শেয়ারবাজার ঠনঠনের কারণ খুঁজে বের করার নির্দেশ অর্থমন্ত্রীর

1583689188_38স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার ঠনঠন হওয়ার কারণগুলো খুজে বের করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার অর্থনীতি কেমন চলছে শীর্ষক এক আলোচনা সভায তিন বলেন, দেশের অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু শেয়ারবাজার ঠনঠন, সেটাতো হতে পারে না।এর কারণগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। সরকার সমাধান করে দেবে না। সরকার শেয়ারবাজার সমস্যার সমাধান করতে পারে না। তবে শেয়ারবাজারের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা সরকার করবে।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক রকিবুল রহমান দেশের শেয়ারবাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এসময় আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, শেয়ারবাজারে সমস্যা রয়েছে। সমাধান হচ্ছে না। সমাধানের পথ তৈরি করুন। আমরা সমধান দেখতে চাই। সমাধান আপনার হাত দিয়েই সম্ভব।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, সরকারের কাজ হবে শেয়ারবাজারকে সমৃদ্ধ করার জন্য এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। দেশের সামস্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে শেয়ারবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু শেয়ারবাজার ঠনঠন, সেটাতো হতে পারে না।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আইন অনেক আছে। আইনগুলোতে কোনো অসঙ্গতি আছে কি না সেগুলো দেখবেন। সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে তাদেরকেও আপনারা সাহায্য-সহযোগিতা করবেন। এখন এক হয়ে কাজ করলে এর সমাধান পাবেন। একীভূত না হয়ে একে অপরের সমালোচনা করলে আমরা কাজটি করতে পারব না।

অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে অবশ্যই আমাদের সফলতা পেতে হবে। সরকার অর্থনীতিকে কতটা শক্তিশালী করলো এর রিফ্লেকশনটা পড়ে শেয়ারবাজারে। এটা একেবারে ডাইরেক্ট প্রতিবিম্ব, আয়না।

তিনি বলেন, যেহেতু শেয়ারবাজারের সঙ্গে আমাদের অনেক মানুষ জড়িত, তাই শেয়ারবাজারকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না। আমরা শেয়ারবাজারকে আমাদের সঙ্গে দেখতে চাই, আমাদের অর্থনীতিতে দেখতে চাই। সেজন্য যা কিছু ব্যবস্থা নেয়া দরকার, ব্যবস্থা আপনারা নেন, সরকার সব ধরনের সাহায্য করবে।

সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুল রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

ইলিশের জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৪ এপ্রিল

rejaulস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইলিশ সম্পদ উন্নয়নে আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২০ উদযাপন করা হবে। রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের’ সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২০ উদযাপনের সিদ্ধান্ত হয়েছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য, পাণিসম্পদ, নৌপরিবহন, তথ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, র‌্যাব, নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাটকা নিধনের সাথে জড়িতদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ভালো কাজের অনুপ্রেরণা ও সাহস দেন। তিনিই আমাদের শক্তি। দেশ, জাতি ও আইনের শাসনের স্বার্থে জাটকা নিধনের সাথে সম্পৃক্ত নেপথ্যের প্রভাবশালীদের প্রতিহত করা হবে। আর ইলিশ আহরণ বন্ধকালীন জেলেদের জন্য অবশ্যই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভা সূত্রে জানা গেছে, সভায় সিদ্ধান্ত হয়েছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী দিনে জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, বর্ণাঢ্য র‌্যালি এবং দেশের ৬৪ জেলায় একই সময়ে স্থানীয় মৎসজীবীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই খাতে অবদানে সম্মাননা

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্মাননা পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রাঙ্গণে রোববার শেষ হয়েছে চার দিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০২০। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ কে এন আহমেদ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলার ২৪ ও ২৫ নম্বর স্টলে নারী উদ্যোক্তা ঋণ শিখা অনন্যা এবং শিখা এসএমই ডিপোজিট স্কিমসহ সময়োপযোগী বিভিন্ন এসএমই সুবিধা নিয়ে উপস্থিত ছিল লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই ডিভিশন।

স্মারক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই এসএমই নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির মেলায় অংশগ্রহণকারী সব উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম/

১৫ মার্চের পর আসবে ভারতীয় পেঁয়াজ, কমছে দাম

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেশ কিছুদিন পেঁয়াজের দাম আকাশছোঁয়া থাকার পর এবার স্বস্তি ফিরেছে। আগামী ১৫ মার্চের পর দেশের বাজারে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। ফলে বাজারে বাড়বে পেঁয়াজের সরবরাহ। তখন আরো কমে আসবে পণ্যটির দাম।

আর মাত্র সপ্তাহখানেকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ উঠবে বাজারে। এছাড়া ভারত থেকেও আমদানি শুরু হবে।
আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আগামী সাত দিনের মধ্যেই পেঁয়াজের বাজার স্বস্তির পর্যায়ে পৌঁছবে। সে সময় পেঁয়াজের দাম নেমে আসবে ২৫ থেকে ৪০ টাকায়। তাই আগাম আমদানি করে ঝুঁকি নিতে চাইছেন না ব্যবসায়ীরা। আগের দুই দিন বৃহস্পতি ও শুক্রবার শ্যামবাজারে ৫০ থেকে ৬০ টাকায় নেমে এলেও গতকাল কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। গতকাল শ্যামবাজারে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায়, যা খুচরা বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে কেজিপ্রতি। এ ছাড়া টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি। অথচ এর আগের বছরগুলোতে মৌসুম শুরুর আগে পেঁয়াজের সরবরাহ ঘাটতি থাকলেও খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে এই পণ্যের বাজারে দেখা দেয় অস্থিরতা। নিত্যপণ্যটির দাম প্রতি কেজি ৩০-৪০ টাকা থেকে আড়াই শ টাকা পর্যন্ত উঠে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার চীন, তুরস্ক, মিসর, মিয়ানমার থেকে আমদানি করে বাজার সামলানোর চেষ্টা চালালেও পেঁয়াজের দর ১০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল। তবে বাম্পার ফলনে সম্প্রতি ভারত পেঁয়াজের রপ্তানি বাধা তুলে নেয়। চলতি মাসের ১৫ তারিখ থেকে দেশটি পেঁয়াজ রপ্তানি করবে বলে ঘোষণা দেয়। ফলে পাঁচ মাসের মাথায় ভারত আবার যখন রপ্তানি শুরুর ঘোষণা দিল, তার পরপরই বাংলাদেশের বাজারে দাম কমতে শুরু করে। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি বিক্রেতাদের তথ্য অনুসারে শুক্রবার দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৫০ টাকার মধ্যে নেমে আসে। মানভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। তাঁরা ওই দিনই জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর পেঁয়াজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তখন দাম আরো কমে যাবে। কিন্তু শনিবার শ্যামবাজারে দেশি পেঁয়াজের সংকট দেখা দেয়। আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকা কেজি। টিসিবির তথ্য বলছে, পেঁয়াজের দাম কমলেও এখনো তা এক বছর আগের দামের দ্বিগুণ।

স্টকমার্কেটবিডি.কম/

করোনাভাইরাসে ব্যবসার ক্ষতি পুষিয়ে আনা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, চীনে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব। রবিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত এক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। ফলে যে ক্ষতি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে।

ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিশ্বে আমাদের দূতাবাসগুলোও কাজ করছে। চীনের পরিস্থিতি পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

তাদের ব্যবসা বাণিজ্য খুলছে, আশা করি ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

করোনাভাইরাসের কারণে পরিস্থিতি খুব বেশি খারাপ হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হলে তাদের প্রণোদনা মিলবে কিনা তা পর্যবেক্ষণ করছে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচারের ঘটনায় আমাদের কিছু করার নেই। তবে সরকার অর্থপাচারের বিষয়ে তদন্ত করছে, খোঁজ নেওয়া হচ্ছে। যে কোনো মূল্যেই হোক টাকা পাচার বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, গত বছর আমাদের গ্রোথ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিলো। আমাদের জিডিপি ছিলো ৮ দশমিক এক শতাংশ। তাছাড়া অর্থনীতির সব সূচক ছিলো উর্ধ্বমুখী। ডায়নামিক লিডারশিপ শেখ হাসিনার কারণেই এসব সম্ভব হয়েছে।

আইসিসির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওয়ার্কশপে আরও বক্তব্য দেন আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ও সিইও মুহাম্মদ এ রুমি আলী, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, আইসিসির সহসভাপতি রোকেয়া আফজাল প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

বিএসইসির সাথে সিএসই’র নতুন বোর্ডের সৌজন্য সাক্ষাত

BSEC-CSE-700x375স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম-এর নেতৃত্বে সিএসই এর নবগঠিত পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে। বিএসইসির চেয়ারম্যান সিএসই এর নবগঠিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানান। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই বেশী। স্বতন্ত্র পরিচালকদের কর্মকান্ডের উপরই নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থা। সেই সাথে নির্ভর করে বাজারের গতিশীলতা। আমাদের সকলের উদ্দেশ্য শেয়ারবাজারকে সামনের দিকে এগিয়ে নেয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসিএর কমিশনার অধ্যাপক মো: হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, এফসিএমএ, খোন্দকার কামালুজ্জামান, ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, মো: সাইফুর রহমান, মো: মাহবুবূল আলম ।

সিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্বিতে শেয়ারবাজারকে আরো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। সময়োপযোগী কিছু পরিবর্তন শেয়ারবাজারকে আরো গাতিশীল করতে পারে যেমন নেটিং, এপিআই শেয়ারিং এবং টি প্লাস জিরো তে সেটেলম্যান্ট।

সিএসই’এর প্রতিনিধিদলে ছিলেন সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, এফসিএ,এফসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মো. ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং মহাব্যবস্থাপক ও সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মো. গোলাম ফারুক।

স্টকমার্কেটবিডি/

প্রথমদিনে বড় ধরণের সূচক পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আজ রবিবার সপ্তাহের প্রথম দিনে বড় ধরনের দর পতন হয়েছে। আজ আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৮৬ ভাগ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ১০ ভাগের। ডিএসইতে সবগুলো মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমমিক ২১ শতাংশ কমে গেছে। সূচকটি ৯৭ দশমিক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৭ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ৮৬ শতাংশ, আর ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৬৬ শতাংশ কমেছে।

ডিএসইতে আজ ৪২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ১৩ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মতিন স্পিনিংয়ের শেয়ার ক্রয়ের ঘোষণা

motinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস  লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

শামীম আহমেদ চৌধুরী নামে এই পরিচালক কোম্পানিটির ৬ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

হাক্কানী পাল্পের মূল্য সংবেদনশীল তথ্য নেই

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জায়গা কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কার পর্কিং ও বাণিজ্যিক কাজের জন্য জমি কিনবে। এ কারণে কোম্পানিটি গত ৫ মার্চ একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২৮ হাজার ২৯১ বর্গফুট বাণিজ্যিক জায়গা এবং ১৬টি কার পার্কিংয়ের জন্য ৩২ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবন কিনবে।

ভবনটির নাম “ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ১৯৭৩”। এই ভবনটির এক বিঘা এবং ১০ কাঠা জমি গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেওয়া। প্লট নং ২১৩/এ। ভবনিটি ঢাকা তেজগাঁও শিল্প এবং বাণিজ্যিক এলাকায় অবস্থিত।

এই বাণিজ্যিক জায়গা কিনতে কোম্পানিটিকে প্রায় ৫২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করতে হবে। ভবনটি কিনতে নিবন্ধন ফিসহ প্রয়োজনীয় খরচ কোম্পানি নিজে বহন করবে।

ভবন নিমার্ণ সম্পন্ন হলে ২০২৩ সালের জুলাই মাসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/