রূপালী ইন্স্যুরেন্স বোর্ড সভা ২৯ মার্চ

Rupali-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৯ মার্চ রবিবার বিকেল ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর ২০১৩ প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স বোর্ড সভা ২৯ মার্চ

eastland-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৯ মার্চ রবিবার বিকেল ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫ শতাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

শেয়ারবাজারে আবারো কমলো সূচক

dseনিজস্ব প্রতিবেদক :

একদিনের ব্যবধানেই ফের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২৬.৬৫ পয়েন্টের।

ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১১ পয়েন্টে।
সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার ডিএসইএক্স বেড়েছিল ৬৫ পয়েন্ট।

এদিকে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহের শেষ লেনদেন দিবস বৃহস্পতিবার চলতি বছরের সর্বনিম্ন ১৬৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। চলতি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ রবিবারে ২০০ কোটি টাকা ছাড়িয়ে লেনদেন হয় ২৬৮ কোটি ১৯ লাখ টাকা। লেনদেন বৃদ্ধির এ ধারাবাহিকতা সোমবারেও বজায় থাকায় ডিএসইর লেনদেন ফের ৩০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৩৮ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, ওয়ান ব্যাংক লিমিটেড, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশনস, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, শাশা ডেনিমস বেক্সিমকো এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ১৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির দর। এরমধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু সিরামিকসের। অপরদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে সাভার রিফ্যাক্টরিজের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

শাহ্জালাল ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৯৫ পয়সা।

আগামী ৭ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

পাইলট প্রজেক্টে সর্বশেষ অলিম্পিক এক্সেসরিজ

ipoনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের আবেদন ব্যাংক ও ব্রােকার হাউজে জমা নেওয়া হবে। নিয়ন্ত্রক সংস্থার বেধে দেওয়া পাইলট প্রজেক্টের সময়ের মধ্যে এটিই হবে সর্বশেষ কোম্পানি। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার পূর্ব ঘোষণানুযায়ী এরপর থেকে শুধু ব্রোকার হাউজেই অনুমোদন পাওয়া কোম্পানির আইপিও আবেদনের অর্থ জমা দেওয়ার নিয়ম করা হয়ে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১ এপ্রিল থেকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব সদস্য প্রতিষ্ঠান নিজ গ্রাহকদের আইপিও আবেদন গ্রহণ, তাদের রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ ও তা বিতরণে বাধ্য থাকবে। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে ব্যাংক ব্যবস্থার পাশাপাশি পাইলট প্রকল্পের অধীন কিছু ব্রোকারেজ হাউজের মাধ্যমে আইপিও আবেদন জমা দেয়ার সুযোগ রয়েছে। এ ব্যবস্থার পুরোপুরি বাস্তবায়ন হলে একদিকে যেমন ব্রোকারেজ হাউজ এ আইপিও জমা দিতে হবে।

গত সেপ্টেম্বরে হামিদ ফেব্রিকসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মধ্য দিয়ে শুরু হয় নতুন আইপিও পদ্ধতির পাইলট প্রকল্প। প্রথম এই পাইলট প্রকল্পে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৯২টি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৮৪টি ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের জন্য আইপিও আবেদনের সুবিধা দেয়। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী এপ্রিলের আগেই বিনিয়োগকারীদের এ সুবিধাটি নিশ্চিত করবে বলে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল।

এ সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাংক ব্যবস্থার পরিবর্তে ব্রোকারেজ হাউজের মাধ্যমে আইপিও আবেদন করতে পারবেন, যা আইপিওতে তাদের আগ্রহ আরো বাড়াবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। তবে প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারী (এনআরবি) ও মিউচুয়াল ফান্ডগুলোর জন্য আগের মতো ব্যাংকের মাধ্যমে আইপিও আবেদন জমা দেয়ার সুযোগ বহাল রয়েছে।

এ পাইলট প্রজেক্টের আওতায় অলিম্পিক এক্সেসরিজ আইপিও আবেদন শুরু হবে আগামী ১৯ এপ্রিল এই আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ রয়েছে ২ মে পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

শীঘ্রই প্রকাশিত হবে অলিম্পিকের প্রসপেক্টাস

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের আবেদন শুরু হবে আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যে কোম্পানিটের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।যা শ্রীঘ্রই বিনিয়োগকারীদের সামনে প্রকাশ করবে কোম্পানিটি।

সূত্র থেকে জানা যায়, দু/একদিনের মধ্যে এই প্রসপেক্টাসটি ৪টি পত্রিকায় প্রকাশ করা হবে। পরে তা পুস্তকাকারে প্রকাশ করে ডিএসই ও সিএসইতে রাখা হবে, যাতে বিনিয়োগকারীরা তা দেখতে পায়, আর তথ্য পর্যালোচনা করতে পারে।

প্রসপেক্টাসটি ডিএসই ও সিএসইর ওয়েবসাইটটিতে দেখানো হবে। এই প্রতিবেদনে কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য যুক্ত করা হয়েছে।

প্রসপেক্টাস পর্যালোচনা করে কোম্পানির ভিত্তি বিবেচনা করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন বলে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত :অলিম্পিক এক্সেসরিজ আইপিও আবেদন শুরু হবে আগামী ১৯ এপ্রিল এই আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ রয়েছে ২ মে পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইউনাইটেড পাওয়ারকে ডিএসই‌তে তালিকাভুক্তির অনুমোদন

UPGDস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী এখন কোম্পানিটি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) শেয়ার দিবে। এরপর সিডিবিএল বিনিয়োগকারীদের হিসাবে শেয়ার পাঠাবে। সিডিবিএল বিনিয়োগকারীদের বিওতে শেয়ার দেওয়া সম্পন্ন করলে কোম্পানির পক্ষ থেকে ডিএসইতে জানানো হলে তারা লেনদেনের সময় ঠিক করবে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানির বেধে দেওয়া সময়ে সাধারণ ও ক্ষতিগ্রস্ক কোটায় মোট ৫৪০ কোটি ৮১ লাখ ২১ হাজার ৯১০ টাকার আবেদন জমা পড়ে। আর বিদেশীদের নিকট থেকে আবেদন পড়েছে ১১ কোটি ৮৮ লাখ টাকার।

কোম্পানিটি আইপিও আবেদন গ্রহণ ২২ জানুয়ারি শেষ হয়েছে। তবে প্রবাসী বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময়ের মধ্যে ১২টি ব্যাংক ও অনুমোদিত ২৭৫টি হাউজে আইপিওর অর্থ জমা নিয়েছে সাধারণ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আবেদন জমা পড়ে।

সাধারণ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষ থেকে ভালো আবেদন জমা পড়েছে। আবেদন অনেক বেশি হওয়ায় লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ করবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আগামী ফেব্রুয়ারি মাসে গণমাধ্যমের মাধ্যমে লটারির ড্র র স্থান, তারিখ ও সময় বিনিয়োগকারীদের জানানো হবে বলে বলে জানিয়েছে কোম্পানিটি।

ইউপিজিডিসিএল বুক বিডিং পদ্ধতির আওতায় শেয়ারবাজারে ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ টাকা। কোম্পানির ১০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর