পাটকলগুলোর লোকসান কমাতে স্কপের নয়া ফর্মুলা

Jute-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

লোকসানি অপবাদ ঘুচিয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) লাভজনক করে তুলতে সরকারের কাছে তিন ধাপে মিলগুলো আধুনিকায়নের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ)।

এসময় তারা বলেন, একসময় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বিজেএমসি আজ লোকসানি প্রতিষ্ঠানের অপবাদ নিয়ে ধুঁকছে। এই শিল্পের সঙ্গে যুক্ত ২৬ হাজার স্থায়ী শ্রমিক, কয়েক লাখ বদলি শ্রমিক এবং কয়েক কোটি কৃষকের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে। এ অবস্থা থেকে উত্তরণে নয়া ফর্মুলা দিয়ে তারা বলেন, বিজেএমসি পরিচালিত কারখানাগুলোতে শত বছরের পুরনো স্কটল্যান টেকনোলজি সংস্কার করলেও উৎপাদন ক্ষমতা খুব বেশি বাড়বে না।

এসব পরিবর্তন করে আধুনিক মেশিনারিজ স্থাপন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক নিয়মে পরিচালনা করা হলে বিজেএমসি আত্মনির্ভরশীল হবে।

রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) এসব তথ্য তুলে ধরেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন স্কপের নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে বিজেএমসি পরিচালিত ২২টি কারখানায় তিন ধরনের ১০ হাজার ৮৩৫টি তাঁত রয়েছে। এসব কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা ৭৩ মেট্রিক টন। কিন্তু তাঁতগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে উৎপাদনক্ষমতা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এগুলো সংস্কার করলেও উৎপাদনক্ষমতা খুব বেশি বাড়বে না।

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু বলেন, বিজেএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কারখানাগুলোর পুরাতন যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে। আধুনিক স্বয়ংক্রিয় তাঁত প্রতিস্থাপনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে মাথাপিছু ব্যয় কমানোর কৌশল গ্রহণ করতে হবে। এসময় তিনি ৬ হাজার ২৩২টি হেসিয়ান তাঁতের পরিবর্তে চায়না থেকে বিভিন্ন মডেলের ৩ হাজার আধুনিক তাঁত স্থাপন করে সমপরিমাণ উৎপাদন করা সম্ভব হবে বলে জানান। এছাড়া তিন হাজার ৬৯৬টি সেকিং তাঁতের পরিবর্তে দুই হাজার আধুনিক তাঁত স্থাপন এবং স্পিনিং, ড্রয়িং, প্রিপারিং ও বেচিং বিভাগের যন্ত্রপাতি আধুনিকায়নের মাধ্যমে এই খাতকে লাভজনক করা সম্ভব হলে তিনি এ বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/আর

বাংলাদেশ থেকে আম আমদানি করবে জাপান: কৃষিমন্ত্রী

abu-razzak20191229184155স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাপান বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি আদর্শ শিল্পপ্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করবে সরকার, তার ১শটি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে। দেশের সব ধরনের সার কারখানায় জাপানের সহযোগিতা রয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সাক্ষাৎ করতে এলে এ আগ্রহের কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের দুর্দিনে যেসব দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে এসেছে জাপানের স্থান সবার ওপরে। বাংলাদেশের জনগণ জাপানের সরকার ও জনগণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবসময়। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ডিএপি সারের মূল্য হ্রাস করেছে।

বাণিজ্যিক ফুল চাষের কথা উল্লেখ করে মন্ত্রী রাষ্ট্রদূতকে যশোর জেলায় কৃষিমন্ত্রণালয় অধিন চাষকৃত ফুলবাগান পরিদর্শনের আহ্বান জানালে জাপানের রাষ্ট্রদূত তাতে সম্মতি জানান।

স্টকমার্কেটবিডি.কম/

মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার   শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরের দিন বুধবার থেকে যথারীতি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার: শিল্পমন্ত্রী

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা সুদে ঋণ দেয়ার কথা ভাবছে সরকার। যাতে অর্থাভাবে কোন শিক্ষার্থীর লেখা পড়ায় বিঘ্ন না ঘটে, সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রবিবার নরসিংদীর একটি পার্কে মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আয়োজনে এক বিশাল শিক্ষক মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার)।

স্টকমার্কেটবিডি.কম/

আবারো আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ঘোষিত মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ফের আমরণ অনশন কমসূচি শুরু করেন তারা।

শনিবার (২৮ ডিসেম্বর) গেট সভার মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ।

এ আন্দোলনে সারা দিয়ে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর আগে শ্রমিকরা এ দাবি আদায়ের লক্ষ্যে গেট সভা, বিক্ষোভ মিছিল ও ধর্মঘটসহ আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। গত ১০ ডিসেম্বর দুপুর ২টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। কিন্তু এ সমস্যা সমাধানে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর কর্মসূচি স্থগিত করা হয়।

পরে ঢাকায় দুই দফায় সভা অনুষ্ঠিত হলেও এ সমস্যার সমাধান না হওয়ায় ফের স্থগিত থাকা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জাতিসংঘের ৩০৭ কোটি ডলারের বাজেট পাশ

budget 2015-16স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতিসংঘে ৪৬ বছর পর এক বছরের বাজেট (২০২০) পাশ হলো। এর আগে একত্রে দু’বছরের জন্য বাজেট প্রণীত হয়। ২৭ ডিসেম্বর শুক্রবার পাশ হওয়া বার্ষিক এ বাজেটে বরাদ্দ রয়েছে ৩,০৭,৩৮,৩০,৫০০ ডলার (৩ বিলিয়ন ডলারের সামান্য বেশী)। গত বছরের চেয়ে তা ৮ মিলিয়ন ডলার বেশি বলে সাধারণ অধিবেশনের পঞ্চম কমিটি (প্রশাসন ও বাজেট) সূত্রে জানা গেছে।

জাতিসংঘ চলতি সাধারণ অধিবেশনের সভাপতি তাইজানি মুহাম্মদ-ব্যান্দে পঞ্চম কমিটিকে ধন্যবাদ জানিয়ে এ প্রসঙ্গে বলেছেন, জাতিসংঘের যাবতীয় কার্যক্রম যে সুষ্ঠুভাবে চলছে এটি তারই প্রমাণ। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ২০২০ সালের প্রস্তাবিত এ বাজেট জাতিসংঘের চলমান সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি জনকল্যাণমূলক পরিকল্পনাসমূহ বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসডিজি বাস্তবায়িত করার দশকে পদার্পণে ইতিবাচক ভূমিকা রাখবে এই বাজেট।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই’র নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভীর জয় লাভ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভী জয়ী হয়েছেন।

আজ রবিবার মতিঝিলে অবস্থিত ডিএসই ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গণনা শেষে ডিএসই’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ আবদুস সামাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ এবং মনজুর উদ্দিন আহমেদ৷ উল্লেখ্য যে, এবছর ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্য-শরীফ আতাউর রহমান এবং মোঃ হানিফ ভুইয়া অবসর গ্রহণ করেন৷

এ পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ১৪৯জনের এবং মোঃ শাকিল রিজভী ১৩৩ জনের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শামীম আফজাল৷ তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৬৷

এর আগে সকাল ১০ ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩.৩০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে৷ ২৫৯ জন ভোটারের মধ্যে মোট ১৭৮ জন এই নির্বাচনে ভোট প্রদান করেন৷ এর মধ্যে ৮ জন ভোটারের ভোট বাতিল বলে গণ্য করা হয়৷

নব্য নির্বাচিত মোঃ শাকিল রিজভী ২০১০ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকাকালীন বিতর্কের উর্ধ্বে থেকে নিরপেক্ষতার সাথে শেয়ারবাজারের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন৷ পরবর্তী সময়ে ১৬ মার্চ ২০১১ সালে দ্বিতীয় বারের মতো আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ তার আগে জনাব রিজভী ২০০৯ সালে ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াও তিনি ২০০২ ও ২০০৩ সালে ডিএসই’র মেম্বারস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন৷

আর মোহাম্মদ শাহজাহান জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক৷তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ ২০১০ সালে তিনি দ্বিতীয় বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হন৷

স্টকমার্কেটবিডি.কম/

উরী ব্যাংক নয়, প্রিমিয়ারের ঋণ পরিশোধ করবে রিন সাইন

Ring-Shine-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের পরিচালনা বোর্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা দিয়ে প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধ করবে। তবে আইপিও প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানিটি উরী ব্যাংকে ঋণ পরিশোধের কথা ছিল।

জানা গেছে, রিং সাইন টেক্সটাইল আইপিও হতে প্রাপ্ত ২২ কোটি টাকার একটি তহবিল প্রিমিয়ার ব্যাংককে দিবে ঋণ পরিশোধ বাবদ। তবে আইপিও প্রসপেক্টাসে এই প্রিমিয়ার ব্যাংকে ঋণ পরিশোধের কথা বলা হয়নি।

কোম্পানিটির ভাষ্য, কোম্পানিটির নামে নেওয়া উরী ব্যাংকের ঋণটি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এসময় কোম্পানিটি প্রিমিয়ার ব্যাংক হতে একটি ঋণ নিয়েছে। এখন কোম্পানিটি উরি ব্যাংকের পরিবর্তে প্রিমিয়ার ব্যাংকের ২২ কোটি টাকার উক্ত ঋণ পরিশোধ করবে।

সূত্র জানায়, কোম্পানির পরিকল্পনা অনুযায়ী প্রসপেক্টাসে ঢাকা ব্যাংক এবং উরি ব্যাংকের ‍ঋণ পরিশোধের কথা উল্লেখ আছে।

সম্প্রতি রিং সাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে শেয়ারবাজার হতে ১৫০ কোটি টাকা উত্তোলণ করে। এই টাকার মধ্যে ৯৬ কোটি টাকার মেশিনারিজ কিনবে আর ৫০ কোটি টাকা পূর্বের নেওয়া ঋণ পরিশোধ করবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধের বিষয়টিকে রিন সাইন টেক্সটাইলের সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।

স্টকমার্কেটবিডি.কম/

এস্কোয়ার নিটের এজিএমের দিন পিছালো

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কোয়ার নিট কম্পোজিটস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পিছানো হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৮ ডিসেম্বর এই এজিএম করার সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  2. স্ট্যান্ডার্ড সিরামিকস
  3. ড্যাফোডিল কম্পিউটারস
  4. প্রাইম ব্যাংক
  5. খুলনা পাওয়ার কোম্পানি
  6. রিন সাইন টেক্সটাইল
  7. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  8. ব্যাংক এশিয়া
  9. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  10. আনলিমা ইয়ার্ণ লিমিটেড।