প্রথম কার্যদিবসেই সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার সূচকের পতন হয়েছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪১.০২ পয়েন্টে কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩১.১০ পয়েন্টে। বৃহস্পতিবার গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন হয়েছিল ৪০.৯৬ পয়েন্টে।

আজ রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার ২৭৪ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৭৮ শতাংশেরই দর কমেছে। লেনদেনে অংশ নেয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা, ইফাদ অটোস, মবিল যমুনা, এসিআই, শাশা ডেনিমস, গ্রামীণফোন, খুলনা পাওয়ার, ফার্মা এইডস, বঙ্গজ লিমিটেড।

অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৬৮.২০ পয়েন্ট কমে দিনশেষে ৮২৫৬.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা আহ্বান

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার ৫টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর ২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ইন্টারন্যাশনাল লিজিংয়ের বোর্ড সভা ৭ এপ্রিল

ilf-stockmarketbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৭ এপ্রিল মঙ্গলবার সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর ২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

লেনদেন শীর্ষে ইউনাইটেড পাওয়ার

UPGDস্টকমার্কেট ডেস্ক :

লেনদেনের শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ার। রবিবার লেনদেনের প্রথম দিনে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির এডজাস্টেড ওপেন প্রাইস ছিল ৭২ টাকা। ওপেন প্রাইস ছিল ৯৮ টাকা। বেলা ১২টায় কোম্পানিটির শেয়ারের লেনদেন দর বেড়ে গিয়ে দাঁড়ায় ১১৭.৭০ টাকা। তবে সর্বশেষ লেণদেন হয়েছে ১৩৯.৬০ টাকায়। যার ক্লোজিং প্রাইস দাড়িয়েছে ১৩৪.৬ টাকায়।

প্রথম দিন লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকার। এ দিন কোম্পানিটির ৬৯ লাখ ৮৩ হাজার ৩২৬টি শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানি ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. এসিআই
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. এমজেএলবিডি
  5. বঙ্গোজ লিমিটেড
  6. শাশা ডেনিমস
  7. খুলনা পাওয়ার কোম্পানি
  8. গ্রামীন ফোন
  9. ফার্মা এইডস
  10. এসপিসিএল।

সূচকের পতনে চলে লেনদেন

indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সূচকের পতনে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৪৫৮ পয়েন্টে।

এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে এক ঘন্টায় ১০০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়।

এসময় ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএলবিডি, বঙ্গোজ লিমিটেড, শাশা ডেনিমস, খুলনা পাওয়ার কোম্পানি, ফার্মা এইডস ও এসপিসিএল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় সিএসসিএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩১৯ পয়েন্টে। এক ঘন্টায় সিএসইতে মোট ১১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে আজ লেনদেন হয়েছে ১০ কোটি ৬০ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

হা-ওয়েল পরিচালকদের শেয়ার ক্রয়ের ঘোষণা

hawelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলস লিমিটেডের দুই পরিচালক এ কোম্পানির ১ লাখ ১০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক সিন চাও ৭০ হাজার শেয়ার এবং সু, ওয়াই হান কোম্পানিটির ৪০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ম্যাকসন্স স্পিনিংয়ের এজিএম মঙ্গলবার

macksonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, সাভারের আশুলিয়া-গৌরিপুরে ম্যাকসন্স গ্রুপ কনফারেন্স হলে (ফ্যাক্টরি প্রাঙ্গণ)  সকাল সাড়ে ৯টায় ম্যাকসন্স স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ সেপ্টেম্বর-২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডার অনুমোদন নেয়া হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের সমাপ্ত অর্থবছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইউনাইটেড পাওয়ারের লেনদেন শুরু

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আজ ৫ এপ্রিল রবিবার থেকে দুই শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে।

‘এন’ ক্যাটাগরি হিসাবে লেনদেন শুরু হওয়া কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে UPGDCL. ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে। গত ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও’র মাধ্যমে আবেদন গ্রহণ করে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এএআর