সূচক সামান্য কমলেও লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনে মূল্য সূচক আগের দিনের চেয়ে সামান্য কমেছে। তবে এদিন সেখানে লেনদেন বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনে চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বুধবার ছিল ৩২৩ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন ১৭ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ১৪১ টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., বিএসআরএম লি., অরিয়ন ফিউশন, বিবিএস, লিন্ডে বিডি, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, আমান পিডস ও অলিম্পিক এক্সেসরিজ।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার সেখানে ২২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

দুই কোম্পানির একীভূতকরণ ইস্যুতে আদালতে বিএসইসি

courtনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার ও বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের একীভূতকরণ ইস্যুতে আদালতে গিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থে সংস্থাটি আদালতের শরণাপন্ন হয়েছে বলে জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ, সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে একই গ্রুপের তিনটি কোম্পানি একীভূত (Amalgamation) হচ্ছে। সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড।অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তার অঙ্গ প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্সকে একীভূত করছে।ইতোমধ্যে কোম্পানিগুলো একীভূতকরণ বিষয়ে হাইকোর্টের অনুমতি নিয়েছে। বিএসইসি মনে করছে, এই একীভূতকরণ প্রক্রিয়ায় যে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হতে পারে তা আদালতের নজরে আনা প্রয়োজন। সে লক্ষ্যেই আদালতের শরনাপন্ন হয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, সামিট গ্রুপের কোম্পানিগুলোর একীভূতকরণ ইস্যুতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পাশাপাশি বাংলাদেশ পাওয়ার ডেভলাপমেন্ট বোর্ডও (বিপিডিবি) পক্ষ হয়েছে। অলটেক্স ইন্ডাস্ট্রিজের মার্জর ইস্যুতে বিএসইসি একাই পক্ষ হয়েছে।

সূত্র মতে, মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চে সামিট পাওয়ারের মামলার শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য অপেক্ষমান রয়েছে এই মামলাটি। আর অলটেক্স ইন্ডাস্ট্রিজের মামলার এখনো শুনানি শুরু হয়নি। একই বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সামিট পাওয়ারের কোম্পানি সেক্রেটারি স্বপন কুমার পাল গনমাধ্যমকে বলেন, শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে অ্যামালগেমেশন করার জন্য আমরা হাইকোর্টে আবেদন করেছি। এখানে বিএসইসি ও বিপিডিবি পার্টি হয়েছে। ইতোমধ্যে শুনানি শেষ হয়েছে। বর্তমানে রায়ের জন্য অপেক্ষমান আছে।

প্রসঙ্গত, প্রস্তাবিত অ্যামালগেমেশন স্কিম অনুসারে সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়নগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেওয়া হবে।

এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও তার অঙ্গ প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৯ মার্চ ইজিএম করেছে কোম্পানিটি। একিভূত করার বিষয়ে উচ্চ আদালতে গিয়েছে কোম্পানিটি। বিনিয়োগকারীদের স্বর্থের কথা বিবেচনা করে বিএসইসিও আদালতের শরণাপন্ন হয়েছে।

প্রমঙ্গত, একীভূতকরণে অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতি একটি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের ০.৩০টি শেয়ার ধরা হয়েছে। কোম্পানি দুইটির নিট সম্পদমূল্যের উপর ভিত্তি করে এ অনুপাত নির্ধারণ করা হয়েছে।

১৯৯৬ সালে অলটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস এবং ২০১৫ সালে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কোম্পানিটি কোন লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে লেনদেন হয়েছে। পরে ২০১৫ সালে এ ক্যাটাগরিতে উন্নীত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

পপুলার লাইফ ও আরএন স্পিনিংয়ের বোর্ড সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও বস্ত্র খাতের আর এন স্পিনিং লিমিটেডের বোর্ড সভা আজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা ২ টায় নিজেদের প্রধান কার্যালয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আর বিকাল সাড়ে তিন টায় নিজেদের প্রধান ভবনে আর এন স্পিনিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ আসতে পারে। এছাড়া এজিএম ও রেকর্ড ডেট জানানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, আর এন স্পিনিংয়ের এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ঢাকা ব্যাংকের লভ্যাংশ পাঠালো সিডিবিএল

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) । সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৯ জুন কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ বছরে ঢাকা ব্যাংক ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অগ্রণী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিওতে

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি অগ্রণী ইন্স্যুেরন্স লিমিটেড ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) । সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৯ জুন কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ বছরে অগ্রণী ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস বোনাস লভ্যাংশ দিয়েছে। একই বছরে রিপাবলিক ইন্স্যুরেন্স ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিমটেক্সের নতুন অফিস গুলশানে

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি সিমটেক্স লিমিটেড শেয়ার অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাজধানীর গুলশান এভিনিউয়ে জাহেদ প্লাজায় কোম্পানিটির শেয়ার অফিস স্থানান্তর করা হয়েছে।

গত ৬ জুন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির এই কার্যালয়টি ছিল উত্তরা ৭ নম্বর সেক্টরে সোনারগা জনপথ রোডে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ