দর বাড়ার শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

weastaernস্টকমার্কেট ডেস্ক :

লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৮৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতদিন সোমবার ওয়েস্টার্ন মেরিনের দর ছিল ৪৩.৭০ টাকা। বুধবার দিনশেষে সর্বশেষ দর হয়েছে ৪৮ টাকা। দিনভর কোম্পানিটির দর ৪৪ থেকে ৪৮ টাকায় উঠা-নামা করে।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ডায়িংয়ের ৯.৮২%, বিএসআরএম স্টিল মিলসের ৯.৮১ %, প্রাইম ফাইন্যান্সের ৯.৭৭%, বিডি ফাইন্যান্সের ৯.৭০%, পিপলস লিজিংয়ের ৯.৭০%, লংকাবাংলা ফিন্যান্স ৯.৬৮ %, ফ্যামিলি টেক্সটাইলস ৯.৬৫%, ম্যাকসন স্পিনিং ৯.৬৩%, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৫৩% দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

দুই প্রাতিষ্ঠানিক পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

ilf-stockmarketbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের দুই প্রাতিষ্ঠানিক পরিচালক জেড এন এন্টারপ্রাইজ এবং পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে জেড এন এন্টারপ্রাইজের বিক্রি করা সব শেয়ার (৩৪ লাখ ২২ হাজার) এইচএএল ইন্টারন্যাশনাল লিমিটেড এবং পিএইচপি গ্লাসের বিক্রি করা সব শেয়ার (৩৪ লাখ ২২ হাজার ৪৯টি) বিআর ইন্টারন্যাশনাল লিমিটেড ক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে চলমান বাজার দরে তাদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন হবে।

এদিকে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ার বিক্রির এ ঘোষণা কার্যকর হওয়ার পর জেড এন এন্টারপ্রাইজ এবং পিইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির পরিচালক পদে থাকতে পারবে না।

অপরদিকে, শেয়ার ক্রয় সম্পন্ন হলে এইচএএল ইন্টারন্যাশনাল এবং বিআর ইন্টারন্যাশনাল কোম্পানি দু’টির লিজিং কোম্পানিটির প্রাতিষ্ঠানিক পরিচালক হওয়ার সুযোগ তৈরি হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মবিল যমুনা
  3. ওয়েস্টার্ন মেরিন
  4. এসিআই
  5. ইফাদ অটোস
  6. গ্রামীণ ফোন
  7. সাইফ পাওয়ার
  8. স্কয়ার ফার্মা
  9. শাশা ডেনিমস
  10. লাফার্জ সুরমা সিমেন্ট।

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

index upস্টকমার্কেট ডেস্ক :

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকা। যা চলতিবছরের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন।

এদিন মূল্যসূচকেরও বড় ধরনের উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় মূল্যসূচক বেড়েছে ৬৮.৮৭ পয়েন্ট। এরফলে ডিএসইর মূল্যসূচক ৩২০০ পয়েন্টের ঘর থেকে ৪৩০০ পয়েন্টের ঘরে উন্নীত হয়েছে। দিনশেষে ডিএসইএক্স সুচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩৬০.৪৯ পয়েন্টে।

এ নিয়ে টানা দু’দিন ডিএসইতে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। সোমবার ডিএসইতে ৪১২ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১ টির, কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির দর।

বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই, ইফাদ অটোস, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন

pioneer-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ২০ এপ্রিল সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৯ এপ্রিল রবিবার বিকেল ৪টায়।

সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একইসাথে প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড ডেট নির্ধারণ করা হতে পারে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনাইটেড পাওয়ারের দর বাড়ার কারণ নেই

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউটর কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ কার্যদিবসে শেয়ারটির দর ১২৮ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৭৫ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪৭ টাকা ৬০ পয়সা বা ৩৭ দশমিক ১৬ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বৃহস্পতিবার ৯ কোম্পানির লেনদেন বন্ধ

suspendস্টকমার্কেট ডেস্ক :

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি নয়টি হলো: আইবিবিএল মুদুরাবা পারপেচ্যুয়াল বন্ড, ইসলামী ব্যাংক, আইসিবিআই ব্যাংক, কন্টিন্টোল ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হাউজিং, আরগন ডেনিমস ও যমুনা ব্যাংক।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আগামীকাল এ নয়টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে এ সব কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

লিন্ডেবিডির এজিএম ৩০ এপ্রিল

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারন সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন রাজধানীর রমনায় অবস্থিত বেইলি রোডে অফিসার্স ক্লাবে লিন্ডে বিডি লিমিটেডের এজিএমটি অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

মোজাফ্ফর স্পিনিংয়ের মেশিন ক্রয়ের সিদ্ধান্ত

mojjafforস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন মেশিন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২টি রোটর মেশিন ক্রয় করবে। এর ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে এটি কার্যকর হবে।
২০১৪ সালে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর