গেইনারের শীর্ষে পাওয়ার গ্রীড

powerস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন গেইনারে ওঠে এসেছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। তৃতীয় অবস্থানে ছিল পূবালী ব্যাংক লিমিটেড।

এছাড়া তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের অপরিবর্তিত, সাইফ পাওয়ারের ৭ দশমিক ৮৭ শতাংশ, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির ৬ দশমিক ৪৯ শতাংশ, ফোর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৪৪ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেকের ৫ দশমিক ৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৭ দশমিক ৩৩ শতাংশ ও ইফাদ অটোস লিমিটেডের ৬ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এইচ

বিলম্বিত লেনদেনের জন্য সিকিউরিটিজ হাউজগুলোও দায়ী : ডিএসই

houseনিজস্ব প্রতিবেদক :

প্রতিটি সিকিউরিটিজ হাউজকেই লেনদেন শুরুর আগে দুটি ফাইলে তাদের ক্লায়েন্টদের নাম, ঠিকানা, টাকা ও পোর্টফলিওতে কার কি শেয়ার রয়েছে সে তথ্য জমা দিতে হয়। আজ মাত্র ১৫টি সিকিউরিটিজ হাউজ ছাড়া বাকিগুলো নির্দিষ্ট সময়ে এ তথ্য ডিএসইতে জমা দিতে পারেনি।

এমতাবস্থায় ডিএসই যদি লেনদেন চালু করতো তাহলে বাকি সিকিউরিটিজ হাউজ আর্থিক ক্ষতির মুখে পড়তো। তাই সবাইকে সমান সুযোগ দেয়ার জন্য ডিএসই মূল সমস্যা সমাধান করে লেনদেন চালু করেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বিলম্ব হওয়ার পিছনে সিকিউরিটিজ হাউজকে দায়ী করে এমনটি ব্যাখা প্রদান করেছে ডিএসই।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট বিলম্ব হয়েছে। এদিন লেনদেন শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিলম্ব হওয়ার ব্যাখা প্রদান করেছে ডিএসই।

এছাড়া আগামীকাল যথাসময়ে অর্থাৎ সকাল সাড়ে ১০টায় লেনদেন চালু করা হবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএসইর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪মে ২০১৫ তারিখে টেকনিক্যাল ইস্যুর কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট দেড়ি হয়েছে। স্বাভাবিক লেনদেনের সময় ৪ ঘন্টার তুলনায় মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লেনদেন হয়েছে। লেনদেনের এই ত্রুটি বিচ্যুতির জন্য বাজারের সঙ্গে জড়িত সকল ট্রেডহোল্ডারদের সমস্যা তৈরি হয়েছে। যার কারণে ডিএসই দু:খ প্রকাশ করছে।

এদিকে লেনদেন বিলম্ব হওয়ার পেছনে যে টেকনিক্যাল ইস্যু রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : সমন্বিত লেনদেন সিস্টেমে কিছু সিকিউরিটিজ হাউজ তাদের লেনদেনের তথ্য দিতে দেরি করায় ডিএসইর লেনদেন চালু করতে বিলম্ব হয়েছে। এতে অন্যান্য সিকিউরিটিজ হাউজগুলোকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যদি সাড়ে ১০ টায় লেনদেন চালু করা হতো তাহলে মাত্র ১৫ জন ব্রোকার লেনদেন করতে পারতো।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এইচ

আইএফআইসি ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টায়ার-২ মূলধন শর্তপূরণে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে ব্যাংকটি। ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।

এই বন্ড হবে অ-রূপান্তরযোগ্য। প্রতিটি বন্ডের অভিহিত ‍মূল্য হবে ১০ লাখ টাকা। লটের আকার হবে ১০। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। সুদের হার হবে সাড়ে ৯ থেকে সাড়ে ১২ শতাংশ।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে ব্যাংকটি। ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিদেশী বিনিয়োগকারী, স্থানীয় প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বন্ড ক্রয় করার যোগ্য।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এইচ

  1. খুলনা পাওয়ার
  2. সাইফ পাওয়ার
  3. সাপোর্ট
  4. বাংলাদেশ সাবমেরিন
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ইফাদ অটোস
  7. ডেসকো
  8. বারাকা পাওয়ার
  9. এএফসি এগ্রো
  10. বেক্সিমকো লিমিটেড।

ডিএসইতে ১০০ মিনিটে ৩৪৩ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন সেখানে লেনদেন হয়েছে এক ঘন্টা ৪০ মিনিট। এসময়ের মধ্যে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৩ কোটি টাকা।

রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ডিএসইএক্স ১.৩ পয়েন্ট বেড়ে দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৪৮৪ পয়েন্টে। এদিন মোট ১০০ মিনিটে ডিএসইতে ৩৪৩ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়।

 

দিনশেষে লেনদেনে হওয়া ৩০০ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৩১ টির দর।

টাকার পরিমানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে খুলনা পাওয়ার, সাইফ পাওয়ার, সাপোর্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ডেসকো, বারাকা পাওয়ার, এএফসি এগ্রো ও বেক্সিমকো লিমিটেড।

উল্লেখ্য, আজ রবিবার কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে সকাল সাড়ে ১০টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। দুপুর ২টা ২০ মিনিট থেকে লেনদন চালু হলেও তা বিকেল ৪টা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল ব্যাংক পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক স্বতন্ত্র পরিচালক মাহবুবুর রহমান খান ৩৬ হাজার ১৩৩ শেয়ার বিক্রয় করবেন।

তিনি আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সিএসইতে ৮১ কোটি টাকার লেনদেন

cseনিজস্ব প্রতিবেদক :

সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। এদিন সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি টাকা।

রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে এ শেয়ারবাজারে মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে দিনশেষে সিএসইএক্স সূচক গিয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৪ পয়েন্টে।

এদিন সিএসইতে ৮১ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়। গতদিন বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮৩ লাখ টাকা।

দিনশেষে লেনদেনে হওয়া ২৩৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

আজ সিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডিএসইতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেনদেন

lendenনিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা পর লেনদেন চালু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এজন্য লেনদেনের সময় বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে সকাল সাড়ে ১০টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। দুপুর ২টা ২০ মিনিট থেকে লেনদন চালু হলেও তা বিকেল ৪টা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

ডিএসই সূত্র জানায়, দুপুর আড়াইটা পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে। কারণ এই সময় পর্যন্ত ব্যাংকে লেনদেন চালু থাকে। এদিকে যেসব ট্রেকহোল্ডাররা এখনও ফাইল আপলোড করেনি, তাদেরকে ব্যাক অফিসের মাধ্যমে ফাইল আপলোড করতে বলা হয়েছে। আর যারা ইতোমধ্যে ফাইল আপলোড করেছেন, তাদের আর ফাইল আপলোড করার প্রয়োজন নেই।

কারিগরি ত্রুটিতে রবিববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে তিন ঘন্টায়ও চালু হয়নি লেনদেন। প্রধান শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকার প্রভাব পড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এম

ফ্যামিলি টেক্সের ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা

familyনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফ্যামিলি টেক্স লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

অনুমোদিত মূলধন ২৮০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩১০ কোটি টাকায় উন্নীত করা হবে।যার জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভাও (ইজিএম) আহ্বান করেছে।

বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৯ জুলাই রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ এবং অনুমোদিত মূলধন উন্নীত করা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৭ আগষ্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.২৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৪.১৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর