মিউচুয়াল ফান্ড আনছে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট

BRAC-Bank-Ekush-Wealthস্টকমার্কেটবিডি ডেস্ক :

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড ‘একুশ ফার্স্ট ইউনিট ফান্ড’ নামে একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-End Mutual Fund) আনছে। এই ফান্ডটির কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি কাস্টোডিয়াল চুক্তি সই করেছে। ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান এবং একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ সিএফএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার মোহাম্মদ শিফুল ইসলাম,ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব ট্র্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মোঃ জাবেদুল আলম এবং কাস্টোডিয়াল সার্ভিসেসের ভারপ্রাপ্ত প্রধান চৌধুরী নাঈম নাওয়াজসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকায় চালু হলো পাঁচ তারকা হোটেল রেনেসাঁ

sddefaultস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ তারকা মানের হোটেল রেনেসাঁ ঢাকায় চালু হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক হোটেল ব্রান্ড ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ বাংলাদেশে যাত্রা করল। এর নাম দেওয়া হয়েছে ‘রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল’। ঢাকার গুলশানে ১৯তলা এ হোটেলে রয়েছে ২১১টি কক্ষ। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে একাধিক ছোট বড় সম্মেলন কক্ষ।

সারা বিশ্বে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ৩০ ব্রান্ড রয়েছে। এর অধীনে ৩০টি দেশে রয়েছে ১৬০টি হোটেল। বাংলাদেশে এর মাধ্যমে ম্যারিয়ট ইন্টারন্যাশনালে চতুর্থ হোটেল যাত্রা শুরু করল। আগ থেকে লে মেরিডিয়ান, দি ওয়েস্টিন ঢাকা, ফোর পয়েন্টস বাই শেরাটন চালু রয়েছে। ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের আরও কয়েকটি হোটেলের নির্মাণকাজ চলছে।

আজ বুধবার রেনেসাঁ ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট ও প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। বক্তব্য দেন প্রিমিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিল, রেনেসাঁ ঢাকার মহাব্যবস্থাপক জেরোমি লিয়েটার্ন প্রমুখ।

১৯তলা হোটেলের নিচতলার লবি। ছবি: সানাউল্লাহ সাকিব
১৯তলা হোটেলের নিচতলার লবি। ছবি: সানাউল্লাহ সাকিব
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এইচ বি এম ইকবাল বলেন, ‘হোটেলটি নির্মাণে ৮-৯ বছর সময় লেগেছে। হোটেলটি আয়তন সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার বর্গফুট। এখানের যেসব কর্মী কাজ করছেন তাদের বড় অংশই দেশের। জ্যেষ্ঠ পদে কিছু বিদেশি অভিজ্ঞ লোকবল নেওয়া হয়েছে।’

এইচ বি এম ইকবাল বলেন, ‘আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, গ্রেট ব্রিটেনে হোটেল নির্মাণ করতে পারতাম। দেশের সবার সুবিধা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে এটা বাংলাদেশে করেছি। আমরা সব সময় দেশের বিনিয়োগ করব। আমার কোনো নিরাপত্তারক্ষী নেই, সামনে পেছনে গাড়ি নিয়েও চলাফেরা করি না। এ হোটেল থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। সরকারও রাজস্ব পাবে।’

স্টকমার্কেটবিডি.কম/

জানুয়ারিতে ব্যাংকগুলোতে সিঙ্গেল ডিজিট কার্যকর হবে বলে জানালেন অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোতে সিঙ্গেল ডিজিট ‘এক অঙ্ক’ (১০ শতাংশের নিচে) সুদের হার কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে। তবে প্রতিবেদনটি ইস্যু করেনি। তাদের একটি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি কাজ শেষ করেছে। ১ জানুয়ারি থেকে কার্যকর করার চেষ্টা করছি, সে কারণে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন ইস্যু করবে। ওই প্রজ্ঞাপনে সবকিছু থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাজ করতে হবে।

এ সময় অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের কমিটি যেহেতু সুপারিশ করেছে সেহেতু এটি পাবলিক হয়নি, পাবলিক হলে জানতে পারবেন, গোপন রাখবো না কিছু। সারা বিশ্বে কোথাও এত হাই রেটে ইন্টারেস্ট নেই, সামঞ্জস্য করে চলতে হবে।

অর্থমন্ত্রী জানান, ম্যানুফেকচারিং খাতে সিঙ্গেল ডিজিট ঠিক থাকবে। জানুয়ারির ১ তারিখ থেকেই হবে, এরমধ্যে আশা করি বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করবে। ইস্যু করলেই কাজ শুরু করতে পারবে। শুরু করলেই ফলাফল দেখতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের লাগাম টানলেন বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খেলাপি ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ও দাফতরিক কার্যক্রমে গতি আনতে রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত ১৫ ডিসেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ হ্রাসকল্পে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঋণ আদায়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা অনুযায়ী ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়েই খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম চলমান রয়েছে, যার মেয়াদ হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন।

ফলে খেলাপি ঋণ আদায় জোরদারকরণে ব্যাংক কর্মকর্তাদের যথাযথভাবে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম নেওয়া প্রয়োজন। কিন্তু, ব্যাংক কর্মকর্তাদের অতিমাত্রায় ব্যক্তিগত বিদেশ ভ্রমণ প্রতিষ্ঠানের দাফতরিক কার্যক্রমে ধীরগতিসহ ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে।

তাই কর্মকর্তাদের মাধ্যমে যথাযথভাবে কার্যসম্পাদনের লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে অপরিহার্য প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ সীমিতকরণ আবশ্যক।

আদেশে আরও বলা হয়, খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের অতীব জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ব্যতীত ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ভরিতে ১১৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে এক মাসের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।

বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৮ হাজার ২৮ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৬৯৬ টাকা প্রতি ভরি। একইভ‍াবে ১৮ ক্যারেটের ভরির দাম হবে ৫১ হাজার ৮৪৬ টাকা। এখন রয়েছে দাম রয়েছে ৫০ হাজার ৬৮০ টাকা।

একমাসের ব্যবধানে উল্লেখিত তিন ক্যারেটে স্বর্ণের দাম বাড়লেও বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম। প্রতি ভরির দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়াও ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

গবাদিপশুর মাংস আমদানি কেন কর্তৃত্ববহির্ভূত নয়: হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হাইকোর্টদেশে পর্যাপ্ত থাকা সত্ত্বেও গবাদিপশুর মাংস আমদানির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া গবাদিপশুর মাংসের মানসহ নিরাপদ গবাদিপশুর খাদ্য উৎপাদন নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুজ্জামান ও নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

পরে আইনজীবী মো. কামরুজ্জামান বলেন, প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুসারে দেশে গবাদিপশুর মাংসের চাহিদা ৭২ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ৭৫ দশমিক ১৪ লাখ মেট্রিক টন। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী সরকার গবাদিপশুর মাংস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মো. মোছাব্বির হোসেন নামের এক ব্যবসায়ী গত সপ্তাহে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

পোশাক খাতের সংস্কারে বিদেশিদের পরামর্শ আর নয়: বিজিএমইএ

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেছেন, বিদেশিদের পরামর্শে আমরা কতভাবে পোশাক খাতে টাকা খরচ করেছি, সেটা বলে শেষ করতে পারব না। আমরা বলতে চাই, বিদেশিদের পরামর্শে পোশাক খাতে আর সংস্কার করব না। এটা একেবারে স্পষ্ট।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘স্টাডি অন সাপ্লাই চেন রেজিলেন্স অব আরএমজি সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

রুবানা হক বলেন, উত্তর আমেরিকার ক্রেতাদের সংগঠন (অ্যালায়েন্স) ও ইউরোপিয়ান ক্রেতাদের সংগঠন (অ্যাকোর্ড) বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন করে। তাদের সঙ্গে আটটি পয়েন্ট নিয়ে আমাদের বিবাদ হয়েছে। এর মধ্যে সাতটি বিষয়ে তাদের রাজি করানো গেছে। আরও কিছু বিষয় আছে, সেগুলোর বিষয়ে রাজি করাতে হলে আবার বিদেশিদের হায়ার করতে হবে। এভাবে পোশাক খাত চলতে পারে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময়েও আমরা বিল্ডিং কোড নীতিমালা ২০১৯ অনুমোদন করাতে পারিনি। এই সুযোগে বিদেশিরা এসে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। যেটা বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে। রানা প্লাজা ধসের পর দেড় বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করেছি, শুধু অগ্নিনির্বাপণের সরঞ্জাম কেনার কাজে। কিন্তু এটা আমাদের পরিবেশের সঙ্গে যাচ্ছে কি-না কেউ কথা বললো না।

বিজিএমই সভাপতি রুবানা হক বলেন, পোশাক খাতে গত পাঁচ মাসে ছয় ভাগের বেশি নেগেটিভ গ্রোথ হয়েছে। স্পষ্টভাবে বলা যায়, পোশাক খাত ক্রান্তিকাল অতিক্রম করছে। এসব কাজে সরকারকে দোষ দেওয়া সহজ। কিন্তু আমরা নিজেরা কতটুকু প্রস্তুতি নিয়েছি এটাও দেখতে হবে। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। শুধু গার্মেন্ট শিল্পকে প্রাধান্য দিলে হবে না। অন্যান্য শিল্পকে গুরুত্ব দিতে হবে। সব শিল্পকে সমানভাবে গুরুত্ব দিলেই পোশাক খাত এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ২০২১ সাল নাগাদ ৫০ বিলিয়ন ডলারের যে রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা দেওয়া হয়েছে, এটা একেবারেই বাস্তব সম্মত নয়। রপ্তানি বাড়ানোর চেয়ে ভ্যালু এডিশন বাড়াতে হবে। আমরা কম মূল্যে রপ্তানি করলে এখনই ৫০ বিলিয়ন রপ্তানি করতে পারব। এতে দেশের কোনো লাভ নেই। কারণ মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশই তৈরি পোশাক খাতের, কিন্তু জিডিপিতে অবদান মাত্র ১১ শতাংশ।

রুবানা হক বলেন, পোশাক খাতের উন্নয়নে প্রয়োজন একটা সঠিক গবেষণা। কীভাবে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন বাড়ানো যায় এ বিষয়ে গবেষণা বাড়াতে হবে। বিশ্বমন্দা ও আমাদের মুদ্রা বিনিময় হারের তারতম্যের কারণে রপ্তানি কমছে। আমাদের এই ব্যবসা টিকিয়ে রাখতে হলে অবশ্যই গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। পণ্য ও বাজার বহুমুখীকরণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান খলিলুর রহমান খান প্রমখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আর্গন ডেনিমসের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-৩’

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরএসএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই বছরে কোম্পানিটির দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এসটি-৩’।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএসএল ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, বকেয়া দাবিতে সড়ক অবরোধ

image-256869-1576659963স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর উত্তরায় বেতনভাতার দাবিতে টপ জিন্স নামক গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে উত্তরা থেকে গাজীপুর, উত্তরা থেকে আশুলিয়া এবং উত্তরা থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

টপ জিন্সের কাটিং সেকশনে কর্মরত তরিকুল ইসলাম জানান, রাজধানীর উত্তরখানে আটিপাড়ায় অবস্থিত গার্মেন্টসটির ২২ শতাধিক শ্রমিকের দুই মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, ওই প্রতিষ্ঠানের দুশতাধিক স্টাফকে বিগত চার মাস ধরে বেতনভাতা বন্ধ রয়েছে।

তিনি বলেন, বেতনভাতার দাবিতে গত এক সপ্তাহ ধরে তারা আন্দোলন করে আসছেন। কিন্তু অর্থ পরিশোধ না করে গোপনে কারখানার মালামাল সরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

এ কথা জানতে পেরে আজ বেলা ১১টার পর তারা উত্তরার রাজপথে নেমে আসেন এবং বেতনভাতার দাবিতে বিভিন্ন স্লোগান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন।

অপর শ্রমিক কবিতা আক্তার জানান, তারা শান্তিপূর্ণভাবে এক সপ্তাহ ধরে কারখানার ভেতরে আন্দোলন করেছেন। কিন্তু কোনো রকম সুরাহা না হওয়ায় আজ তারা রাজপথে নেমে আসেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে থাকেন।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, বকেয়া বেতনভাতার দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে এলে এবং তাদের দাবিদাওয়া পেশ করলে পুলিশের তরফ থেকে টপ জিন্স কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, মালিকের প্রতিনিধি স্থানীয় ব্যাংকে অবস্থান করছেন। ব্যাংক থেকে টাকা উঠানো সাপেক্ষে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ করা হবে। সূত্র : যুগান্তর

স্টকমার্কেটবিডি.কম/আর

লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুডস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি