প্রিমিয়ার সিমেন্টের ২০% লভ্যাংশ ঘোষণা

primierস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০% শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

চীন ও যুক্তরাজ্যের শেয়ারবাজার সংযোগের পরিকল্পনা

(JPEG Image, 318 × 159 pixels)স্টকমার্কেট ডেস্ক :

ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বলেছেন, দুই দেশের শেয়ারবাজারের মধ্যে কীভাবে সংযোগ স্থাপন করা যায়, তা যাচাই করে দেখছে চীন ও যুক্তরাজ্য। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে চীনা ও ব্রিটিশ শেয়ার উভয় দেশে কেনাবেচা করা যাবে বলে জানান তিনি। গতকাল সাংহাই স্টক এক্সচেঞ্জে দেয়া এক ভাষণে এ কথা বলেন ব্রিটিশ অর্থমন্ত্রী। খবর বিবিসি।

জর্জ অসবর্ন বলেন, বিশ্বের সর্ববৃহত্ অর্থনীতিতে চলমান শ্লথগতি ও শেয়ারবাজারের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও যুক্তরাজ্য ও চীন নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখবে। তিনি সাংহাই স্টক এক্সচেঞ্জকে বৈশ্বিক শেয়ারবাজারে সৃষ্ট অস্থিরতার ‘উপকেন্দ্র’ বলে আখ্যায়িত করেন। চলতি বছরের জুনের পর থেকে এ পর্যন্ত এক্সচেঞ্জটির সূচকের পতন হয়েছে ৪০ শতাংশেরও বেশি।

যুক্তরাজ্য ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য অসবর্ন এখন চীন সফর করছেন। অক্টোবরে যুক্তরাজ্য সফরের কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। এর মাধ্যমে ১০ বছরের মধ্যে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/

পর্ব- ১ : রিজেন্ট টেক্সটাইল নিয়ে বিনিয়োগকারীদের প্রিমিয়াম আতঙ্ক

reg.rtmlনিজস্ব প্রতিবেদক :

বিগত দুই বছরে প্রিমিয়ামসহ আইপিওতে আসা পোশাক শিল্প ও সংশ্লিষ্ট খাতের কোম্পানিগুলোর বর্তমান বাজার চিত্র পর্যালোচনা করে রিজেন্ট টেক্সটাইলের আইপিও আবেদন জমা নিয়ে দ্বিধা দ্বন্ধে রয়েছে প্রাইমারি বাজারের নিয়মিত বিনিয়োগকারীরা। উচ্চ প্রিমিয়ামসহ অনুমোদন পাওয়া এই স্বল্প মূলধনী কোম্পানিটিতে বিনিয়োগ কেমন হবে- তা নিয়ে চিন্তিত শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

এ প্রসঙ্গে একজন বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে স্টকমার্কেটবিডিকে বলেন, কয়েক মাস আগে বাজারে এসেছে প্রিমিয়ামসহ অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ভালো ইপিএস ও ন্যাভ দেখিয়ে ১৬ টাকা করে প্রিমিয়ামসহ শেয়ার প্রতি ২৬ টাকা নেয়। অথচ গতকাল মঙ্গলবার সর্বশেষ এই শেযার বিক্রি হয়েছে ২৩.২০ টাকায়।

অন্যদিকে স্বল্প মূলধনী কোম্পানির প্রিমিয়ামসহ শেয়ারবাজারে আসার এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে আসছে বিনিয়োগকারীদের একাধিক সংগঠন। একটি সংগঠনের একাধিক নেতা স্টকমার্কেট বিডিকে জানান, অনেক আগে থেকেই প্রিমিয়ামসহ আইপিও অনুমোদন দেওয়া বন্ধের দাবি করে আসছে তারা। বাজারের বর্তমান পরিস্থিতিতে প্রিমিয়াম নিয়ে আসা কোম্পানির শেয়ার ক্রয় করে বিপাকে পড়েছেন অনেক বিনিয়োগকারী।

তারা আরো বলেন, স্বল্প মূলধনী কোম্পানিগুলো প্রিমিয়ামসহ আইপিওতে এসে আইপিওধারীরা ঠিকই কিছুটা লাভবান হচ্ছেন। তবে লেনদেন শুরুর কয়েকদিনের মধ্যে দর কমে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন সেকেন্ডারি বাজারের বিনিয়োগকারীরা। সম্প্রতি ৯০-১০০ টাকায় আমান ফিডের শেয়ার কিনে বড় ধরণের লোকসানে আছেন সেকেন্ডারি বাজারের বিনিয়োগকারীরা।

চলতি ২০১৫ সালে এসব খাতের আরো একটি কোম্পানি প্রিমিয়ামসহ তালিকাভুক্ত হয়। তা হলো শাশা ডেনিমস। কোম্পানিটি বিনিয়োকারীদের নিকট হতে ২৫ টাকা প্রিমিয়ামসহ শেয়ার প্রতি ৩৫ টাকা নেয়। গতকাল দিনভর এই শেযার ৪০.৩০ টাকা হতে ৪১.২০ টাকায় লেনদেন হয়।

গত বছর ২০১৪ সালে এসব খাতের আরো তিনটি কোম্পানি প্রিমিয়ামসহ তালিকাভুক্ত হয়। এর মধ্যে দুটি কোম্পানির শেয়ারের দরই ইস্যুমূল্যের নিচে।

গত বছর ২০১৪ সালের শেষের দিকে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা নিয়ে তালিকাভুক্ত হয় হামিদ ফেব্রিকস লিমিটেড। লেনদেনের শুরু থেকেই এ কোম্পানির শেয়ারের দর ফেসভ্যালুর কাছাকাছি অবস্থান করে। গতকাল সর্বশেষ এই শেযার বিক্রি হয়েছে ২৫.৬০ টাকায়। এদিন সর্বনিম্ম ২৫ টাকাতেও দর নামে।

গত বছর প্রিমিয়াম সহ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফার ইষ্ট নিটিং এন্ড ডায়িং এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড। ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা অফার মূল্য নিয়ে আসা ফার ইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের দর ইস্যুমূল্যের নিচে। গতকাল শেয়ারটির সর্বশেষ দর দাঁড়িয়েছে ২৪.৫০ টাকা।

মতিন স্পিনিং মিলস ও ২৭ টাকা প্রিমিয়ামসহ মোট ৩৭ টাকা নিয়ে বাজারে এসে বর্তমান দর দাড়িয়েছে ফেসভ্যালুর নিচে। সর্বশেষ গতকাল এ শেয়ার ৪৫.৭০ টাকায় লেনদেন হয়।

তবে রিজেন্ট টেক্সটাইলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য আশার বাণী কী… জানতে কোম্পানিটির আর্থিক বিভাগের প্রধান কর্মকর্তা অঞ্জন কুমার ভট্টাচারিয়া সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তা করা যায়নি। অল্প দিন আগে নিয়োগ পাওয়া কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল হোসাইন শিকদার এ বিষয়ে কথা বলতে নারাজ। তিনি স্টকমার্কেটবিডি.কমকে জানান, পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের মূখপাত্র হলেন সিএফও। তিনি এ বিষয়ে কথা বলবেন।

(চলমান)

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

শেয়ারবাজারে সর্বোচ্চ শাস্তি : ৭,২৬৯ কোটি টাকা জড়িমানা

india-smbdস্টকমার্কেট ডেস্ক :

ভারতের শেয়ারবাজারে পিএসিএল লিমিটেডকে ৭,২৬৯.৫ কোটি টাকা জরিমানা করল শেয়ারবাজার নিয়ন্ত্রক সেবি। যা এখনও পর্যন্ত দেশটির শেয়ারবাজারে ধার্য করা সর্বোচ্চ জরিমানা। গতকাল বিষয়টি জানায় সেবি।

সম্পূর্ণ বেআইনি ভাবে সাধারণ মানুষের থেকে টাকা তোলার অভিযোগে কোম্পাটিকে এই শাস্তি দিল সেবি। কোম্পানিটির চার জন পরিচালককে এ জড়িমানা গুনতে হবে।

এর আগে গত বছরই সংস্থাটিকে ১৫ বছর ধরে তোলা ৪৯,১০০ কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

ঈদের ছুটির কবলে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহার জন্য টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। বুধবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সরকারী ছুটির কারণে লেনদেনসহ স্টক এক্সচেঞ্জের যাবতীয় কার্যক্রমও আগামী ৫ দিন বন্ধ থাকবে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে উভয় স্টক এক্সচেঞ্জে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা আজ

primierস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিল লিমিটেডের বোর্ড সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, বেলা আড়াইটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ