অগ্নিদগ্ধদের বিএসইসির ৫০ লাখ টাকা অনুদান

bsecনিজস্ব প্রতিবেদক :

রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার্থে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার এই অনুদানের টাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কাছে তুলে দেওয়া হয়। আগের দিন বুধবার এক সভায় অনুদান প্রদানের বিষয়টি চুড়ান্ত করে কমিশন।

বিএসইসির নিজস্ব সিএসআর তহবিল হতে ইতোপূর্বে ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভূমিকা ও গুরুত্ব বিবেচনায় বিএসইসির এ উদ্যোগ গ্রহণ করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সিএসইতে সূচক ও লেনদেন কম

cseনিজস্ব প্রতিবেদক :
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে লেনদেন কমেছে ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ২৪১ টাকা। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৩৬১ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৪২ লাখ ২৩ হাজার ৬০২ টাকার শেয়ার।

এসময় সিএসইতে লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে শূন্য দশমিক ২৪ শতাংশ।

গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

সূচক পতনে হতাশ ভারতের বিনিয়োগকারিরা

sensexস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের হতাশ করে বৃহস্পতিবারও সূচক পতন ঘটলো ভারতের শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৫দিন কমলো সূচক। ফলে অনেকটা সত্যি হয়ে গেলো বিশ্লেষকদের আশংখা।

উলেখ্য, গত মাসে সর্বকালের সেরা উচ্চতে পৌঁছেছিল সেনসেক্স। তখন অনেক বিশ্লেষকই বিনিয়গকারিদের এই বলে সাবধান করে দিয়েছিলেন।

তারা বলেছিলেন, শিঘ্রই বাজারে সূচকের পতন ঘটতে পারে। বাস্তবে ঘটলোও তাই। এখন ভারতের বিনিয়োগকারীরা হতাশ – বলে দাবি করছে হিন্দুস্থান টাইমস।

গতকাল বৃহস্পতিবার গোটা দিন ধরে শেয়ারবাজারের ওঠানামার করলেও দিনের শেষে কিছুটা নেমেছে সেনসেক্স এবং নিফটি৷

দিনের শেষে সেনসেক্স ৩২.১৪ পয়েন্ট নেমে দাঁড়ায় ২৮,৮৫০.৯৭ পয়েন্টে এবং নিফটি ১২ পয়েন্ট নেমে অবস্তান করছে ৮৭১১.৭০ পয়েন্টে৷

আন্তর্জাতিক বাজারে রুপিও এদিন দুর্বল হওয়ায় ডলারের বিনিময় মূল্য আগের দিনের ৬১ রুপি ৭৫ পয়সার থেকে বেড়ে হয়েছে ৬১ রুপি ৮৪ পয়সা হয়েছে৷
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

ডিএসইতে সূচকের সাথে কম সাপ্তাহিক লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এ সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭১ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৬০৩ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৮৫ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৩১৬ টাকার শেয়ার। সপ্তাহের ব্যবধানে সেখানে লেনদেন কমেছে ১৩ কোটি ৮১ লাখ ৪ হাজার ৭১৩ টাকা।

লেনদেনের মধ্যে ৭৮ দশমিক ৬৮ শতাংশ ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানির, ‘বি’ ক্যাটাগরির কোম্পানির ছিল ৩ দশমিক ৭৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির কোম্পানির ছিল ১২ দশমিক ৮৩ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির ছিল ৪ দশমিক ৭১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৩ শতাংশ বা ৩৯ দশমিক ০১ পয়েন্ট। ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৮৩ শতাংশ বা ১৪ দশমিক ৫৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৪৯ শতাংশ বা ৫ দশমিক ৪৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ২১টি কোম্পানির শেয়ারের দর। আর ১টি কোম্পানির শেয়ারের কোনো লেনদেন হয়নি ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

বিনিয়োগ বাড়লেও বৈদেশিক লেনদেন হ্রাস

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জানুয়ারি মাসে বৈদেশিক লেনদেন হয়েছে ৫০১ কোটি ৮৭ লাখ টাকার, যা আগের মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ১০২ কোটি টাকা কম। তবে এ মাসে ডিএসইতে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জানুয়ারি মাসে ডিএসইতে বৈদেশিক লেনদেন হয়েছে ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯,১২৫ টাকা, যা আগের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে হয়েছে ৬০৪ কোটি ৭৫ লাখ ১,২৭৫ টাকা। ডিএসইতে জানুয়ারি মাসে বৈদেশিক লেনদেন কমেছে ১০২ কোটি ৮৭ লাখ ৩২,১৫০ টাকা বা ১৭.০১ শতাংশ। ডিএসইতে মোট ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯,১২৫ টাকার মধ্যে শেয়ার কিনেছেন ৩৬৫ কোটি ৪ লাখ ১৮,৭০৪ টাকার। আর বিক্রি করেছেন ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০,৪২১ টাকার শেয়ার।

চলতি বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে শেয়ারবাজারে বিদেশিরা মোট ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা নিট বিনিয়োগ করেছে। আগের মাস ডিএসইতে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ২৫১ টাকা। এ হিসাবে জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ১২ কোটি ২৩ লাখ এক হাজার ৭৪৯ টাকা।

জানুয়ারি শেষে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট স্থিতি দাঁড়িয়েছে ২২৮ কোটি ২০ লাখ ৬৮,২৮৩ টাকা।

গত ডিসেম্বরে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৬০৪ কোটি ৭৫ লাখ ১,২৭৫ টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে শেয়ার কিনেছেন ৪১০ কোটি ৩৬ লাখ ৩৩,৭৬৩ টাকার। আর বিক্রি করেছেন ১৯৪ কোটি ৩৮ লাখ ৬৭,৬৭২ টাকার শেয়ার। ফলে ডিসেম্বর শেষে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট স্থিতি দাঁড়িয়েছে ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬,১৯১ টাকা। জানুয়ারিতে শেয়ার ক্রয় কমেছে ৪৫ কোটি ৩২ লাখ ১৫,৫৯ টাকার আর বিক্রয় কমেছে ৫৭ কোটি ৫৫ লাখ ১৭,২৫১ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর