শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ব্যাংক হিসাবে

sahzibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, জুন মাসে শেষ হওয়া ২০১৫ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ ক্যাশ আর ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ইউনাইটেড এয়ারের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল

unitedনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য আবারও বাতিল করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণবশত ইউনাইটেড এয়ার ওয়েজে ফ্লাইট ৫ মার্চ থেকে আবারও বাতিল করা হয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি চলাচলযোগ্য বিমানের অভাবে সব ফ্লাইট বাতিল করে ইউনাইটেড এয়ারওয়েজ। পরে অভ্যন্তরীণ রুটে তা চালু হয় গত ২৪ ফেব্রুয়ারি। এরপরই আবার গতকাল ৫ মার্চ থেকে অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা।

প্রসঙ্গত, কোম্পানিটি আজ সর্বশেষ লেনদেন করে ৬ টাকা ২০ পয়সা দরে।

স্টকমার্কেটবিডি.কম/এমএআর/এলকে

  1. বিএসআরএম লি
  2. লাফার্জ সুরমা
  3. লংকাবাংলা ফিন্যান্স
  4. ইফাদ অটোস
  5. কাশেম ড্রাইসেল
  6. সিএমসি কামাল
  7. ওরিয়ন ফার্মা
  8. ওয়ান ব্যাংক
  9. আমান ফিড
  10. ইউনাইটেড পাওয়ার।

ডিএসইতে লেনদেন ৩০০ কোটি : সিএসইতে বৃদ্দি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটিতে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭.৩৭ পয়েন্ট কমে ৪৪৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৭.৫০ পয়েন্ট কমে ১০৭৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩০০ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ইফাদ অটোস, কাশেম ড্রাইসেলস, সিএমসি কামাল, ওরিয়ন ফার্মা, ওয়ান ব্যাংক লিমিটেড,আমান ফিড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৯৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন অর্ধেকের বেশি কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বুধবার মোবাইল লেনদেন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল লেনদেন বুধবার শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওই দিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।

রবিবার ডিএসই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, মোবাইল লেনদেন ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালুর কথা থাকলেও অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। এখন সিকিউরিটিজ হাউজগুলোর নতুন ব্রাঞ্চ খোলার অনুমতি নেই। মোবাইল ট্রেডিং চালু করা হলে দূরের বিনিয়োগকারীরা ট্রেড করতে পারবেন।

তিনি বলেন, মোবাইলে লেনদেনের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো চার্জ ধরা হচ্ছে না। তবে কয়েক মাস পরে চার্জ নেওয়া হবে। কত নেওয়া হবে সেটা পরে জানানো হবে।

সিকিউরিটিজ হাউজগুলোর মাধ্যমে মোবাইল লেনদেন করতে হবে জানিয়ে স্বপন বালা বলেন, এর মধ্যে ২৩৪ ব্রোকারেজ হাউজকে ডিএসই প্রশিক্ষণ দিয়েছে। মোবাইল অপারেটর ‘রবি’র গ্রাহকরা লেনদেন চলাকালীন মোবাইলে ফ্রি ডাটা সার্ভিস পাবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএসই চিফ রেগুলেটরি অফিসার জিয়াউল হাসান খান ও প্রধান অর্থ কর্মকর্তা আবুল মতিন পাটোওয়ারিসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

৬ মাসের মধ্যে সর্বোচ্চ ওরিয়ন ফার্মার দর

ORIONPHARMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারের দর হঠাৎ করেই উর্ধ্বমূখী হয়ে উঠেছে। মাত্র কয়েকদিনে শেয়ারটির দর প্রায় ১০ টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৮ ফ্রব্রুয়ারি শেয়ারটির দর ছিল ৩৫ টাকার কাছাকাছি। গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ লেনদেনে হয় ৪১ টাকার উপরে। এর আগের দিন এই দর ছিল ৪৩.৪০ টাকা।

গত ৬ মাসের মধ্যে এটাই ছিল কোম্পানিটির সর্বোচ্চ দর। এর আগে ৩৭ টাকার উপরে দর উঠতে দেখা যায়নি।

আর বিগত এক বছরের মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের দর সর্বোচ্চ ৪৩.৯০ টাকা দেখা যায়। যা গত বুধবারের দরের চেয়ে মাত্র ৫০ পয়সা কম।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ওয়াটা কেমিক্যালের নগদ ও বোনাস লভ্যাংশ

wata-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে ওয়াটা কেমিক্যালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.০১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ৮১.৮৬ টাকা।

আগামী ১৬ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ