সপ্তাহে ডিএসই’র ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন

DSE LOGOস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ৮৪ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। মোট ১৬ কোম্পানি ও ৩ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট এ পরিমান লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ২৭৪টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৫২ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৫০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফিন্যান্স। কোম্পানিটি ৩২ লাখ ৪১ হাজার ৭৪২টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ২০ কোটি ৩৮ লাখ টাকা।

আর আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৩০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, বিএসআরএম স্টিল লিমিটেড, কাশেম ড্রাইসেলস, ডিবিএইচ, জেমিনি সি, বিএটিবিসি, লিন্ডেবিডি, সাউথইস্ট ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, রেনেটা, বার্জার পেইন্টস , ডেসকো, গ্রামীণ স্কিম-২ ও আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.ক./এমএ

ঈদের আগে ৪ কোম্পানির এজিএম

agmস্টকমার্কেট ডেস্ক :

ঈদের আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো: বাটা সু, সোনারগাঁও টেক্সটাইল, রেকিট বেনকিজার ও স্কয়ার টেক্সটাইল লিমিটিডেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাটা সু কোম্পানির এজিএম আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির কারখানা প্রাঙ্গন টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এই কোম্পানির এজিএম আগামী ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় সাউথ কিং চাইনিজ রেস্ট্রুরেন্ট অডিটোরিয়াম, ব্যান্ড রোড বরিশালে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্কয়ার টেক্সটাইল লিমিটেড কোম্পানির এজিএম আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালীতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

রেকিট বেনকিজার লিমিটেড এই কোম্পানির এজিএম আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় হোটেল আগ্রাবাদ, ইছামতি হল, সাবদার আলী রোড চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.ক./এমএ

ডিএসইতে পিই রেশিও কমেছে

PEস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের তুলনায় পিই রেশিও কমেছে দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৭৩ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৭৭ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যত দিন ১৫-এর ঘরে থাকে তত দিন বিনিয়োগ নিরাপদ থাকে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৭ দশমিক ৬ পয়েন্টে, সিরামিক খাতের ২০ দশমিক ১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৭ দশমিক ১ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৬ দশমিক ৭ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০ দশমিক ৯ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩৫ দশমিক ৫ পয়েন্টে, পাট খাতের মাইনাস ২৬ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে।

তা ছাড়া বিবিধ খাতে ২৬ পয়েন্টে, এনবিএফআই খাতে ২০ দশমিক ৪ পয়েন্ট, কাগজ খাতের ২৫ দশমিক ৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২১ দশমিক ৬ পয়েন্টে, চামড়া খাতের ২১ দশমিক ৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৮ দশমিক ৭ পয়েন্টে, বস্ত্র খাতের ১২ দশমিক ৫ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৮ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রাইম লাইফের এজিএম ১৫ সেপ্টেম্বর

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। ১৫ এজন্য রেকর্ড ডেট ছিল ৮ আগস্ট।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় প্রাইম ইসলামী লাইফ।

স্টকমার্কেটবিডি.কম/এম

সপ্তাহজুড়ে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে গেল সপ্তাহে বেশিরভাগ সময় নেতিবাচক ধারা অব্যাহত ছিল। ফলে দুই স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। তবে বেড়েছে উভয় বাজারে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ।

সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৬৫১ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ২১৯ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৫৪৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্টে কমে ১ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে।

যা এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসে হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ২৪ লাখ টাকা। এ হিসেবে ১২.৭৩ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। মোট লেনদেনের ৯২.৭৯ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ২.২৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৪.১৭ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৭৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার (২৮ আগস্ট) লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২১ হাজার ১৫৮ কোটি টাকায় এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৫০৭ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৬৫১ কোটি টাকা বা শূন্য দশমিক ২০ শতাংশ।

এদিকে ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ২২৩ কোটি ৮২ লাখ টাকা; যা এর আগের সপ্তাহের চেয়ে ২২০ কোটি বা ১১ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩ কোটি ৪৭ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৭৬ লাখ টাকা; যা তার আগের সপ্তাহে চেয়ে ১১ দশমিক ২০ শতাংশ কম। আগে সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৮৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর লেনদেন হয়নি তিনটি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম