সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে ইউনাইটেড পাওয়ারের একীভূতকরণ বাতিল

DOREEN-POWERস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সঙ্গে সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া বাতিল করেছেন আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেডের সঙ্গে ইউনাইটেড পাওয়ারের একীভুতকরণের প্রক্রিয়া পরিকল্পনা বাতিলের অনুমতি দিয়েছেন আদালত। গত ৪ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোম্পানি দুইটির ইউনাইটেড পাওয়ারের সঙ্গে একীভূতকরণের পরিকল্পনা বাতিলের বিষয়টি অনুমোদন করে।

এর আগে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের সাথে বৈঠকে ইউনাইটেড পাওয়ারের সঙ্গে একীভূতকরণের পরিকল্পনা বাতিল করেছে। তবে এ সিদ্ধান্ত কার্যকরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতি প্রয়োজন হয়। তাই গত ২৮ জুলাই একীভুতকরণ পরিকল্পনা বাতিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেড।

উল্লেখ, গত বছরের সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ পাওয়ার লিমিটেড, শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা পর্ষদ একীভুত হওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অনুমতিও দেয়। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই অনুমতির বিরুদ্ধে আপিল করে। বিষয়টি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইএফআইসি ব্যাংকের অফিস পরিবর্তন

imagesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির রেজিস্টার্ড অফিস পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।

আগে কোম্পানিটির এই রেজিস্টার্ড অফিস রাজধানীর মতিঝিলের বিডিবিএল ভবনে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ব্র্যাক ব্যাংকের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির রেজিস্টার্ড অফিস তেজগাও য়ে গুলশান লিংক রোডে স্থানান্তর করা হয়েছে।

আগে কোম্পানিটির এই রেজিস্টার্ড অফিস রাজধানীর গুলশানে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. এনভয় টেক্সটাইল
  2. শাহজিবাজার পাওয়ার
  3. এমজেএলবিডি
  4. বিএসসি
  5. বিএসআরএম লি.
  6. আমান ফিডস
  7. কেডিএস এক্সেসরিজ
  8. বিএসআরএম স্টিল
  9. এসআইবিএল
  10. স্কয়ার ফার্মা।

ডিএসইতে ১৬৫ কোটি টাকার লেনদেন পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ১৬৫ কোটি টাকা পতন হয়েছে। এদিন সেখানে মূল্য সূচকের মিশ্র প্রবণতা ছিল। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৫০০ কোটি ৯৪ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৬৫ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২২ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৪.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ দর কমেছে। এদিন বেড়েছে ১২৩ টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, এমজেএলবিডি, বিএসসি, বিএসআরএম লি., আমান ফিডস, কেডিএস এক্সেসরিজ, বিএসআরএম স্টিল, এসআইবিএল ও স্কয়ার ফার্মা।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিধবার সেখানে ২৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এমজিএলবিডি ও বিএসআরএম লি.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

১৫ আগষ্ট শেয়ারবাজার বন্ধ

dse cseস্টকমার্কেট ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের মৃত্যুদিন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১৫ আগষ্ট দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন মঙ্গলবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

পরিচালকের সব শেয়ার বিক্রয়ের ঘোষণা

rupaliস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের একজন পরিচালক নিজের সব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পঙ্কজ কুমার সরকার নামে বিমাটির এই পরিচালক প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১ লাখ ৬৪ হাজার ৪৮৩টি হাজার শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সোনারগাঁ টেক্সটাইলের বোর্ড সভা ১৮ আগষ্ট

sonargoan-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ আগষ্ট বেলা সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জানুয়ারিতে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

স্পিনিংয়ের বানিজ্যিক উৎপাদনে যাচ্ছে এনভয় টেক্সটাইল

textile3 স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের স্পিনিং কারখানায় উৎপাদন শুরু হতে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, আগামী ১৬ আগষ্ট মঙ্গলবার হতে এই উৎপাদন শুরু করবে কোম্পানিটি। স্পিনিং মিলে প্রথম ধাপে এই কারখানায় প্রতিদিন ৩০ মেট্রিকটন সুতা তৈরি করবে। পুরো উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রতিদিন ৫০ মে.টন সুতা আসবে।

আগামী ১ অক্টোবর হতে এই কারখানায় শতভাগ উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে এনভয় টেক্সটাইল।

এ সব স্পিনিং কোম্পানিটি নিজেদের ডেনিমসে ব্যবহার করবে বলে জানায়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

রিলায়েন্স ওয়ানের লভ্যাংশ কমেছে

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এবছর আগের বছরের চেয়ে লভ্যাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত মেয়াদের জন্য ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি বোর্ড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর ২০১৫ সালে তারা ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

জানা গেছে, আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ১০ পয়সা।

আর ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৬ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড