ছে না। এক্ষেত্রে ট্রাস্টি বিনিয়োগকারীদের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারত।

স্পট মার্কেটে এপেক্স ট্যানারি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ট্যানারি আগামীকাল ৭ সেপ্টেম্বর সোমবার থেকে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে।ওই দিনগুলোতে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কম

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন অন্যান্য সূচক কমলেও প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৬.৯৩ পয়েন্ট বেড়ে ৪৭৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে এই সূচক ১.৮ পয়েন্ট বেড়ে ৪৭৬৫ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৪ কোটি ৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৪ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ৯৮ টির। আর অপরিবর্তিত ছিল ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, সাপোর্ট, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড ওয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার ও বারাকা পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

  1. আমান ফিডস
  2. সাপোর্ট
  3. ফার কেমিক্যাল
  4. স্কয়ার ফার্মা
  5. শাহজিবাজার পাওয়ার
  6. এমারেল্ড ওয়েল
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. লিন্ডে বিডি
  9. ইউনাইটেড পাওয়ার
  10. বারাকা পাওয়ার।

কয়েকটি কোম্পানির লেনদেন বন্ধ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সাত মিউচুয়াল ফান্ডের রেকর্ড তারিখের কারণে ৭ সেপ্টেম্বর লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ ১ম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ২য় মিউচুয়াল ফান্ড, এইমস্ ফাষ্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড।

উক্ত কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫। এই দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

মেঘনা লাইফের বোনাস জমা দিয়েছে সিডিবিএল

meghna-life-insurance-company-ltd-logস্টকমার্কেট ডেস্ক :

শেয়ার বাজারে তালিকাভূক্ত বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৬ সেপ্টেম্বর রবিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বেনিফিশীয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে।

সর্বশেষ বছরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ৩০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার হস্তান্তরের ঘোষণা

central-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা গোলাম কিবরিয়া মোট ৮ লাখ ৩৯ হাজার ৫৪৯ টি শেয়ার অপর উদ্যোক্তা শাহজাদী উম্মে হাবিবা খানমের নিকট হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তার কাছে বীমাটির ৯ লাখ ৬ হাজার ৭১২টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার কোম্পানির অপর উদ্যোক্তা ও তার সহধর্মিণী শাহজাদী উম্মে হাবিবা খানমের কাছে এসব শেয়ার হস্তান্তর করবেন।

উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

প্রাইম ফাইন্যান্স মি. ফান্ডের সভা ১৭ সেপ্টেম্বর

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়্যাল ফান্ডের কোম্পানি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড শেয়ার হোল্ডারদের সাথে সভা আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিকাল ৩ টায় রাজধানীর হোটেল ৭১ এ ১০ম তলায় এই সভাটি অনুষ্ঠিত হবে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের পরিচালনার দায়িত্বে আছে আইসিবি এসেস্ট মেনেজম্যান্ট।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বীমা পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালকরা আবারো কোম্পানিটির ১৬ হাজার ৫০০ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ ফারজাদ আহমেদ তার হাতের ১৬ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবেন। তার হাতে মােট ৫৯ হাজার ৮৪৬ টি শেয়ার রয়েছে। এসব শেয়ার গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আরেক উদ্দ্যোক্তা নাসির আহমেদ চৌধুরীর নিকট বিক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে এবং চলমান বাজারদরে তারা এসব শেয়ার ক্রয়-বিক্রয় করবেন।

গত ১৯ আগষ্ট নাসির আহমেদ চৌধুরী আরেক পরিচালক সাইদ বজলুর রহমান নিকট হতে ৬০ হাজার শেয়ার ক্রয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/