কাশেম ড্রাইসেলসের ১০% লভ্যাংশ ঘোষণা

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কাশেম ড্রাইসেলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০ জুন ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর। আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২৬ নভেম্বর।

কাশেম ড্রাইসেলস লিমিটেড ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও লটারি ড্র মঙ্গলবার

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারি ড্র আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে এ আইপিও লটারির ড্র।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন স্থগিতাদেশ প্রত্যাহার গত ৬ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই আবেদন গ্রহণ চলে।

এর আগে গত ২৪ আগস্ট হতে ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে। কিন্তু আগের দিন ডিএসইতে এ খবরে এই আবেদন স্থগিত করা হয়।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিও আবেদনে গ্রাহককে গুনতে হবে ৬ হাজার টাকা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।

উল্লেখ্য, এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৫৪৭তম সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন দেয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জিবিবি পাওয়ারের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের প্রতিষ্ঠান জিবিবি পাওয়ার লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এআর-১’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ঢাকায় আমান ফিডের অফিস স্থানান্তর

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড মিলসের রেজিস্ট্রার অফিস সিরাজগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, রাজধানীর মতিঝিলে রাজউক এভিনিউয়ে আলী ভবনে কোম্পানির নতুন অফিস নেওয়া হয়েছ। এরআগে এই অফিস ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

এখন থেকে এই নতুন অফিসে কোম্পানিটির শেয়ার সংক্রান্ত কার্যক্রম চলবে বলে সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. ফার কেমিক্যাল
  2. সাইফ পাওয়ারটেক
  3. সাপোর্ট
  4. এ্যাপেলো ইস্পাত
  5. ডেসকো
  6. আইডিএলসি
  7. বিএসআরএম স্টিল
  8. লাফার্জ সুরমা
  9. ইউনিক হোটেল
  10. এসিআই লিমিটেড।

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কম

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক চার পয়েন্ট বেড়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সব ধরণের সূচকের বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া ১৫০ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১.২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩.৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে বেশি। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে ইতিবাচক ধারায় লেনদেন চলছে

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিক সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি টাকার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। আর দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

primiur-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এণ্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ২ লাখ ২১ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মো: মিজানুর রহমান চৌধুরী নামে এই উদ্যোক্তা আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

অবশেষে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএমের দিন নির্ধারণ

suridনিজস্ব প্রতিবেদক :

সুহৃদ ইন্ডাস্ট্রিজের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও চতুর্থ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ৩০ অক্টোবরের মধ্যে করতে হাইকোর্টের আদেশ ছিল। অবশেষে চতুর্থ বিশেষ সাধারণ সভাটি (ইজিএম) করার তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।

কোম্পানি সূত্র জানা যায়, গত ১৭ জুন উচ্চ আদালতের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সুহৃদের এজিএম ও ইজিএম ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তবে ওই আদেশের কপি কোম্পানি গত ১৭ সেপ্টেম্বর হাতে পায়। আদেশে বিজ্ঞ আদালত এজিএম ও ইজিএম সম্পন্ন করা জন্য আরও এক মাস সময় বাড়িয়ে ৩০ অক্টোবর সময় দেন।

সিএসই সূত্রে জানা যায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজের চতুর্থ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২২ অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। সভাটি গাজীপুরে কোনাবাড়িতে নিজস্ব কারখানায় হবে। আর ইজিএমের জন্য রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ অক্টোবর।

গত ১৭ জুন সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ২০১৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অবৈধ ও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্পন্ন করতে নির্দেশ দেন আদালত। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ হাইকোর্টের এনএক্স-২৬ কোম্পানি বেঞ্চে রায় প্রদান করেন।

কোম্পানির এজিএমে ভাড়া করা গুন্ডা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠে। এরি পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, অনিবার্য কারণবশত সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২০ ডিসেম্বর কোম্পানির এজিএম ও ইজিএম স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এজিএম ও ইজিএমের তারিখ জানোনো হবে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিস আহমেদ আদালতে সেই ইজিএম নিয়ে মামলা করলে আদালত অনুষ্ঠিত এজিএম ও ইজিএমকে অবৈধ বলে রায় দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ইষ্টার্ণ হাউজিংয়ের আয় ও সম্পদ কমেছে

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেড গত বছরের চেয়ে এবছরে শেয়ারপ্রতি আয় ও সম্পদের পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ জুলাই ২০১৫ অর্থবছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.৪৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের (ন্যাভ) পরিমাণ দাঁড়িয়েছে ৭০.২৮ টাকা।

গত বছর ২০১৪ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.০৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ছিল ৭২.৬৮ টাকা।

৩১ জুলাই ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরও শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫% ও বোনাস ৫% লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ