সেপ্টেম্বরে ডিএসইতে থেকে রাজস্ব আদায় কম

taxস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় কমেছে । আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ডিএসইর রাজস্ব আদায় কমেছে ৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৯৮৪ সালের ট্যাক্স অর্ডিন্যান্সের ৫বিবিবি ধারা অনুযায়ী আগস্ট মাসে ট্রেকহোল্ডার বা মেম্বারদের কাছ থেকে ১২ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২ টাকা রাজস্ব আদায় করে ডিএসই। আর সেপ্টেম্বর মাসে যা কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৭ লাখ ১ হাজার ৮৩৫ টাকায়। সে হিসেবে এক মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আদায় কমেছে ৪ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ১৬৭ টাকা বা ৩৫.২৯ শতাংশ।

এদিকে আগস্ট মাসে ট্যাক্স অর্ডিন্যান্সের ৫৩ এম ধারা অনুযায়ী ডিএসই রাজ কোষাগারে জমা দেয় ১ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা। আর সেপ্টেম্বর মাসে জমা দেয় ৪ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৭৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বম্বে স্টক এক্সচেঞ্জে চালু হলো পিটিপি

bseস্টকমার্কেট ডেস্ক :

বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) প্রথম ট্রেডিং প্লাটফর্মে প্রেসিশন টাইম প্রোটোকল (পিটিপি) চালু করেছে৷ দেশের বৃহৎ শেয়ারবাজারটি আজ এ ঘোষণা দেয়।

দেশটি গনমাধ্যম দাবি করছে, দুনিয়া জুড়েই এক্সচেঞ্জগুলি আস্তে আস্তে পিটিপি-তে সরে আসছে কারণ নেটওয়ার্ক টাইম প্রোটোকল (এনটিপি) বর্তমান ট্রেডিং প্লাটফর্মের জন্য উপযুক্ত নয়৷ তাই বিএসই এখন সর্বশেষ এবং সবচেয়ে নিখুত সময় সুসংগতি প্রটোকল৷

এরফলে একেবারে সময়ের ক্ষেত্রে ন্যানো সেকেণ্ডের ভিত্তিতে বিএসই-তে লেনদেনের কাজ সম্পন্ন করা যাবে৷ যার ফলে শেয়ারবাজারে স্বচ্ছতার ও সততা বৃদ্ধিবিএসই মাধ্যমে কাজ করলে সদস্যরা পেতে পারবেন৷

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়

phonix-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা কোম্পানিটির ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, মোবারক আলি নামে এই উদ্যোক্তা আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

স্পট মার্কেটে মতিন স্পিনিং মিলস

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড আগামীকাল মঙ্গলবার ও বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামীকাল ৬ অক্টোবর মঙ্গলবার থেকে ৭ অক্টোবর বুধবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ৮ অক্টোবর বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির সাধারণ বার্ষিক সভা (এজিএম) ব্গািম ২৭ অক্টোবর অনষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

মার্কেন্টাইল ব্যাংকের ৯.৬৭ লাখ শেয়ার বিক্রয়

mercantilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা নিজের ৯ লাখ ৬৭ হাজার ২০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সুব্রত নারায়ন নামে প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা ৮৪ লাখ ৬৭ হাজার ২০০টি শেয়ারের মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ২০০টি শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।

আগামী ২৯ নবেম্বরের মধ্যে এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

সিএসইতে সূচক বাড়লেও কমেছে শেয়ারের দর

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয়দিনে অধিকাংশ সূচকের উর্দ্ধমূখী লক্ষ্য করা গেছে। সিএসআই সূচক কমেছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, সোমবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই .৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৮১ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও আমান ফিড।

রবিবার সিএসইতে ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে, কমেছে ১০৭ টির আর অপরিবর্তিত ছিল ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. বেক্স ফার্মা
  2. ব্র্যাক ব্যাংক
  3. গ্রামীন ফোন
  4. স্কয়ার ফার্মা
  5. ফার কেমিক্যাল
  6. সাইফ পাওয়ারটেক
  7. আইডিএলসি
  8. ইসলামি ব্যাংক
  9. বিএসআরএম স্টিল
  10. লাফার্জ সুরমা।

ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস .৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা বেশী। গত কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৮০ লাখ ৫৮ হাজার টাকা।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬ টির দাম বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, আইডিএলসি, ইসলামি ব্যাংক,বিএসআরএম স্টিল ও লাফার্জ সুরমা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

না জানিয়ে বোর্ড সভা করতে পারবে না ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংককে না জানিয়ে এখন থেকে যেখানে-সেখানে আর বোর্ড সভা করতে পারবে না কোনো ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রধান কার্যালয় যে শহরে অবস্থিত, সেখানেই বোর্ড সভা করতে হবে। তবে বিশেষ কোনো প্রয়োজনে বাইরে সভা করতে হলে বাংলাদেশ ব্যাংককে তা জানাতে হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, নিরীক্ষা বা অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা অনুসরণ করতে হবে। একই নির্দেশনায় ব্যাংক পরিচালকদের সম্মানী ও ভ্রমণ বাবদ খরচও পুনর্নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিচালকদের সভায় উপস্থিতির সম্মানী বাড়ানো হলেও মাসে সর্বোচ্চ কটি সভার জন্য সম্মানী পাবেন, সেটি বেঁধে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের বোর্ড সভা পর্যায়ে সুশাসন নিশ্চিত ও খরচ কমাতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সভা অনুষ্ঠানের বিষয়ে বাধ্যবাধকতা না থাকায় অনেক ব্যাংকই দেশের বিভিন্ন স্থানে ব্যয়বহুল বোর্ড সভা করে চলেছে। এতে করে ব্যাংকের পরিচালনা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যাচ্ছে। এ ধরনের অপচয় বা অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এখানে উদাহরণ হিসেবে বলা যায়, যেসব ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত, সেসব ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ের সভা হয় ব্যাংকের প্রধান কার্যালয়ে, নয়তো রাজধানীরই অন্য কোনো স্থানে করতে হবে। কিন্তু কক্সবাজার, শ্রীমঙ্গল বা অন্য কোথাও এ ধরনের সভা করতে হলে তার প্রয়োজন সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কমিটির সভায় উপস্থিতির জন্য একজন পরিচালক সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত সম্মানী পাবেন। এত দিন এ সম্মানীর পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা। সম্মানী বাড়লেও যত খুশি তত সভা করে সম্মানী বাবদ কোনো ব্যাংক পরিচালকদের অধিক আর্থিক সুবিধা দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংক বলেছে, পর্ষদ ও কমিটির সভা যথাসম্ভব সীমিতসংখ্যক রাখতে হবে। এ ক্ষেত্রে মাসে পর্ষদ ও কমিটির যত সভাই হোক না কেন, একজন পরিচালক সর্বোচ্চ দুটি পর্ষদ, চারটি নির্বাহী কমিটি, একটি নিরীক্ষা কমিটি ও একটি ঝুঁকি কমিটির সভায় উপস্থিতির জন্য সম্মানী পাবেন। সেই হিসেবে একজন পরিচালক পর্ষদ ও কমিটি সভা মিলিয়ে সর্বোচ্চ ৬৪ হাজার টাকা (মোট আটটি সভা) সম্মানী পাবেন।

বাংলাদেশ ব্যাংক বলেছে, যদি কোনো ব্যাংকের পরিচালককে পর্ষদ বা কমিটির সভায় অংশ নেওয়ার জন্য দেশের অন্য কোনো শহর বা স্থান থেকে প্রধান কার্যালয়ে আসতে হয়, সে ক্ষেত্রে ওই পরিচালককে সর্বোচ্চ দুই দিনের হোটেল ও ভ্রমণ খরচ দেওয়া যাবে। উদাহরণ হিসেবে ধরা যাক, পর্ষদ সভায় যোগ দিতে ব্যাংকের একজন পরিচালককে সিলেট থেকে ঢাকায় আসতে হয়েছে। সে ক্ষেত্রে ওই পরিচালক ঢাকায় থাকার ক্ষেত্রে দুই দিনের হোটেল খরচ ও সিলেট-ঢাকা আসা-যাওয়ার খরচ পাবেন। এ ক্ষেত্রে হোটেল, ভ্রমণ টিকিটসহ খরচের রসিদ দাখিল করতে হবে। আগে এ ধরনের পরিস্থিতিতে হোটেল ও যাতায়াত ভাতা দেওয়া হলেও সুনির্দিষ্ট দিনের বিধান ছিল না।

আর কোনো ব্যাংকের পরিচালক যদি অনিবাসী বা বিদেশি নাগরিক হন, তাহলে ওই পরিচালক সভায় উপস্থিতির জন্য সর্বোচ্চ তিন দিনের হোটেল ও আসা-যাওয়ার বিমান খরচ পাবেন। তবে এ ক্ষেত্রে বিদেশে বসবাসকারী একজন পরিচালক বছরে সর্বোচ্চ চারটি সভায় উপস্থিতির জন্য এ ভাতা পাবেন। বছরে চারটির বেশি সভায় উপস্থিতির জন্য কোনো পরিচালককে হোটেল ও যাতায়াত বাবদ ভাতা দিতে পারবে না ব্যাংক।

প্রিমিয়ার ব্যাংকের ৩৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

Premier-Bank1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের একজন পরিচালক প্রতিষ্ঠানটির ৩৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার এই ৩৩ লাখ শেয়ারের বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ফাওজিয়া রেকজা বানু নামে এই পরিচালক আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন। আজ বেলা ১২ টায় এই শেযারের দর ছিল ৮.৯০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ