এস্কোয়ার নিট কম্পোজিটের লভ্যাংশ ঘোষণা

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার   অনুষ্ঠিত ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫০.৪৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ৩০ জানুয়ারি  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫০.৪৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

শেফার্ড ইন্ডাস্ট্রির ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

shepard-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রি  লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার  অনুষ্ঠিত ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.৫৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৬ ডিসেম্বর । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

গত বছরের চেয়ে এবার বাংলাদেশে ব্যবসা করা কিছুটা সহজ হয়েছে। বিশ্বব্যাংকের বিচারে ব্যবসা পরিবেশের সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি হয়েছে। পাশাপাশি এবার এই সূচকে সবচেয়ে বেশি উন্নতি ঘটানো ২০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে।

বিশ্বব্যাংকের এ বছরের ‘গ্লোবাল ইজ অব ডুয়িং বিজনেস’ বা সহজে ব্যবসা করার সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গতবার ছিল যা ১৭৬তম। ব্যবসা সহজ করার সূচকে এবার শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর এবার ৪৫, যা গতবছর ছিল ৪১ দশমিক ৯৭। এই উন্নতির পরও ব্যবসার পরিবেশে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া সব দেশের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এবারের অগ্রগতির কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, ব্যবসা শুরু করতে আগের চেয়ে খরচ কমেছে বাংলাদেশে। রাজধানী ঢাকাসহ শহর এলাকায় বিদ্যুৎপ্রাপ্তি সহজ হয়েছে।

মূলত, একটি দেশের অর্থ-বাণিজ্যের পরিবেশ ১০টি মাপকাঠিতে পরিমাপ করে এই সূচক তৈরি করা হয়। বাংলাদেশের পরিবেশ নির্ধারণে ব্যবহার করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের তথ্য। ১০টি মাপকাঠি হলো— নতুন ব্যবসা শুরু করা, অবকাঠামো নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুৎ সুবিধা, সম্পত্তির নিবন্ধন, ঋণ পাওয়ার সুযোগ, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন এবং দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন।

বিশ্ব ব্যাংক বলছে, ১০ মাপকাঠির মধ্যে ৬টিতেই বাংলাদেশের স্কোর গতবারের চেয়ে বেড়েছে। এর মধ্যে ঋণ পাওয়ার সুযোগে স্কোর বেড়েছে ২০ শতাংশ পয়েন্ট। ৪টি মাপকাঠিতে এবারের স্কোর গতবারের সমান। শুধু অবনতি হয়েছে দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে। ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও ঋণপ্রাপ্তি সহজ করার মাধ্যমে বাংলাদেশ সহজে ব্যবসা করার ক্ষেত্রে উন্নতি ঘটিয়েছে। এছাড়া বাংলাদেশে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ফি কমানো হয়েছে এবং ডিজিটাল সনদে মাশুল উঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় নতুন বিদ্যুৎ সংযোগের ফি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের কার্যালয় থেকে লাইসেন্স পাওয়ার সময়ও কমানো হয়েছে।

ব্যবসা সহজ করার সূচকে এবারে শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড। সূচকে তাদের স্কোর ৮৬.৮। দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর এবং তৃতীয়তে হংকং। শীর্ষ ১০-এ থাকা অন্য দেশগুলো হলো— ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জর্জিয়া, যুক্তরাজ্য, নরওয়ে ও সুইডেন। গতবারের মতো এবারও সোমালিয়ার পরিস্থিতি সবচেয়ে খারাপ। আফ্রিকার এই দেশটির স্কোর মাত্র ২০।

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি হলেও ভারতের ১৪ ধাপ অগ্রগতি হয়েছে। দেশটি দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থানে আছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করায় ভারত ৭১ স্কোর নিয়ে উঠে এসেছে ৬৩তম অবস্থানে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে। ৪৪.১ স্কোর নিয়ে আফগানিস্তান সূচকের ১৭৩ নম্বরে রয়েছে। এবার দেশটির অবনতি হয়েছে ৬ ধাপ। এছাড়া ভুটান ৮৯তম (স্কোর ৬৬), নেপাল ৯৪তম (৬৩.২), শ্রীলঙ্কা ৯৯তম (৬১.৮), পাকিস্তান ১০৮তম (৬১), মালদ্বীপ ১৪৭তম (৫৩.৩) এবং মিয়ানমার ১৬৫তম (৪৬.৮) অবস্থানে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেষ কার্যদিবসে সূচকের সাথে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৬৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৫১ কোটি টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৭১ কোটি ৩৬ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

স্টকমার্কেটবিডি.কম/

বিচ হ্যাচারির বোর্ড সভা ৩০ অক্টোবর

BEATCH-SMBDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ অক্টোবর  বেলা ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জাহিন স্পিনিংয়ের বাৎসরিক বোর্ড সভা আহবান

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস  লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২ নভেম্বর  বেলা ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মুন্নু জুট স্টাফলার্সের লভ্যাংশ ঘোষণা

monnuস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার  অনুষ্ঠিত ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৪.৫৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ৫ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

তিতাস গ্যাসের ২০% লভ্যাংশ ঘোষণা

titas-gasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি  শিল্প খাতের কোম্পানি তিতাস গ্যাস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার  অনুষ্ঠিত ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭০.০৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২২ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ