1. সাইফ পাওয়ারটেক
  2. তিতাস গ্যাস
  3. ইফাদ অটোস
  4. বেক্সিমকো ফার্মা
  5. কাশেম ড্রাইসেলস
  6. ইউনাইটেড পাওয়ার
  7. ইউনাইটেড এয়ার
  8. কেডিএস অ্যাক্সেসরিজ
  9. আইপিডিএস
  10. বেক্সিমকো লিমিটেড।

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ দিন বাংলাদেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে উঠে।

এদিন ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৭০৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪০২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

বাটা সুর বোর্ড সভা ২৩ নভেম্বর

logo-bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেড বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৩ নভেম্বর বেলা আড়াই টায় এ সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় চলতি বছরের প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দুই লাখ শেয়ার কিনবে পেনিনসুলার পরিচালক

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আয়েশা সুলতানা নামে হোটেলটির এই পরিচালক নিজ কোম্পানির ২ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১০% লভ্যাংশ ঘোষণা

Alltex-Homtextileস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত বছরের বিনিয়োগকারিদের জন্য ৪ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৩৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউনাইটেড এয়ারের ১০% লভ্যাংশ ঘোষণা

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড ইয়ার বাংলাদেশ লিমিটেড গত বছরের বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৮২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ