প্রধান সূচকে ইফাদ অটোস লিমিটেড

ifadস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্সে (ডিএসইএক্স) ইফাদ অটোস লিমিটেড কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএ্যান্ডপি’র নির্ধারিত মাপকাঠি ও ডিএসই বাংলাদেশ ইনডেক্স মেথডোলজির আলোকে এ কোম্পানিটি সূচকে যোগ হয়েছে। কোম্পানিটির সূচকে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি আজ ১৯ এপ্রিল রবিবার থেকে কার্যকর হয়েছে।

এ কোম্পানিটি যোগ হওয়ায় ডিএসই ব্রড ইনডেক্সে কোম্পানির সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৪২ এ।

২০১৩ সালের ২৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুটি নতুন সূচক চালু করে। এর একটি হচ্ছে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স। এটিকে ডিএসইর প্রধান সূচক হিসাবে বিবেচনা করা হয়।

এছাড়া শীর্ষ ৩০ টি কোম্পানিকে নিয়ে চালু করা হয় ডিএস৩০ নামে অপর ইনডেক্স। আর ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত সেসব কোম্পানি শরিয়াহ ইনডেক্সে অন্তর্ভুক্ত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দর বৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানির। রবিবার দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৯.৮০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার শাহজিবাজার পাওয়ারের সর্বশেষ দর ছিল ১৫৪.৪০ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির দর গিয়ে দাঁড়িয়েছে ১৬৯.৮০ টাকায়। এদিন এ শেয়ার ১৫৪.৬০ থেকে ১৬৯.৮০ টাকা লেনদেন হয়।

ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে-সিএমসি কামালের ৯.৯৩%, এনভয় টেক্সটাইলসের ৯.৮৯%, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.৮২%, জাহিনটেক্সের ৯.৭০%, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৯.৬০%, সাফকো স্পিনিংয়ের ৯.৫৭%, কেপিসিএলের ৯.৪৫%, জাহিন স্পিনিংয়ের ৯.৩১%, মেট্রো স্পিনিংয়ের ৯.০৯%।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর