ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১১৬৬ টাকা

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছর দুই দফায় বাড়ার পর এবার দেশের বাজারে এবার কমল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হৃাস পাওয়ায় নতুন এ মূল্য নির্ধারণ করেছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণেও দাম নির্ধারণ করা হয় ৫৩ হাজার ১২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণেও প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

পর্যটকদের কক্সবাজার সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

coxs-bazar-the-longest-beach-in-bangladeshস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে দেশে আক্রান্ত হয়েছে ১৪ জন। মারা গেছেন একজন। এ পরিস্থিতিতে পর্যটন শহর কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের আমরা এ বিষয়ে অবহিত করছি।

জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্বান্ত বলবৎ থাকবে।

ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে মাইকিং শুরু করা হয়েছে। এতে করোনার ঝুঁকি সম্পর্কে জানানো হচ্ছে। তবে কক্সবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের বলেন, সৈকতে পর্যটক ভ্রমণে পুরোপুরি নিষেধাজ্ঞার নির্দেশনা এখনো পাওয়া যায়নি।

তবে কিছুটা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্টহাউসে সভা-সমাবেশ, যেসব প্রোগ্রামে জনসমাগম হয় এ ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৈকতসহ বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের সময় এক ঘণ্টা কমালো ডিএসই

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসের কারণে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে দুপুর দেড়টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শেয়ারবাজারে লেনদেন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টায় চলমান শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ডিএসইর পর্ষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বাজারে পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

FOOD MINISTERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাজারে পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। এরপরও যদি ঘাটতি দেখা দেয় প্রয়োজন হলে বাইরে থেকে পণ্য সরবরাহ করা হবে। তবুও আমরা কোনক্রমেই পণ্যের দাম বাড়তে দেবো না।

আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান বাজার মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন যে, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বই করোনায় আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের জন্য চাল, গমসহ সব দানাদার খাদ্যশস্য নিয়ে ভোক্তারা যেন কোনো ধরনের আতঙ্কিত না হয়। পাশাপাশি কোনো ব্যবসায়ী বা মিলার এটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে কোনো ক্রমেই সরকার ও খাদ্য মন্ত্রণালয় চুপচাপ বসে থাকবে না। কারণ আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে এবং ওএমএস এর মাধ্যমে খাদ্য মজুদের জন্য আমাদের ডিলারদের চিঠি দিয়েছি ইত্যোমধ্যে। তাই ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই মরণব্যাধি সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কাজেই আমাদের ব্যবসায়ী ও মিলারদের উচিৎ সেবা দান করা।

তিনি বলেন, সামনে রোজা রয়েছে। রোজাকে পুঁজি করে যেন কোনো রকমের ব্যবসা করতে না পারে সে ব্যপারে আমরা সচেষ্ট আছি। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

‘আমারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। আমাদের ২৫টি টিম মাঠে কাজ করছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। এই মনিটরিং শুধু খাদ্য মন্ত্রণালয় না বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও মনিটরিং করা হচ্ছে। আমরা শক্ত অবস্থানে আছি। কোনোভাবেই করোনা নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না।’

মজুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চালের মজুত ১৭ লাখ ৩৯ হাজার ৪৯৫ মেট্রিক টন। গতবছর এসময়ে ছিল ১৫ লাখ ৪৪ হাজার ৫২৩ মেট্রিক টন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এশিয়া ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা ৩১ মার্চ

asiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ মার্চ আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২৯ মার্চ

EBL-logo20161225164823স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ মার্চ আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মাসিটিউক্যালস
  2. গ্রামীণফোন লিমিটেড
  3. মুন্নু সিরামিকস
  4. লাফার্জ হোলসিম সিমেন্ট
  5. ওরিয়ন ফার্মা
  6. ব্র্যাক ব্যাংক
  7. বিএটিবিসি
  8. খুলনা পাওয়ার কোম্পানি
  9. বেক্সিমকো লিমিটেড
  10. সী পার্লস রিসোর্ট লিমিটেড।

বেড়েছে লেনদেন তবুও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সেখানে সবগুলো সূচকের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৩ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৬৩ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬৮.৬০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৬০৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩৩টির। আর দর অপরিবর্তিত আছে ১০টির দর।

এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মাসিটিউক্যালস, গ্রামীণফোন লিমিটেড, মুন্নু সিরামিকস, লাফার্জ হোলসিম সিমেন্ট, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো লিমিটেড ও সী পার্লস রিসোর্ট লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬০ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে জেনেক্স ইনফোসিস ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নিত্যপণ্যের মজুদ ৪০ শতাংশ বাড়ানো হয়েছে : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ গত বছরের রমজানের থেকে চলতি বছর রমজান উপলক্ষ করে ৪০ শতাংশ বেশি মজুত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রীর সভাপতি অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বাণিজ্যসচিব ডঃ জাফর উদ্দিন , টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, ভোক্তা অধিকার এর চেয়ারম্যান বাবুল কুমার সাহা প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস ও রমজানে ভোগ্য পণ্য নিয়ে আতঙ্কের কিছু নেই। তিনি বলেন ,তেল, চিনি, লবণ, পেঁয়াজ, আদা ,রসুন ও ছোলাসহ সব ধরনের পণ্য মজুদ ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এছাড়া বাজার তদারকিতে সংশ্লিষ্ট দফতর অধিদফতরগুলো কঠোরভাবে বাজার নজরদারিতে থাকবে। এছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিসিবি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্রাক সেল শুরু করবে।

মন্ত্রী আরো বলেন, গত বছর রমজানে পেঁয়াজ ছিল তিন হাজার মেট্রিক টন; এ বছর রমজানে মজুদ বৃদ্ধি করে ৩০ হাজার মেট্রিক টন করা হয়েছে। তেলের মজুদ ছিল পাঁচ হাজার মেট্রিক টন; এবার তা বাড়িয়ে ৫০ হাজার মেট্রিক টন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডাকঘর সঞ্চয়ে সুদহার আগেরটাই কার্যকর আজ থেকে

Postস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ ও মেয়াদি আমানতের সুদের হার আগেরটাই কার্যকর থাকছে। এ বিষয়ে গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ হিসাবের ক্ষেত্রে সুদের হার হবে ৭.৫ শতাংশ।

এ ছাড়া তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার হবে ১১.২৮ শতাংশ। মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য সুদ পাওয়া যাবে ১০.২০ শতাংশ। আর দুই বছরের ক্ষেত্রে ১০.৭০ শতাংশ।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেক কমিয়ে আইআরডি থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়। তবে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার কমানোর পর থেকেই বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনার মুখে সুদের হারের বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী।

সে অনুযায়ী অর্থমন্ত্রী গত ১১ মার্চ সচিবালয়ে ডাকঘর সঞ্চয় স্কিমকে অনলাইনে আনার কার্যক্রম উদ্বোধন করে জানিয়েছিলেন, ১৭ই মার্চের মধ্যে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ সুদ আর কমানো হবে না। সেই কথা রেখেছেন অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/