ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক:

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১২ লাখ ২৯ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি আজ ৬ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।

সাউথইস্ট ব্যাংক ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ লাখ টাকা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৩ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, বার্জার পেইন্টস, ডেসকো ও লিন্ডে বিডি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শেয়ার কিনবেন গ্লোবালের উদ্দোক্তা

global-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শওকত রেজা নামে বিমাটির এক উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার বিক্রি

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলমগীর হোসেন নামে এই পরিচালক ৫ হাজার শেয়ার দুই মার্কেটে বিক্রয় করবেন। তার হাতে মোট ৫১ হাজার ৪৮৯ টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্দোক্তা ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব আহমেদ শাফি নামে এই উদ্যোক্তা ২ লাখ শেয়ার দুই মার্কেটে বিক্রয় করবেন। তার হাতে মোট ১১ লাখ ৭০ হাজার ৯১৪ টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রেকর্ড ডেটের পর বিডি থাইয়ের লেনদেন

bd thaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে প্রোকৌশল খাতে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (বিডি থাই) লিমিটেডের লেনদেন একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবার চালু হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ৩১ আগস্ট (বুধবার) এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিটি।

আগামীকাল ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে এ কোম্পানির লেনদেন যথা নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  2. শাহজিবাজার পাওয়ার
  3. স্কয়ার ফার্মা
  4. ন্যাশনাল টিউবস
  5. ডিবিএইচ
  6. আইপিডিসি
  7. বিডিকম
  8. বেক্স ফার্মা
  9. এমজেএলবিডি
  10. ইসলামী ব্যাংক।

সূচকের স্থিতিশীলতায় শেষ হলো দিনের লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান পতন হয়েছে। ডিএসইর মতো এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের স্থিতিশীলতা আগের দিনের মতো ছিল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২০ কোটি টাকা কমেছে। গতকাল মঙ্গলবার সেখানে ৫৩১ কোটি ১৩ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৯ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে প্রায় সমপরিমাণ শেয়ারের দর কমেছে ও বেড়েছে। এদিন বেড়েছে ১১৩টির, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রি, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, ডিবিএইচ, আইপিডিসি, বিডিকম, বেক্স ফার্মা, এমজেএলবিডি ও ইসলামী ব্যাংক।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও বিএসআরএম লি:।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ার বিক্রি সম্পন্ন করলেন এক উদ্দোক্তা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের দুই উদ্দোক্তা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির ঘোষণা দিলেও একজন বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালিউর রহমান নামে এই দুই উদ্যোক্তা হাতে থাকা দুই লাখ শেয়ার বিক্রি করলেন। তার নিকট ৭ লাখ ২০ হাজার ৮৪ টি শেয়ার ছিল।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

একই সময় পারভীন আক্তার নামে আরেক উদ্যোক্তা হাতে থাকা ১ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেন। তার নিকট ১ লাখ ৪৪ হাজার শেয়ার রয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমআর

স্পট মার্কেটে যাচ্ছে মেঘনা লাইফ

meghna-life-insurance-company-ltd-logস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৯ সেপ্টেম্বর এ কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১ ও ৪ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ৫ সেপ্টেম্বর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিএসইসিতে স্বপন কুমার বালার মেয়াদ বাড়ল

balaনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে অধ্যাপক ড. স্বপন কুমার বালার মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। গত এপ্রিলে তিনি দুই বছরের জন্য নিয়োগ পান।

২৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এ কমিশনারের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালাকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন সংশোধন করে এ আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ এপ্রিল বিএসইসির কমিশনার হিসেবে স্বপন কুমার বালাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তখন বিএসইসির সাবেক কমিশনার আরিফ খানের স্থলাভিষিক্ত হন অধ্যাপক স্বপন কুমার বালা। ২০১৮ সালের ১৭ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে নতুন প্রজ্ঞাপনের কারণে ২০২০ সালের ১৭ এপ্রিল তার মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, ড. স্বপন কুমার বালা ১৯৯১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। এর বাইরে তিনি ২০১৩ সালের ১৩ এপ্রিল থেকে চলতি বছরের ১৪ এপ্রিল পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএমএবি) একজন জ্যেষ্ঠ ফেলো।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড